ETV Bharat / sitara

জন্মদিনে অক্ষয়কে কী উপহার দিল টিম 'বেল বটম' ? - Bell Bottom full of love

আজ 53 বছরে পা দিলেন অক্ষয় কুমার । এখন আপকামিং ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য এখন স্কটল্যান্ডে রয়েছেন তিনি । সেখানে টিমের থেকে কী উপহার পেলেন অভিনেতা ?

asd
asd
author img

By

Published : Sep 9, 2020, 11:15 PM IST

Updated : Sep 10, 2020, 12:10 AM IST

মুম্বই : আপকামিং ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য এখন স্কটল্যান্ডে রয়েছেন অক্ষয় কুমার । জন্মদিনে সেই ছবির টিমের তরফে একটি ট্রাউজ়ার উপহার পান তিনি । তবে সেটা অবশ্য যেমন তেমন কোনও ট্রাউজ়ার নয় ।

আপকামিং ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য এখন স্কটল্য়ান্ডে রয়েছেন অক্ষয় । এই কোরোনা পরিস্থিতির মধ্যে স্ত্রী, সন্তানদের কাছ ছাড়া করতে চাননি তিনি । তাই আপাতত সন্তানদের নিয়ে অক্ষয়ের সঙ্গে স্কটল্যান্ডেই রয়েছেন টুইঙ্কল খান্নাও । আর সেখানেই স্বামীর জন্মদিন পালন করেন তিনি ।

টুইঙ্কলের পাশাপাশি অক্ষয়ের জন্মদিন পালন করে টিম 'বেল বটম'। বার্থ ডে বয়কে টিমের তরফে একটি ট্রাউজ়ার উপহার দেওয়া হয় । আর তার উপর টিমের সব সদস্যই কোনও না কোনও বার্তা লিখে দেন । হিন্দি ও মারাঠিতে মেসেজগুলি লেখা হয় ।

'বেল বটম' ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন হুমা কুরেশি, লারা দত্ত ও বাণী কাপুর । ছবিটি প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি । সব ঠিক থাকলে 2021 সালের 2 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : আপকামিং ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য এখন স্কটল্যান্ডে রয়েছেন অক্ষয় কুমার । জন্মদিনে সেই ছবির টিমের তরফে একটি ট্রাউজ়ার উপহার পান তিনি । তবে সেটা অবশ্য যেমন তেমন কোনও ট্রাউজ়ার নয় ।

আপকামিং ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য এখন স্কটল্য়ান্ডে রয়েছেন অক্ষয় । এই কোরোনা পরিস্থিতির মধ্যে স্ত্রী, সন্তানদের কাছ ছাড়া করতে চাননি তিনি । তাই আপাতত সন্তানদের নিয়ে অক্ষয়ের সঙ্গে স্কটল্যান্ডেই রয়েছেন টুইঙ্কল খান্নাও । আর সেখানেই স্বামীর জন্মদিন পালন করেন তিনি ।

টুইঙ্কলের পাশাপাশি অক্ষয়ের জন্মদিন পালন করে টিম 'বেল বটম'। বার্থ ডে বয়কে টিমের তরফে একটি ট্রাউজ়ার উপহার দেওয়া হয় । আর তার উপর টিমের সব সদস্যই কোনও না কোনও বার্তা লিখে দেন । হিন্দি ও মারাঠিতে মেসেজগুলি লেখা হয় ।

'বেল বটম' ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন হুমা কুরেশি, লারা দত্ত ও বাণী কাপুর । ছবিটি প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি । সব ঠিক থাকলে 2021 সালের 2 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।

Last Updated : Sep 10, 2020, 12:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.