মুম্বই : আপকামিং ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য এখন স্কটল্যান্ডে রয়েছেন অক্ষয় কুমার । জন্মদিনে সেই ছবির টিমের তরফে একটি ট্রাউজ়ার উপহার পান তিনি । তবে সেটা অবশ্য যেমন তেমন কোনও ট্রাউজ়ার নয় ।
আপকামিং ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য এখন স্কটল্য়ান্ডে রয়েছেন অক্ষয় । এই কোরোনা পরিস্থিতির মধ্যে স্ত্রী, সন্তানদের কাছ ছাড়া করতে চাননি তিনি । তাই আপাতত সন্তানদের নিয়ে অক্ষয়ের সঙ্গে স্কটল্যান্ডেই রয়েছেন টুইঙ্কল খান্নাও । আর সেখানেই স্বামীর জন্মদিন পালন করেন তিনি ।
টুইঙ্কলের পাশাপাশি অক্ষয়ের জন্মদিন পালন করে টিম 'বেল বটম'। বার্থ ডে বয়কে টিমের তরফে একটি ট্রাউজ়ার উপহার দেওয়া হয় । আর তার উপর টিমের সব সদস্যই কোনও না কোনও বার্তা লিখে দেন । হিন্দি ও মারাঠিতে মেসেজগুলি লেখা হয় ।
-
Team #BellBottom - filming in #Scotland - gifted something unique to #AkshayKumar on his birthday: Dark blue Bell Bottoms... Signed by the entire unit of the film... The trousers - packed with birthday messages - was the surprise birthday gift for the actor. pic.twitter.com/zkC99oEZTz
— taran adarsh (@taran_adarsh) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Team #BellBottom - filming in #Scotland - gifted something unique to #AkshayKumar on his birthday: Dark blue Bell Bottoms... Signed by the entire unit of the film... The trousers - packed with birthday messages - was the surprise birthday gift for the actor. pic.twitter.com/zkC99oEZTz
— taran adarsh (@taran_adarsh) September 9, 2020Team #BellBottom - filming in #Scotland - gifted something unique to #AkshayKumar on his birthday: Dark blue Bell Bottoms... Signed by the entire unit of the film... The trousers - packed with birthday messages - was the surprise birthday gift for the actor. pic.twitter.com/zkC99oEZTz
— taran adarsh (@taran_adarsh) September 9, 2020
'বেল বটম' ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন হুমা কুরেশি, লারা দত্ত ও বাণী কাপুর । ছবিটি প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি । সব ঠিক থাকলে 2021 সালের 2 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।