ETV Bharat / sitara

"আপনাদের মাথা ঠিক আছে ?",মেজাজ হারালেন অক্ষয় - অক্ষয় কুমার রাগ

কোরোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গিয়ে মেজাজ হারালেন অক্ষয় কুমার । বললেন, "আপনাদের মাথা ঠিক আছে ?"

Akshay Kumar latest news
Akshay Kumar latest news
author img

By

Published : Mar 25, 2020, 9:27 AM IST

মুম্বই : 21 দিনের লকডাউন, কোরোনা নিয়ে চূড়ান্ত অ্যালার্ট জারি হয়ে গেছে চারিদিকে । তবে এখনও কিছু মানুষ এই গুরুত্বটা বুঝতে পারছেন না । ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় । তাদের উদ্দেশে সতর্কবার্তা দিতে গিয়ে মেজাজ হারালেন অক্ষয় । এমনিতেই সোজাসাপ্টা কথা বলেন তিনি । আর এই পরিস্থিতিতে আরও ধারালো হয়ে উঠলেন অভিনেতা ।

প্রথমেই অক্ষয় ক্ষমা চেয়ে বললেন যে, তাঁর মুখ থেকে খারাপ শব্দ বেরিয়ে যেতে পারে । কারণ প্রতিদিন নরম করে কথা বললেও, আজ পরিস্থিতিটা অন্য । তিনি বললেন, "আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে ? কে লকডাউনের মানে বুঝতে পারছেন না বলুন । লকডাউন মানে, বাড়িতে থাকো । পরিবারের সঙ্গে থাকো । বাহাদুরী দেখাতে রাস্তায় বেরিয়ো না ।"

আর বেরোলে ? সেটাও জানালেন অভিনেতা । বললেন, "বাহাদুরী এখানেই থেকে যাবে । নিজেও হাসপাতাল যাবে আর পুরো পরিবারকেও টেনে নিয়ে যাবে । মা,বোন,বাবা,স্ত্রী সবাইকে হাসপাতালে পাঠাতে হবে । কেউ বাঁচবে না ।"

"সিনেমায় আমি অনেককিছু করি । গাড়ি উড়িয়ে দিই, হেলিকপ্টার থেকে ঝুলি । কিন্তু এই রোগটা মজার ব্যাপার নয় । জীবন শেষ হয়ে যাবে । পরিবারের হিরো হতে চাইলে বাড়িতে থাকো । কোরোনার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে, সেটায় সফল হতেই হবে আমাদের । হাত ধোও ভালো করে আর বাড়িতে থাকো । ", উপদেশ নয়, একেবারে আদেশ দিলেন অভিনেতা ।

শুনে নিন অক্ষয়ের বক্তব্য...

মুম্বই : 21 দিনের লকডাউন, কোরোনা নিয়ে চূড়ান্ত অ্যালার্ট জারি হয়ে গেছে চারিদিকে । তবে এখনও কিছু মানুষ এই গুরুত্বটা বুঝতে পারছেন না । ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় । তাদের উদ্দেশে সতর্কবার্তা দিতে গিয়ে মেজাজ হারালেন অক্ষয় । এমনিতেই সোজাসাপ্টা কথা বলেন তিনি । আর এই পরিস্থিতিতে আরও ধারালো হয়ে উঠলেন অভিনেতা ।

প্রথমেই অক্ষয় ক্ষমা চেয়ে বললেন যে, তাঁর মুখ থেকে খারাপ শব্দ বেরিয়ে যেতে পারে । কারণ প্রতিদিন নরম করে কথা বললেও, আজ পরিস্থিতিটা অন্য । তিনি বললেন, "আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে ? কে লকডাউনের মানে বুঝতে পারছেন না বলুন । লকডাউন মানে, বাড়িতে থাকো । পরিবারের সঙ্গে থাকো । বাহাদুরী দেখাতে রাস্তায় বেরিয়ো না ।"

আর বেরোলে ? সেটাও জানালেন অভিনেতা । বললেন, "বাহাদুরী এখানেই থেকে যাবে । নিজেও হাসপাতাল যাবে আর পুরো পরিবারকেও টেনে নিয়ে যাবে । মা,বোন,বাবা,স্ত্রী সবাইকে হাসপাতালে পাঠাতে হবে । কেউ বাঁচবে না ।"

"সিনেমায় আমি অনেককিছু করি । গাড়ি উড়িয়ে দিই, হেলিকপ্টার থেকে ঝুলি । কিন্তু এই রোগটা মজার ব্যাপার নয় । জীবন শেষ হয়ে যাবে । পরিবারের হিরো হতে চাইলে বাড়িতে থাকো । কোরোনার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে, সেটায় সফল হতেই হবে আমাদের । হাত ধোও ভালো করে আর বাড়িতে থাকো । ", উপদেশ নয়, একেবারে আদেশ দিলেন অভিনেতা ।

শুনে নিন অক্ষয়ের বক্তব্য...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.