ETV Bharat / sitara

'বিরক্ত ও ক্ষুব্ধ', ডাক্তারদের উপর আক্রমণের ঘটনায় সরব অজয়

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণের ঘটনায় বিরক্ত অজয় দেবগন । টুইটারে ক্ষোভ প্রকাশ অভিনেতার ।

ajay debgn against violence on doctorsajay debgn against violence on doctors
ajay debgn against violence on doctors
author img

By

Published : Apr 12, 2020, 7:41 PM IST

মুম্বই : বিশ্বজুড়ে এই কঠিন সময়ে যে মানুষগুলো বাড়িঘর পরিবার ছেড়ে সারাদিন রোগীদের সেবায় নিমজ্জিত, তাঁদের শ্রদ্ধা করার বদলে কিছু মানুষ আক্রমণে মেতেছেন । "ভিত্তিহীন অনুমান"-কে সঙ্গী করে এরকম নির্দয় কাজকে একেবারেই সমর্থন করছেন না অজয় দেবগন । টুইটারে প্রকাশ করলেন অভিনেতা ।

অজয় লিখেছেন, "বিরক্ত ও ক্ষুব্ধ । "শিক্ষিত" মানুষরা প্রতিবেশী ডাক্তারদের উপর আক্রমণ করছেন কিছু ভিত্তিহীন অনুমানকে ভর করে । এই রকম নির্দয় ও নির্বোধ মানুষরা সবথেকে জঘন্য অপরাধী ।"

ajay debgn against violence on doctors
অজয়ের পোস্ট

বলিউডে যে 'DilSeThankYou' ক্যাম্পেন শুরু হয়েছে, সেখানে সামিল হয়ে অজয় ধন্যবাদ জানিয়েছেন মুম্বই পুলিশকে । তাঁদের নিরলস পরিশ্রমকে কুর্নিশ করেছেন অভিনেতা ।

নিজের টুইটার অ্যাকাউন্টে মুম্বই পুলিশের শেয়ার করা একটি ভিডিয়ো পোস্ট করেছেন অজয় । সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে পুলিশের আর্জি "বাড়িতে থাকুন" । কারণ বাড়িতে থাকাটা সাধারণ মানুষের কাছে সহজ হতে পারে, তবে পুলিশের কাছে বিলাস ।

দেখে নিন..

মুম্বই : বিশ্বজুড়ে এই কঠিন সময়ে যে মানুষগুলো বাড়িঘর পরিবার ছেড়ে সারাদিন রোগীদের সেবায় নিমজ্জিত, তাঁদের শ্রদ্ধা করার বদলে কিছু মানুষ আক্রমণে মেতেছেন । "ভিত্তিহীন অনুমান"-কে সঙ্গী করে এরকম নির্দয় কাজকে একেবারেই সমর্থন করছেন না অজয় দেবগন । টুইটারে প্রকাশ করলেন অভিনেতা ।

অজয় লিখেছেন, "বিরক্ত ও ক্ষুব্ধ । "শিক্ষিত" মানুষরা প্রতিবেশী ডাক্তারদের উপর আক্রমণ করছেন কিছু ভিত্তিহীন অনুমানকে ভর করে । এই রকম নির্দয় ও নির্বোধ মানুষরা সবথেকে জঘন্য অপরাধী ।"

ajay debgn against violence on doctors
অজয়ের পোস্ট

বলিউডে যে 'DilSeThankYou' ক্যাম্পেন শুরু হয়েছে, সেখানে সামিল হয়ে অজয় ধন্যবাদ জানিয়েছেন মুম্বই পুলিশকে । তাঁদের নিরলস পরিশ্রমকে কুর্নিশ করেছেন অভিনেতা ।

নিজের টুইটার অ্যাকাউন্টে মুম্বই পুলিশের শেয়ার করা একটি ভিডিয়ো পোস্ট করেছেন অজয় । সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে পুলিশের আর্জি "বাড়িতে থাকুন" । কারণ বাড়িতে থাকাটা সাধারণ মানুষের কাছে সহজ হতে পারে, তবে পুলিশের কাছে বিলাস ।

দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.