ETV Bharat / sitara

"এই পরিস্থিতিতে যাঁরা বাড়িতে রয়েছেন তাঁরাই একমাত্র সুপারস্টার" - corona scare

দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতির মোকাবিলার জন্য সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে সরকারের তরফে । আর যাঁরা এই পরিস্থিতিতে বাড়িতে রয়েছেন তাঁদের সুপারস্টার বলে উল্লেখ করেছেন অক্ষয় কুমার ।

jh
kg
author img

By

Published : Mar 27, 2020, 4:56 PM IST

মুম্বই : কোরোনা আতঙ্ক এখন গ্রাস করেছে দেশবাসীকে । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । আর এই পরিস্থিতিতে তাঁরাই 'সুপারস্টার' যাঁরা বাড়ির মধ্যে রয়েছেন আর পরিবারের সবাইকে নিরাপদে রেখেছেন । এটাই মনে করেন অক্ষয় কুমার ।

টাইগার শ্রফের অভিনয়ে মুগ্ধ ট্রেড অ্যানালিস্ট জোগিন্দর তুতেজা । সম্প্রতি টুইটারে নিজের একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । ভিডিয়োতে টাইগারের অভিনয় দক্ষতা নিয়ে প্রশংসা করেছিলেন । আপকামিং সিনেমা 'ব়্যাম্বো', 'হিরোপন্তি 2' ও 'বাগি 4'-এর মাধ্যমে একজন সুপারস্টার হিসেবে টাইগার পরিচিতি পেতে পারেন বলে মনে করেন তিনি ।

এর পালটা একটি টুইট করে জোগিন্দরের সঙ্গে সহমত হন অক্ষয় । কিন্তু, তার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যাঁরা বাড়িতে রয়েছেন তাঁদের সুপারস্টার বলেও উল্লেখ করেন । তিনি লেখেন, "জোগিন্দর আমি তোমার সঙ্গে সহমত । টাইগার শ্রফ খুব ভালো অভিনেতা । কিন্তু, দেশের এই পরিস্থিতির মধ্যে যাঁরা বাড়িতে রয়েছেন আর পরিবারের নিরাপত্তা সম্পর্কে সচেতন এখন তাঁরাই একমাত্র সুপারস্টার ।"

  • Absolutely in agreement with you on this Joginder, @iTIGERSHROFF is going great guns but at this time the one and only superstar is the one who will stay at home ensuring his and his family’s safety. Urging each one of you to be a superstar 🙏🏻 https://t.co/Lf2l6tfH1T

    — Akshay Kumar (@akshaykumar) March 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে কোরোনা সতর্কতা নিয়ে ফ্যানদের একাধিকবার সচেতন করেছেন অক্ষয় । বার বার সবাইকে ঘরের মধ্যে থাকতে ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন । পাশাপাশি যাঁরা সতর্কতা না মেনে বাড়ির বাইরে বের হচ্ছেন তাঁদের প্রতি মেজাজ হারিয়ে কিছুদিন আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ।

মুম্বই : কোরোনা আতঙ্ক এখন গ্রাস করেছে দেশবাসীকে । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । আর এই পরিস্থিতিতে তাঁরাই 'সুপারস্টার' যাঁরা বাড়ির মধ্যে রয়েছেন আর পরিবারের সবাইকে নিরাপদে রেখেছেন । এটাই মনে করেন অক্ষয় কুমার ।

টাইগার শ্রফের অভিনয়ে মুগ্ধ ট্রেড অ্যানালিস্ট জোগিন্দর তুতেজা । সম্প্রতি টুইটারে নিজের একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । ভিডিয়োতে টাইগারের অভিনয় দক্ষতা নিয়ে প্রশংসা করেছিলেন । আপকামিং সিনেমা 'ব়্যাম্বো', 'হিরোপন্তি 2' ও 'বাগি 4'-এর মাধ্যমে একজন সুপারস্টার হিসেবে টাইগার পরিচিতি পেতে পারেন বলে মনে করেন তিনি ।

এর পালটা একটি টুইট করে জোগিন্দরের সঙ্গে সহমত হন অক্ষয় । কিন্তু, তার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যাঁরা বাড়িতে রয়েছেন তাঁদের সুপারস্টার বলেও উল্লেখ করেন । তিনি লেখেন, "জোগিন্দর আমি তোমার সঙ্গে সহমত । টাইগার শ্রফ খুব ভালো অভিনেতা । কিন্তু, দেশের এই পরিস্থিতির মধ্যে যাঁরা বাড়িতে রয়েছেন আর পরিবারের নিরাপত্তা সম্পর্কে সচেতন এখন তাঁরাই একমাত্র সুপারস্টার ।"

  • Absolutely in agreement with you on this Joginder, @iTIGERSHROFF is going great guns but at this time the one and only superstar is the one who will stay at home ensuring his and his family’s safety. Urging each one of you to be a superstar 🙏🏻 https://t.co/Lf2l6tfH1T

    — Akshay Kumar (@akshaykumar) March 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে কোরোনা সতর্কতা নিয়ে ফ্যানদের একাধিকবার সচেতন করেছেন অক্ষয় । বার বার সবাইকে ঘরের মধ্যে থাকতে ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন । পাশাপাশি যাঁরা সতর্কতা না মেনে বাড়ির বাইরে বের হচ্ছেন তাঁদের প্রতি মেজাজ হারিয়ে কিছুদিন আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.