মুম্বই : শেষ হল 'লক্ষ্মী বম্ব' ছবির শুটিং । মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও কিয়ারা আদবানি । শুটিংয়ের শেষদিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন কিয়ারা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবিটি আসলে শেয়ার করেন প্রযোজক শাবিনা খান । সেখানে ছবির ক্রু মেম্বারদের সঙ্গে পোজ় দিতে দেখা গেছে অক্ষয়কে । ছবিতে অবশ্য কিয়ারাকে দেখা যায়নি ।
-
Navratri is about bowing to the inner goddess and celebrating your limitless strength.On this auspicious occasion,I am sharing with you my look as Laxmmi.A character I am both excited and nervous about... but then life begins at the end of our comfort zone...isn’t it? #LaxmmiBomb pic.twitter.com/TmL9U1OXdk
— Akshay Kumar (@akshaykumar) October 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Navratri is about bowing to the inner goddess and celebrating your limitless strength.On this auspicious occasion,I am sharing with you my look as Laxmmi.A character I am both excited and nervous about... but then life begins at the end of our comfort zone...isn’t it? #LaxmmiBomb pic.twitter.com/TmL9U1OXdk
— Akshay Kumar (@akshaykumar) October 3, 2019Navratri is about bowing to the inner goddess and celebrating your limitless strength.On this auspicious occasion,I am sharing with you my look as Laxmmi.A character I am both excited and nervous about... but then life begins at the end of our comfort zone...isn’t it? #LaxmmiBomb pic.twitter.com/TmL9U1OXdk
— Akshay Kumar (@akshaykumar) October 3, 2019
নবরাত্রির দিন ছবিতে নিজের ফার্স্টলুক শেয়ার করেন অক্ষয় । ছবিতে 'লক্ষী'র ভূমিকায় দেখা যাবে তাঁকে । ক্যাপশনে লেখেন, "নবরাত্রিতে অন্তরের দেবত্ব ও নিজের অফুরান শক্তিকে প্রণাম জানাই । এই শুভ অনুষ্ঠানে লক্ষ্মী হিসেবে আমার লুক শেয়ার করছি। এই চরিত্রটি নিয়ে আমি একধারে উত্তেজিত ও অন্যদিকে নার্ভাস ।" 22 মে মুক্তি পাবে ছবিটি ।