মুম্বই : পরের বছরে মুক্তি পেতে চলেছে 'বচ্চন পাণ্ডে' । চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করা অক্ষয়ের অভ্যেস । তবে এবার তিনি নিজের লুক নিয়েও এক্সপেরিমেন্ট করলেন । প্রকাশ্যে এল অক্ষয়ের এক ভয়ানক লুক, কটা চোখ-মুখ ভরতি দাড়ি-গলায় ঝুলতে থাকা সোনার চেন নিয়ে নেটদুনিয়া কাঁপালেন অক্ষয় কুমার ।
লুকটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, "ওর একটা লুকই যথেষ্ট । 2022 সালের 26 জানুয়ারি মুক্তি পাচ্ছে 'বচ্চন পাণ্ডে' ।" দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ফারাহাদ সামজী পরিচালিত 'বচ্চন পাণ্ডে'-তে অক্ষয় এক গ্যাংস্টারের চরিত্রে । তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন কৃতি স্যানন ও জ্যাকলিন ফার্নান্ডেজ় । রাজস্থানের জয়সলমীরে চলছে শুটিং । মার্চ অবধি চলবে এই কর্মকাণ্ড ।