ETV Bharat / sitara

হাসপাতালের ভরতি সঞ্জয় দত্ত - Mumbai Lilavati hospital

বুকে ব্যথা ও শরীরে অক্সিজেনের ঘাটতি নিয়ে হাসপাতালে ভরতি সঞ্জয় দত্ত ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷

Sanjay Dutt
Sanjay Dutt
author img

By

Published : Aug 8, 2020, 10:54 PM IST

মুম্বই, 8 অগাস্ট : বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভরতি সঞ্জয় দত্ত ৷ তাঁকে ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন অভিনেতার অবস্থা স্থিতিশীল ৷

আজ অক্সিজেন স্বল্পতায় ভুগছিলেন সঞ্জয় দত্ত ৷ তাঁর বুকে ব্যথাও শুরু হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁকে লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে তাঁর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করেন চিকিৎসকরা ৷ ফল নেগেটিভ আসে ৷ তবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল সবসময় নির্ভুল পাওয়া যায় না ৷ সেকারণে তাঁর সোয়াব পাঠানো হয়েছে ৷

যে চিকিৎসক সঞ্জয় দত্তর চিকিৎসার দায়িত্বে আছেন তিনি জানান, অভিনেতা নন কোভিড ওয়ার্ডে ভরতি রয়েছেন ৷ বেশ কিছু পরীক্ষা তাঁর করতে হবে ৷ তারপরই বোঝা যাবে অসুস্থতার কারণ ৷ তবে শরীরে অক্সিজেনের ঘাটতি কেন হল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ হাসপাতালের চিফ অপারেটিং অফিসার জানিয়েছেন, রোগীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷

সঞ্জয় দত্তের পরবর্তী ছবি সাদাক টু ৷ মহেশ ভাট পরিচালিত এই ছবি অগাস্টের 28 তারিখে মুক্তি পাওয়ার কথা ৷ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ৷

মুম্বই, 8 অগাস্ট : বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভরতি সঞ্জয় দত্ত ৷ তাঁকে ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন অভিনেতার অবস্থা স্থিতিশীল ৷

আজ অক্সিজেন স্বল্পতায় ভুগছিলেন সঞ্জয় দত্ত ৷ তাঁর বুকে ব্যথাও শুরু হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁকে লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে তাঁর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করেন চিকিৎসকরা ৷ ফল নেগেটিভ আসে ৷ তবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল সবসময় নির্ভুল পাওয়া যায় না ৷ সেকারণে তাঁর সোয়াব পাঠানো হয়েছে ৷

যে চিকিৎসক সঞ্জয় দত্তর চিকিৎসার দায়িত্বে আছেন তিনি জানান, অভিনেতা নন কোভিড ওয়ার্ডে ভরতি রয়েছেন ৷ বেশ কিছু পরীক্ষা তাঁর করতে হবে ৷ তারপরই বোঝা যাবে অসুস্থতার কারণ ৷ তবে শরীরে অক্সিজেনের ঘাটতি কেন হল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ হাসপাতালের চিফ অপারেটিং অফিসার জানিয়েছেন, রোগীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷

সঞ্জয় দত্তের পরবর্তী ছবি সাদাক টু ৷ মহেশ ভাট পরিচালিত এই ছবি অগাস্টের 28 তারিখে মুক্তি পাওয়ার কথা ৷ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.