ETV Bharat / sitara

কলকাতায় 'ময়দান'-এর শুটিং শেষ করলেন অজয় - অজয় দেবগন

এতদিন 'ময়দান' ছবির শুটিং চলছিল কলকাতায় । সম্প্রতি সেখানকার শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে ।

f
f
author img

By

Published : Dec 12, 2019, 10:07 PM IST

কলকাতা : আপকামিং ছবি 'ময়দান'-এর শুটিংয়ের জন্য কলকাতায় ছিলেন অজয় দেবগন । সম্প্রতি সেখানকার শুটিং শেষ করেছেন তিনি ।

ভারতীয় ফুটবলের সোনালী দিনগুলিকে তুলে ধরা হয়েছে 'ময়দান'-এ । কিংবদন্তী ফুটবলার সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন । 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজারও ছিলেন তিনি ।

ছবিটি পরিচালনা করেন অমিত শর্মা । ছবির জন্য কলকাতায় পি কে ব্যানার্জির সঙ্গেও দেখা করেন অজয় । পি কে ব্যানার্জির অভিজ্ঞতাও শোনেন তিনি ।

বেশ কয়েকদিন ধরেই কলকাতায় শুটিং করছিল টিম 'ময়দান'। কলকাতার বেশ কিছু এলাকার পাশাপাশি শহরের বাইরেও চলে শুটিং । শুটিং শুরু হত ভোর 4টের সময় । শেষ হত বিকেল 5টায় । প্রতিদিনই এই একই সময় ধরে চলত শুটিং ।

ছবিতে অজয়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন কীর্তি সুরেশ । আর এই ছবি দিয়েই হিন্দি চলচ্চিত্র জগতে পা রেখেছেন তিনি ।

ছবির প্রথমার্ধের শুটিং হয়েছে মুম্বইতে । মুকেশ মিলের মধ্যে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট করা হয়েছে । শুটিংয়ের জন্য লস অ্যাঞ্জেলস থেকে আনা হয়েছিল স্পোর্টস কোরিওগ্রাফার । সব ঠিক থাকলে 27 নভেম্বর 2020 সালে মুক্তি পাবে ছবিটি ।

কলকাতা : আপকামিং ছবি 'ময়দান'-এর শুটিংয়ের জন্য কলকাতায় ছিলেন অজয় দেবগন । সম্প্রতি সেখানকার শুটিং শেষ করেছেন তিনি ।

ভারতীয় ফুটবলের সোনালী দিনগুলিকে তুলে ধরা হয়েছে 'ময়দান'-এ । কিংবদন্তী ফুটবলার সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন । 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজারও ছিলেন তিনি ।

ছবিটি পরিচালনা করেন অমিত শর্মা । ছবির জন্য কলকাতায় পি কে ব্যানার্জির সঙ্গেও দেখা করেন অজয় । পি কে ব্যানার্জির অভিজ্ঞতাও শোনেন তিনি ।

বেশ কয়েকদিন ধরেই কলকাতায় শুটিং করছিল টিম 'ময়দান'। কলকাতার বেশ কিছু এলাকার পাশাপাশি শহরের বাইরেও চলে শুটিং । শুটিং শুরু হত ভোর 4টের সময় । শেষ হত বিকেল 5টায় । প্রতিদিনই এই একই সময় ধরে চলত শুটিং ।

ছবিতে অজয়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন কীর্তি সুরেশ । আর এই ছবি দিয়েই হিন্দি চলচ্চিত্র জগতে পা রেখেছেন তিনি ।

ছবির প্রথমার্ধের শুটিং হয়েছে মুম্বইতে । মুকেশ মিলের মধ্যে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট করা হয়েছে । শুটিংয়ের জন্য লস অ্যাঞ্জেলস থেকে আনা হয়েছিল স্পোর্টস কোরিওগ্রাফার । সব ঠিক থাকলে 27 নভেম্বর 2020 সালে মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.