মুম্বই : আবারও ছবিতে ফিরছেন জ়িনাত আমান। আশুতোষ গোয়ারিকারের 'পানিপথ'-এ একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে।
চরিত্রের নাম সাকিনা বেগম। পানিপথের তৃতীয় যুদ্ধে সাকিনা গুরুত্বপূ্র্ণ ভুমিকা নেন। যুদ্ধে পেশোয়াদের সাহায্য করেন তিনি।
গোয়ারিকর বলেন "অভিনেত্রীর অনেক সিনেমা আছে এবং সেই সব সিনেমায় তাঁর কাজ আমার খুব পছন্দের। তাঁর মধ্যে যেটা সব থেকে বেশী ভালো লাগে এত বড় অভিনেত্রী হওয়া সত্ত্বেও ওনার নম্র ব্যবহার। ওনার লুক সামনে আনার জন্য আমি খুবই এক্সসাইটেড।" তিনি আরও বলেন "ওনাকে পরিচালনা করা সম্মানের ও ভাললাগার।" 1989 সালে 'গাওয়াহি' ছবিতে জিনাতের সঙ্গে কাজ করেন আশুতোষ।
ভারতের ইতিহাসে তৃতীয় পানিপথের যুদ্ধ উল্লেখযোগ্য। আর সেই ঘটনার উপর ভিত্তি করেই তৈরী হচ্ছে 'পানিপথ'।
এ সপ্তাহের শেষেই শুটিং জ়িনাতের। এছাড়াও 'পানিপথে' সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর ও কৃতি স্যাননকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। নিজেদের ব্যানারে এই ছবির প্রযোজনা করছেন সুনিতা গোয়ারিকার। ছবির সম্ভাব্য মুক্তি 6 ডিসেম্বর।