মুম্বই, ১৯জুন: ঐশ্বর্য রাই বচ্চন, যার চোখের জাদুতে কুপোকাৎ গোটা দেশ । তবে শুধু ভক্তরা নন, সেলেব মহলেও বহু তারকা এবং পরিচালক তাঁর চোখের নেশায় আচ্ছন্ন । সেই কথা অকপট স্বীকার করে নেন বলিউডের অন্যতম সেরা পরিচালক সঞ্জয় লীলা বনসালি । ঐশ্বর্যর সঙ্গে বনসালির সেলুলয়েডের বন্ধুত্ব শুরু হয় মেগা হিট ছবি হাম দিল দে চুকে সনম-এর সেটে । তার আগে অভিনেত্রীর সঙ্গে পরিচালকের প্রথম দেখা রাজা হিন্দুস্থানি-র প্রিমিয়ারে । সেখানেই প্রাক্তন বিশ্ব সুন্দরী বনসালির সঙ্গে দেখা করেন । আর প্রথম দেখাতেই বনসালি ঠিক করে নেন ইনিই হবেন তাঁর ছবির নন্দিনী ।
ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে পরিচালক বলেন, "ওঁর চোখে আলাদায় একটা ব্যপার আছে । ওঁর সৌন্দর্যের চাবিকাঠি হল তার সবুজ চোখ । ঐশ্বর্যকে ডাইলগ না দিলেও ওঁর চোখ সেই সিনটিকে বোঝানোর জন্য যথেষ্ট । কিছুজনের চোখেই দেবী শক্তি আছে । প্রথম দেখাতেই ওঁর চোখের গভীর প্রভাব পড়েছিল আমার মনে । আমি ওঁর চোখে আগুন দেখেছিলাম । তখন আমি হাম দিল দে চুকে সনম-এর জন্য নন্দিনীকে খুজছিলাম । ঐশ্বর্য সামনে আসতেই আমার মন বলে ওঠে এটাই আমার নন্দিনী" ।
উল্লেখ্য তারপর দেবদাস , গুজারিশ-এর মতো হিট সিনেমায় বনসালির সঙ্গে কাজ করেন অভিনেত্রী । বনসালি ঐশ্বর্যর সঙ্গে বাজিরাও মস্তানি এবং পদ্মাবত-এও কাজ করতে চেয়েছিলেন । কিন্তু কোনও কারণবশত হয়ে ওঠেনি । প্রসঙ্গত 18 জুন শুক্রবার 22 বছরে পা দিল ঐশ্বর্য, সলমন, এবং অজয় অভিনীত মেগা হিট সিনেমা হাম দিল দে চুকে সনম । 45 তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 17 টি পুরস্কারের জন্য মনোনীত হয় এই সিনেমা । সেরা অভিনেতার খেতাব পান সলমন খান এবং অজয় দেবগণ । সেরা অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবং সেরা ছবি সহ 7 টি অ্যাওয়ার্ড পায় বানসালির হাম দিল দে চুকে সনম ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সিনেমার 22 বছর পূর্তিতে এই সিনেমার কিছু অদেখা ছবি পোষ্ট করে সোশ্যাল মিডিয়ায় অজয় দেবগণ লেখেন " আমরা জানি এই সিনেমার হাত ধরে ইতিহাস তৈরি করেছিলাম ।" বলিউডের দাবাং সলমন খানও এই ছবির একটি ছবি পোষ্ট করে স্মৃতিচারণ করেন সোশ্যাল মিডিয়ায় ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">