ETV Bharat / sitara

অসম-বিহারের বন্যায় ত্রাণ অক্ষয়ের - অক্ষয় কুমারের খবর

অসম আর বিহারের বন্যায় ত্রাণ দিলেন অক্ষয় কুমার । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে খবরটি ।

Akshay kumar in assam and bihar flood releif
Akshay kumar in assam and bihar flood releif
author img

By

Published : Aug 14, 2020, 2:18 PM IST

মুম্বই : কয়েকদিন আগে অসম আর বিহারের বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে ত্রাণ পৌঁছে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস । এবার সেই তালিকায় নাম লেখালেন অক্ষয় কুমার ।

দেশের যে কোনও সমস্যায় সর্বাগ্রে এগিয়ে আসেন অক্ষয় । হাত খুলে অনুদান দেন । অসম আর বিহারের বন্যা পরিস্থিতি সঙ্গীন । এই সময় অক্ষয় আসবেন না এটা কি হতে পারে ?

শোনা গেছে যে, বিহার আর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়েছেন অক্ষয় । সুপারস্টারের এই ব্যবহারে তাঁরা আপ্লুত । খুব তাড়াতাড়ি অনুদানের টাকা পৌঁছবে ত্রাণ প্রকল্পে ।

তবে এই সব ব্যাপারে কোনও প্রচার চান না অক্ষয় । প্রিয়াঙ্কা চোপড়া যেমন অনুদান দেওয়ার কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, আক্কি কিন্তু তেমন কিছুই করেননি ।

আপাতত 'বেল বটম' ছবির কাজে ব্যস্ত অক্ষয় কুমার । বাণী কাপুর, হুমা কুরেশি এবং লারা দত্তের মতো অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন অভিনেতা ।

মুম্বই : কয়েকদিন আগে অসম আর বিহারের বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে ত্রাণ পৌঁছে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস । এবার সেই তালিকায় নাম লেখালেন অক্ষয় কুমার ।

দেশের যে কোনও সমস্যায় সর্বাগ্রে এগিয়ে আসেন অক্ষয় । হাত খুলে অনুদান দেন । অসম আর বিহারের বন্যা পরিস্থিতি সঙ্গীন । এই সময় অক্ষয় আসবেন না এটা কি হতে পারে ?

শোনা গেছে যে, বিহার আর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়েছেন অক্ষয় । সুপারস্টারের এই ব্যবহারে তাঁরা আপ্লুত । খুব তাড়াতাড়ি অনুদানের টাকা পৌঁছবে ত্রাণ প্রকল্পে ।

তবে এই সব ব্যাপারে কোনও প্রচার চান না অক্ষয় । প্রিয়াঙ্কা চোপড়া যেমন অনুদান দেওয়ার কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, আক্কি কিন্তু তেমন কিছুই করেননি ।

আপাতত 'বেল বটম' ছবির কাজে ব্যস্ত অক্ষয় কুমার । বাণী কাপুর, হুমা কুরেশি এবং লারা দত্তের মতো অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.