মুম্বই : মুক্তি পেল 'বেল বটম'-এর টিজ়ার । টিজ়ার জুড়ে রয়েছেন অক্ষয় কুমার । বিভিন্ন লুকে দেখা গিয়েছে তাঁকে ।
অক্ষয়ের বেলবটম দিয়েই শুরু হয়েছে টিজ়ার । এরপর সুট পরে তাঁকে রানওয়ের দিকে হাঁটতে দেখা যায় । যেখানে দাঁড়িয়ে রয়েছে একটি প্রাইভেট জেট ।
অক্ষয়ের বেশ কয়েকটি লুক তুলে ধরা হয়েছে টিজ়ারে । একটিতে বিমানের পাশ দিয়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে । আরেকটিতে ট্রাকের গায়ে ঝুলে রয়েছেন তিনি । এই ভিডিয়ো শেয়ার করে অক্ষয় লেখেন, "গো বেলবটম !" 80-র দশকের ব্যাকড্রপেই তৈরি হয়েছে ছবিটি । এখানে একজন RAW এজেন্টের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে ।
-
Go BellBottom! Here’s a thrilling throwback to the 80s. 🙌🏼 Presenting #BellBottomTeaserhttps://t.co/U9KEoyggXj
— Akshay Kumar (@akshaykumar) October 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
.#BellBottom @vashubhagnani @vaaniofficial @humasqureshi @LaraDutta @ranjit_tiwari @jackkybhagnani @honeybhagnani
">Go BellBottom! Here’s a thrilling throwback to the 80s. 🙌🏼 Presenting #BellBottomTeaserhttps://t.co/U9KEoyggXj
— Akshay Kumar (@akshaykumar) October 5, 2020
.#BellBottom @vashubhagnani @vaaniofficial @humasqureshi @LaraDutta @ranjit_tiwari @jackkybhagnani @honeybhagnaniGo BellBottom! Here’s a thrilling throwback to the 80s. 🙌🏼 Presenting #BellBottomTeaserhttps://t.co/U9KEoyggXj
— Akshay Kumar (@akshaykumar) October 5, 2020
.#BellBottom @vashubhagnani @vaaniofficial @humasqureshi @LaraDutta @ranjit_tiwari @jackkybhagnani @honeybhagnani
কোরোনা দেশে থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং । সেই সময়টা বাড়িতেই পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন অক্ষয় । আর কোরোনা পরিস্থিতির মধ্যে 'বেল বটম' দিয়েই শুটিং ফ্লোরে ফিরেছিলেন তিনি । শুটিংয়ের জন্য স্ত্রী টুইঙ্কল খান্না ও সন্তানদের নিয়ে পাড়ি দিয়েছিলেন UK-তে ।
প্রথমে বেশ কিছুদিন ছবির শুটিং হয় গ্লাসগোতে । এরপর সেখান থেকে গোটা টিম পাড়ি দেয় লন্ডন । সেখানেই বাকি থাকা অংশের শুটিং করা হয় । নিউ নরম্যালে সব বিধিনিষেধ মেনেই কয়েকদিন আগে শুটিং শেষ করেছেন তাঁরা ।
এই ছবিতে অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে লারা দত্ত, হুমা কুরেশি ও বাণী কাপুরকে । রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর 2 এপ্রিল ।