মুম্বই : প্রয়াত অজয় দেবগনের বাবা স্টান্ট ডিরেক্টর বীরু দেবগন। আজ সকালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫।
বার্ধক্যজনিত কারণে আজ মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বীরু দেবগন। বলিউডের অন্যতম স্টান্ট ডিরেক্টর ছিলেন তিনি। পরিচালনা করেছিলেন 'হিন্দুস্তান কী কসম' ছবিটিও।
আজ বিকেলে মুম্বইয়ের ভিলে পারলে ওয়েস্টে শেষকৃত্য সম্পন্ন হবে।
পরিচালক অশোক পণ্ডিত শোকপ্রকাশ করে লেখেন, "অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনজি আমাদের মধ্যে নেই, এটা শুনে খুব খারাপ লাগছে। কোনও সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও তিনি বড় পরদায় এত সুন্দর করে ফাইট কোরিওগ্রাফি করেছিলেন।"