ETV Bharat / sitara

পরিবর্তন করা হল অক্ষয়ের 'লক্ষ্মী বম্ব'-এর নাম

author img

By

Published : Oct 29, 2020, 6:25 PM IST

অক্ষয় কুমার অভিনীত আপকামিং ছবি 'লক্ষ্মী বম্ব'। নাম পরিবর্তন করা হল এই ছবির । নতুন নাম 'লক্ষ্মী'।

asd
asd

মুম্বই : পরিবর্তন করা হল অক্ষয় কুমার অভিনীত আপকামিং ছবি 'লক্ষ্মী বম্ব'-এর নাম । ছবির নতুন নাম দেওয়া হয়েছে 'লক্ষ্মী'। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC)-এর তরফে এই ছবির নাম পরিবর্তনের কথা বলা হয়েছিল বলে জানা গিয়েছে । তারপরই অক্ষয়ের পাশাপাশি ছবির সব কলাকুশলীর সিদ্ধান্ত নিয়ে ছবির নতুন নাম ঠিক করা হয় ।

এই খবর নিশ্চিত করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ । ছবিটি পরিচালনা করেছেন রাঘব লরেন্স । জানা গিয়েছে, CBFC-র কাছে সম্প্রতি এই ছবিটি পাঠানো হয়েছিল । এরপর CBFC-র সদস্যরা ছবিটি দেখার পর তার নাম পরিবর্তন করার পরামর্শ দেন । সেই মতোই সবার নিয়েই এই ছবির নাম পরিবর্তন করা হয় ।

যদিও আগে শোনা গিয়েছিল, নামের জন্য নাকি করণি সেনার ক্ষোভের মুখে পড়েছিলেন ছবির নির্মাতারা । করণি সেনার অভিযোগ, ছবির এই নামের মাধ্যমে দেবী লক্ষ্মীর অপমান করা হয়েছে । তাই ছবির নাম পরিবর্তন করার দাবি জানিয়ে নির্মাতাদের কাছে আইনি নোটিশও পাঠিয়েছিল তারা । তারপরই তড়িঘড়ি ছবির নাম পরিবর্তন করা হয় ।

এই ছবি আসলে তামিল ব্লকবাস্টার 'মুনি 2 : কাঞ্চনা'-র হিন্দি রিমেক । ছবিটি পরিচালনা করেছিলেন রাঘব লরেন্স । হিন্দি ছবিও তিনিই পরিচালনা করেছেন । অক্ষয় ছাড়াও এই ছবিতে দেখা যাবে কিয়ারা আদবানি, তুষার কাপুর, শরদ কেলকর ও অশ্বিনী কালসেকরকে ।

9 নভেম্বর ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'লক্ষ্মী'।

মুম্বই : পরিবর্তন করা হল অক্ষয় কুমার অভিনীত আপকামিং ছবি 'লক্ষ্মী বম্ব'-এর নাম । ছবির নতুন নাম দেওয়া হয়েছে 'লক্ষ্মী'। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC)-এর তরফে এই ছবির নাম পরিবর্তনের কথা বলা হয়েছিল বলে জানা গিয়েছে । তারপরই অক্ষয়ের পাশাপাশি ছবির সব কলাকুশলীর সিদ্ধান্ত নিয়ে ছবির নতুন নাম ঠিক করা হয় ।

এই খবর নিশ্চিত করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ । ছবিটি পরিচালনা করেছেন রাঘব লরেন্স । জানা গিয়েছে, CBFC-র কাছে সম্প্রতি এই ছবিটি পাঠানো হয়েছিল । এরপর CBFC-র সদস্যরা ছবিটি দেখার পর তার নাম পরিবর্তন করার পরামর্শ দেন । সেই মতোই সবার নিয়েই এই ছবির নাম পরিবর্তন করা হয় ।

যদিও আগে শোনা গিয়েছিল, নামের জন্য নাকি করণি সেনার ক্ষোভের মুখে পড়েছিলেন ছবির নির্মাতারা । করণি সেনার অভিযোগ, ছবির এই নামের মাধ্যমে দেবী লক্ষ্মীর অপমান করা হয়েছে । তাই ছবির নাম পরিবর্তন করার দাবি জানিয়ে নির্মাতাদের কাছে আইনি নোটিশও পাঠিয়েছিল তারা । তারপরই তড়িঘড়ি ছবির নাম পরিবর্তন করা হয় ।

এই ছবি আসলে তামিল ব্লকবাস্টার 'মুনি 2 : কাঞ্চনা'-র হিন্দি রিমেক । ছবিটি পরিচালনা করেছিলেন রাঘব লরেন্স । হিন্দি ছবিও তিনিই পরিচালনা করেছেন । অক্ষয় ছাড়াও এই ছবিতে দেখা যাবে কিয়ারা আদবানি, তুষার কাপুর, শরদ কেলকর ও অশ্বিনী কালসেকরকে ।

9 নভেম্বর ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'লক্ষ্মী'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.