মুম্বই,12 মার্চ : সামনে এল বলি তারকা অজয় দেবগনের নতুন ছবি 'রানওয়ে-34'-এর মোশন পোস্টার ৷ একই সঙ্গে অজয়ের নতুন চরিত্রের প্রথম লুকও সামনে এল এই পোস্টারে ৷ নতুন এই ছবিটি পরিচালনা করছেন অজয় নিজেই ৷ ছবিতে তাঁর সঙ্গেই অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চন এবং রাকুলপ্রীত সিং (Ajay Amitabh Starrer Film Runway34) ৷
ছবির নাম অবশ্য় এর আগে 'রানওয়ে 34' ছিল না ৷ ছিল 'মে ডে' ৷ তবে পরে এর নাম পরিবর্তন হয়ে সামনে আসে নতুন নাম ৷ ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ইউটিউবার ক্য়ারি মিনাতিকেও ৷ অজয় জানিয়েছেন, তাঁর এই নতুন ছবি মুক্তি পেতে চলেছে 29 এপ্রিল ৷ এর আগেও দু‘টি ছবি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এই অভিনেতার ঝুলিতে ৷ 2016 সালে 'শিবায়' এবং 2018 সালে 'ইউ মে অর হাম' ছবির পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন তিনি ৷
আরও পড়ুন: নতুন ছবি 'গুলমোহর'-এর জন্য কাজ শুরু করলেন মনোজ
এর আগেই অজয় টুইটে লিখেছিলেন, 'মে ডে যা এখন রানওয়ে 34, এই ছবিটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি ৷ যা আমার জন্য খুবই স্পেশাল ৷ প্রতিশ্রুতি অনুযায়ী রানওয়ে 29শে এপ্রিল 2022 ইদ উপলক্ষে মুক্তি পাবে।' অজয়কে শেষবার পর্দায় দেখা গিয়েছে সঞ্জয়লীলা বনশালীর 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির লালা চরিত্রে ৷ এই চরিত্রের জন্য যথেষ্ট প্রশংসাও পেয়েছেন অভিনেতা ৷ অন্যদিকে শেষ ছবি 'ঝুন্ড'-এ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন বিগ বিও ৷ এবার একসঙ্গে তাঁদের পর্দায় দেখতে মুখিয়ে থাকবেন দর্শকরা ৷