বেঙ্গালুরু : ডিসকভারি চ্যানেলের ইন্টারন্যাশনাল সিরিজ় 'ইন্টু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস'-এর নতুন অতিথি অক্ষয় কুমার । সম্প্রতি এই শোয়ে রজনীকান্ত এসেছিলেন অতিথি হিসেবে । শুধু তাই নয়, স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই শোয়ে এসেছিলেন কয়েকমাস আগে । গ্রিলসের সঙ্গে ঘুরেছিলেন উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক ।
বন্দীপুর টাইগার রিজ়ার্ভের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সঞ্জয় মোহন IANS-কে বলেন, "হ্যাঁ অক্ষয় কুমার বন্দীপুরে একটা দিন শুটিং করেছেন ।" তিনি এটাও জানান যে, চ্য়ানেলের পক্ষ থেকে 28 থেকে 30 জানুয়ারি অবধি এই ফরেস্টে শুটিংয়ের পারমিশন নেওয়া হয়েছিল ।
তবে এক ফরেস্ট অফিসারের আক্ষেপ যে, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ সম্পর্কে কোনও তথ্য় দেওয়া হচ্ছে না এই শোয়ে । তিনি বলেন, "আমি ওদের বলেছিলাম যে, প্রোগ্রামের মাধ্যমে ফরেস্ট গার্ডদের কার্যকলাপকে তুলে ধরতে, তারা কীভাবে এই জঙ্গলকে বাঁচিয়ে রেখেছে, সেটা দেখাতে..কিন্তু ওরা সেই স্বীকৃতি দিল না ।"
এক ক'দিন শুটিংয়ের জন্য ডিসকভারি চ্যানেলের পক্ষ থেকে টাইগার রিজ়ার্ভকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে । রিজ়ার্ভের ডিরেক্টর টি. বালাচন্দ্র জানান যে, ফরেস্টে শুট করার নর্মাল ফি-এর থেকে একটুও বেশি কোনও টাকা দাবী করা হয়নি ডিসকভারির কাছে ।
অন্যান্য কাজের ক্ষেত্রে, অক্ষয় কুমার গতকালই তাঁর পরবর্তী ছবির কথা ঘোষণা করেছেন । আনন্দ এল.রাইয়ের পরিচালিত এই রোম্যান্টিক মিউজ়িকাল ফিল্মে অক্ষয়ের বিপরীতে সারা আলি খান ও ধনুশ ।