ETV Bharat / sitara

একটা সিনেমার জন্য ১৩৫ কোটি ? পারিশ্রমিক বাড়ালেন অক্ষয় - অক্ষয় কুমারের খবর

যত দিন যাচ্ছে তত জনপ্রিয়তা বাড়ছে অক্ষয় কুমারের । এরই মধ্যে 2021 সালের পাঁচটা ছবি সাইন করে ফেলেছেন তিনি । কিন্তু এভাবে তো চলতে পারে না । একটা দিনও ছুটি না পেলে কী করে হবে ? তাই পারিশ্রমিক বাড়ালেন অভিনেতা ।

akshay kumar fee
akshay kumar fee
author img

By

Published : Dec 29, 2020, 7:18 PM IST

মুম্বই : অক্ষয় কুমার, নামটা থাকলেই ছবি হিট । হ্যাঁ, আজকাল অক্ষয় কুমারকে বক্স অফিস ম্যাগনেট বলে ডাকা হয় । ক্যারিয়ারের শুরুতে ফ্লপমাস্টার তকমা পেলেও আজ তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার । সবাই তাঁর সঙ্গে কাজ করতে চায় । সময়ের সঙ্গে সঙ্গে তাই নিজের পারিশ্রমিকও বাড়িয়ে চলেছেন অভিনেতা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, যে গত কয়েকমাস ধরে অক্ষয় তাঁর পারিশ্রমিককে 99 কোটি টাকা থেকে 108 কোটি টাকায় নিয়ে গেছেন । সম্প্রতি যে ক'টা ফিল্মে সাইন করেছেন সেগুলোর জন্য 117 কোটি টাকা করে নিয়েছেন অক্ষয় ।

এখানেই থেমে নেই অভিনেতা । তাঁর যে সব ছবি 2022 সালে মুক্তির অপেক্ষায় সেগুলোর জন্য 135 কোটি টাকা করে চার্জ করবেন তিনি । তবে এই খবরের সত্যতা যাচাই করেনি ETV ভারত ।

akshay kumar fee
.

ভারতবর্ষের যে কয়েকজন ধনী ব্যক্তি বিশাল অঙ্কের আয়কর জমা দেন, তাঁদের মধ্যে অক্ষয় অন্যতম । বিভিন্ন সময়ে অনুদান নিয়ে অসহায়দের পাশেও দাঁড়ান তিনি । কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 25 কোটি টাকা দান করেছিলেন অভিনেতা । এসব দেখে অক্ষয়ের আয়ের পরিমাণ আন্দাজ করাই যায় ।

মুম্বই : অক্ষয় কুমার, নামটা থাকলেই ছবি হিট । হ্যাঁ, আজকাল অক্ষয় কুমারকে বক্স অফিস ম্যাগনেট বলে ডাকা হয় । ক্যারিয়ারের শুরুতে ফ্লপমাস্টার তকমা পেলেও আজ তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার । সবাই তাঁর সঙ্গে কাজ করতে চায় । সময়ের সঙ্গে সঙ্গে তাই নিজের পারিশ্রমিকও বাড়িয়ে চলেছেন অভিনেতা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, যে গত কয়েকমাস ধরে অক্ষয় তাঁর পারিশ্রমিককে 99 কোটি টাকা থেকে 108 কোটি টাকায় নিয়ে গেছেন । সম্প্রতি যে ক'টা ফিল্মে সাইন করেছেন সেগুলোর জন্য 117 কোটি টাকা করে নিয়েছেন অক্ষয় ।

এখানেই থেমে নেই অভিনেতা । তাঁর যে সব ছবি 2022 সালে মুক্তির অপেক্ষায় সেগুলোর জন্য 135 কোটি টাকা করে চার্জ করবেন তিনি । তবে এই খবরের সত্যতা যাচাই করেনি ETV ভারত ।

akshay kumar fee
.

ভারতবর্ষের যে কয়েকজন ধনী ব্যক্তি বিশাল অঙ্কের আয়কর জমা দেন, তাঁদের মধ্যে অক্ষয় অন্যতম । বিভিন্ন সময়ে অনুদান নিয়ে অসহায়দের পাশেও দাঁড়ান তিনি । কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 25 কোটি টাকা দান করেছিলেন অভিনেতা । এসব দেখে অক্ষয়ের আয়ের পরিমাণ আন্দাজ করাই যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.