ETV Bharat / sitara

অজয় দেবগনের 'ময়দান'-এ ডেবিউ রুদ্রনীলের - Kolkata

অজয় দেবগনের পরবর্তী ছবি 'ময়দান'-এ অভিনয়ের জন্য প্রস্তুত বিশিষ্ট বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ । ছবির পরিচালনা করছেন 'বাধাই হো'-র নির্মাতা অমিত শর্মা । এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করতে চলেছেন রুদ্রনীল । ছবিতে ফুটবল ম্যানেজমেন্ট কমিটির একজন আধিকারিকের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

ময়দান
author img

By

Published : Aug 27, 2019, 8:33 PM IST

কলকাতা : অজয় দেবগনের পরবর্তী ছবি 'ময়দান'-এ অভিনয়ের জন্য প্রস্তুত বিশিষ্ট বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ । ছবির পরিচালনা করছেন 'বাধাই হো'-র নির্মাতা অমিত শর্মা ।

রুদ্রনীল বলেন, "আমি বলিউডে প্রথম ছবি করেছিলাম নাসিরুদ্দিন শাহ ও রিভু দাশগুপ্তর সঙ্গে 2012-তে । কিন্তু আইনি কারণে ছবিটি মুক্তি পায়নি । নাসির জি ও আমি খুব ভালো বন্ধু হয়ে গেছি । তিনি আমার কাজের প্রশংসা করেন । কিন্তু আমি কখনও বলিউডে অভিনয়ের জন্য বা কোনও চরিত্রের জন্য সাহায্য চাইনি । অভিনেত্রী বিদ্যা বালানও আমার কাজের প্রশংসা করেন । কিন্তু তাঁকেও আমি বলিউডে সুযোগ করে দেওয়ার জন্য কখনও বলিনি ।"

বাংলা ছবিতে তাঁর 14 বছরের অভিজ্ঞতা । তাঁর কাজের জন্যই তাঁর পরিচিতি হোক চান রুদ্রনীল । তিনি বলেন, "যদি কেউ বলিউড বা অন্য যে কোনও ইন্ডাস্ট্রিতে আমাকে কাস্ট করাতে চান, তাহলে তাঁদের উচিত আমার কাজ আগে দেখা । তারপর আমার কাজের ভিত্তিতে আমাকে কাস্ট করা উচিত । আমি একজন ভালো ছাত্র হওয়ায় আমি আমার কাজের প্রতি বিশ্বাসী । আমি অন্যদের থেকে রোজ শিখছি । আমি বিশ্বাস করি, কোথাও কেউ না কেউ আমার মতো অভিনেতাদের খোঁজ করছেন । তাই আমি তাঁদের কাছে না গিয়ে, তাঁদেরকে আমাদের কাছে আসতে দিচ্ছি । আমার কাজ আমার হয়ে কথা বলবে । হয়তো আমার বলিউডে পা রাখতে দেরি হল । কিন্তু কখনও না হওয়ার চেয়ে দেরিতে হওয়া অনেক ভালো ।"

তিনি আরও বলেন, "একটি চরিত্র ছবিতে কতটা লম্বা সেটা গুরুত্বপূর্ণ নয় । ছবিতে চরিত্রটি কতটা প্রভাব ফেলে সেটাই গুরুত্বপূর্ণ ।" তাঁর ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য 'ভিঞ্চি দা', 'উমা', 'খাদ', 'চ্যাপলিন' ও 'প্রলয়' ।

তাঁর পরবর্তী ছবি 'ময়দান'-এ কিংবদন্তী ফুটবলার সৈয়দ আব্দুল রহিমের গল্প দেখানো হবে । তিনি 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজারও ছিলেন । ছবিতে টিম ম্যানেজমেন্ট কমিটির একজন আধিকারিকের ভূমিকায় দেখা যাবে রুদ্রনীলকে ।

