ETV Bharat / sitara

"কঙ্গনার উচিত পদ্মশ্রী ফিরিয়ে দেওয়া", মত আদিত্য পাঞ্চোলির - আদিত্য পাঞ্চোলির খবর

কয়েকদিন আগে কঙ্গনা রানাওয়াত বলেছিলেন যে, করণ জোহরের পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়া উচিত । আর এবার একই কথা কঙ্গনার উদ্দেশে বললেন আদিত্য় পাঞ্চোলি । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

Aditya Pancholi slams Kangna ranaut
Aditya Pancholi slams Kangna ranaut
author img

By

Published : Aug 21, 2020, 5:46 PM IST

মুম্বই : সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত বলেন যে, সুশান্ত মামলায় নিজের বলা কথা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন তিনি । কয়েকদিন আগে তিনি করণ জোহরের বিরুদ্ধে তোপ দেগে বলেন যে, প্রযোজকের পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়া উচিত । তাঁর বলা এই কথাগুলোই তাঁকে ফিরিয়ে দিলেন অভিনেতা আদিত্য পাঞ্চোলি ।

এক সাক্ষাৎকারে আদিত্য বলেন যে, কঙ্গনার দাবি করা সুশান্ত থিয়োরি ভুল প্রমাণিত হয়েছে । কারণ সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিংয়ের ফাইল করা রিপোর্টে কোথাও নেপোটিজ়ম প্রসঙ্গে উল্লেখমাত্র নেই ।

আর তাই কঙ্গনার উচিত পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়া, মত আদিত্যর । যদিও সুশান্ত মামলায় CBI-এর হস্তক্ষেপে খুশি আদিত্য । কেসে একাধিকবার জড়িয়েছে তাঁর ছেলে সূরযের নাম । CBI তদন্ত করলে এই সমস্ত নির্দোষ মানুষগুলো আক্রমণের হাত থেকে বেঁচে যাবেন, আশাবাদী আদিত্য ।

কঙ্গনার সঙ্গে আদিত্যর ঝামেলা অনেক পুরোনো । তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী । যদিও এখনও কিছু প্রমাণ হয়নি ।

মুম্বই : সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত বলেন যে, সুশান্ত মামলায় নিজের বলা কথা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন তিনি । কয়েকদিন আগে তিনি করণ জোহরের বিরুদ্ধে তোপ দেগে বলেন যে, প্রযোজকের পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়া উচিত । তাঁর বলা এই কথাগুলোই তাঁকে ফিরিয়ে দিলেন অভিনেতা আদিত্য পাঞ্চোলি ।

এক সাক্ষাৎকারে আদিত্য বলেন যে, কঙ্গনার দাবি করা সুশান্ত থিয়োরি ভুল প্রমাণিত হয়েছে । কারণ সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিংয়ের ফাইল করা রিপোর্টে কোথাও নেপোটিজ়ম প্রসঙ্গে উল্লেখমাত্র নেই ।

আর তাই কঙ্গনার উচিত পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়া, মত আদিত্যর । যদিও সুশান্ত মামলায় CBI-এর হস্তক্ষেপে খুশি আদিত্য । কেসে একাধিকবার জড়িয়েছে তাঁর ছেলে সূরযের নাম । CBI তদন্ত করলে এই সমস্ত নির্দোষ মানুষগুলো আক্রমণের হাত থেকে বেঁচে যাবেন, আশাবাদী আদিত্য ।

কঙ্গনার সঙ্গে আদিত্যর ঝামেলা অনেক পুরোনো । তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী । যদিও এখনও কিছু প্রমাণ হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.