লস অ্যাঞ্জেলস : ফোর্বস ম্যাগাজ়িনের 2019-র হায়েস্ট পেইড অভিনেতাদের শীর্ষ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ।
ফোর্বস.কমের অনুযায়ী অক্ষয়ের পারিশ্রমিক 65 মিলিয়ন ডলার ।
ফোর্বসের এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন হলিউড স্টার ডোয়েন 'রক' জনসন । 1 জুন 2018-2019-র মধ্যে তাঁর পারিশ্রমিক ছিল 89.4 মিলিয়ন ডলার ।
দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ, যার পারিশ্রমিক 76.4 মিলিয়ন ডলার । তিনি মার্ভেলের সুপারহিরোদের মধ্যে একজন ।
"থর" স্টারের পর তৃতীয় স্থানে রয়েছেন 'অ্যাভেঞ্জার' স্টার "আইরন ম্যান" রবার্ট ডাউনি জুনিয়র । ষষ্ঠ স্থানে রয়েছেন "রকেট" ব্র্যাডলে কুপার, "ক্যাপ্টেন অ্যামেরিকা" ক্রিস ইভ্যান্স রয়েছেন অষ্টম স্থানে এবং "অ্যান্ট ম্যান" পল রুড নবম স্থান দখল করেছেন ।
তালিকায় বাকিরা হলেন জ্যাকি চ্যান, অ্যাডাম স্যান্ডলার ও উইল স্মিথ ।
ফোর্বসের 2019-র বিশ্বের হায়েস্ট পেইড অভিনেতাদের তালিকাটি দেওয়া হল :
1. ডোয়েন জনসন (89.4 মিলিয়ন ডলার)
2. ক্রিস হেমসওয়ার্থ (76.4 মিলিয়ন ডলার)
3. রবার্ট ডাউনি জুনিয়র (66 মিলিয়ন ডলার)
4. অক্ষয় কুমার (65 মিলিয়ন ডলার)
5. জ্যাকি চ্যান (58 মিলিয়ন ডলার)
6. ব্র্যাডলে কুপার (57 মিলিয়ন ডলার)
7. অ্যাডাম স্যান্ডলার (57 মিলিয়ন ডলার)
8. ক্রিস ইভ্যান্স (43.5 মিলিয়ন ডলার)
9. পল রুড (41 মিলিয়ন ডলার)
10. উইল স্মিথ (35 মিলিয়ন ডলার)