ETV Bharat / sitara

কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করে দিলেন আলিয়া, সৌজন্যে 'ডার্লিংস' - আলিয়া ভাটের খবর

কখন যে অভিনেত্রী থেকে ব্যবসায়ী হয়ে উঠলেন আলিয়া ভাট, বোঝাই গেল না । মিষ্টি ছটফটে মেয়েটা আজ একা হাতে সামলাচ্ছেন একাধিক নতুন উদ্যোগ । আলিয়ার সাম্প্রতিকতম উদ্যোগ হল প্রযোজনা সংস্থা 'ইটার্নাল সানশাইন' । এই সংস্থার প্রথম ছবিও ঘোষিত হয়ে গেছে, নাম 'ডার্লিংস' ।

Alia Bhatt darlings
Alia Bhatt darlings
author img

By

Published : Mar 2, 2021, 5:15 PM IST

Updated : Mar 2, 2021, 8:40 PM IST

মুম্বই : অভিনয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন আলিয়া ভাট । এবার অন্যদিকে শাখা বিস্তার করছেন তিনি । অভিনয়ের পাশাপাশি একজন যোগ্য মহিলা ব্যবসায়ী হয়ে ওঠার পথে আলিয়া । খুলেছেন নিজের প্রযোজনা সংস্থা 'ইটার্নাল সানশাইন' এবং নিজের প্রথম প্রযোজিত ছবির ঘোষণাও হয়ে গেছে ইতিমধ্যে ।

গৌরি খানের প্রোডাকশন হাউজ় 'রেড চিলিজ়' এবং আলিয়ার সংস্থা 'ইটার্নাল সানশাইন'-এর যৌথ প্রযোজনায় আসছে ডার্ক কমেডি ছবি 'ডার্লিংস' । দাপুটে অভিনেত্রী শেফালি শাহের সঙ্গে অভিনয় করবেন আলিয়া ।

শোনা যাচ্ছে মা আর মেয়ের চরিত্রে দেখা যাবে দু'জনকে । একটু মজা, একটু ইমোশন আর অনেকটা ভালোবাসা দিয়ে তৈরি এই ছবির পরিচালক জসমিত কে রীন । পরিচালক হিসেবে এটাই জসমিতের প্রথম কাজ । নতুনদের সুযোগ দেওয়ার ব্যাপারেও নজির গড়ল আলিয়ার 'ইটার্নাল সানশাইন' ।

  • Life is tough Darlings, but so are you....both!
    Unleashing our #Darlings onto the world....Caution is advisable.
    PS : yeh comedy thodi dark hai... https://t.co/6XRRCm63dg

    — Shah Rukh Khan (@iamsrk) March 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সব মিলিয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন আলিয়া । লোক জানিয়ে, কান ফাটিয়ে নয়..নিভৃতে নিজের মতো করে বিস্তৃত হচ্ছেন অভিনেত্রী । কয়েকদিন আগে বাচ্চাদের জামাকাপড়ের ব্র্যান্ড লঞ্চ করেছেন আলিয়া । আর এবার প্রযোজনা সংস্থা ।

অল দ্য ভেরি বেস্ট মিস ভাট !

মুম্বই : অভিনয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন আলিয়া ভাট । এবার অন্যদিকে শাখা বিস্তার করছেন তিনি । অভিনয়ের পাশাপাশি একজন যোগ্য মহিলা ব্যবসায়ী হয়ে ওঠার পথে আলিয়া । খুলেছেন নিজের প্রযোজনা সংস্থা 'ইটার্নাল সানশাইন' এবং নিজের প্রথম প্রযোজিত ছবির ঘোষণাও হয়ে গেছে ইতিমধ্যে ।

গৌরি খানের প্রোডাকশন হাউজ় 'রেড চিলিজ়' এবং আলিয়ার সংস্থা 'ইটার্নাল সানশাইন'-এর যৌথ প্রযোজনায় আসছে ডার্ক কমেডি ছবি 'ডার্লিংস' । দাপুটে অভিনেত্রী শেফালি শাহের সঙ্গে অভিনয় করবেন আলিয়া ।

শোনা যাচ্ছে মা আর মেয়ের চরিত্রে দেখা যাবে দু'জনকে । একটু মজা, একটু ইমোশন আর অনেকটা ভালোবাসা দিয়ে তৈরি এই ছবির পরিচালক জসমিত কে রীন । পরিচালক হিসেবে এটাই জসমিতের প্রথম কাজ । নতুনদের সুযোগ দেওয়ার ব্যাপারেও নজির গড়ল আলিয়ার 'ইটার্নাল সানশাইন' ।

  • Life is tough Darlings, but so are you....both!
    Unleashing our #Darlings onto the world....Caution is advisable.
    PS : yeh comedy thodi dark hai... https://t.co/6XRRCm63dg

    — Shah Rukh Khan (@iamsrk) March 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সব মিলিয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন আলিয়া । লোক জানিয়ে, কান ফাটিয়ে নয়..নিভৃতে নিজের মতো করে বিস্তৃত হচ্ছেন অভিনেত্রী । কয়েকদিন আগে বাচ্চাদের জামাকাপড়ের ব্র্যান্ড লঞ্চ করেছেন আলিয়া । আর এবার প্রযোজনা সংস্থা ।

অল দ্য ভেরি বেস্ট মিস ভাট !

Last Updated : Mar 2, 2021, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.