নিজেকে চরিত্রের জন্য তৈরি করা প্রস্তুত করে দিয়েছেন অভিনেতা । বলেন, "ক্রিকেট, ফুটবলের ম্যানেজমেন্ট কমিটির আধিকারিকরা কীভাবে কথা বলেন তার ইন্টারভিউগুলো দেখেছি । যেমন, জগমোহন ডালমিয়া । এগুলি থেকে তাঁদের বডি ল্যাঙ্গুয়েজ ও কথা বলার ধরন বুঝতে সুবিধা হয় ।"

পরিচালক সম্পর্কে তিনি বলেন, "তিনি একজন দারুন ইয়ং পরিচালক । তিনি নিজেকে বাধাই হো-র মতো ছবি করে প্রমাণ করেছেন । মানুষ হিসেবেও তিনি খুব ভালো ।"

কলকাতা : অজয় দেবগনের পরবর্তী ছবি 'ময়দান'-এ অভিনয়ের জন্য প্রস্তুত বিশিষ্ট বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ । ছবির পরিচালনা করছেন 'বাধাই হো'-র নির্মাতা অমিত শর্মা ।

রুদ্রনীল বলেন, "আমি বলিউডে প্রথম ছবি করেছিলাম নাসিরুদ্দিন শাহ ও রিভু দাশগুপ্তর সঙ্গে 2012-তে । কিন্তু আইনি কারণে ছবিটি মুক্তি পায়নি । নাসির জি ও আমি খুব ভালো বন্ধু হয়ে গেছি । তিনি আমার কাজের প্রশংসা করেন । কিন্তু আমি কখনও বলিউডে অভিনয়ের জন্য বা কোনও চরিত্রের জন্য সাহায্য চাইনি । অভিনেত্রী বিদ্যা বালানও আমার কাজের প্রশংসা করেন । কিন্তু তাঁকেও আমি বলিউডে সুযোগ করে দেওয়ার জন্য কখনও বলিনি ।"

বাংলা ছবিতে তাঁর 14 বছরের অভিজ্ঞতা । তাঁর কাজের জন্যই তাঁর পরিচিতি হোক চান রুদ্রনীল । তিনি বলেন, "যদি কেউ বলিউড বা অন্য যে কোনও ইন্ডাস্ট্রিতে আমাকে কাস্ট করাতে চান, তাহলে তাঁদের উচিত আমার কাজ আগে দেখা । তারপর আমার কাজের ভিত্তিতে আমাকে কাস্ট করা উচিত । আমি একজন ভালো ছাত্র হওয়ায় আমি আমার কাজের প্রতি বিশ্বাসী । আমি অন্যদের থেকে রোজ শিখছি । আমি বিশ্বাস করি, কোথাও কেউ না কেউ আমার মতো অভিনেতাদের খোঁজ করছেন । তাই আমি তাঁদের কাছে না গিয়ে, তাঁদেরকে আমাদের কাছে আসতে দিচ্ছি । আমার কাজ আমার হয়ে কথা বলবে । হয়তো আমার বলিউডে পা রাখতে দেরি হল । কিন্তু কখনও না হওয়ার চেয়ে দেরিতে হওয়া অনেক ভালো ।"

তিনি আরও বলেন, "একটি চরিত্র ছবিতে কতটা লম্বা সেটা গুরুত্বপূর্ণ নয় । ছবিতে চরিত্রটি কতটা প্রভাব ফেলে সেটাই গুরুত্বপূর্ণ ।" তাঁর ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য 'ভিঞ্চি দা', 'উমা', 'খাদ', 'চ্যাপলিন' ও 'প্রলয়' ।

তাঁর পরবর্তী ছবি 'ময়দান'-এ কিংবদন্তী ফুটবলার সৈয়দ আব্দুল রহিমের গল্প দেখানো হবে । তিনি 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজারও ছিলেন । ছবিতে টিম ম্যানেজমেন্ট কমিটির একজন আধিকারিকের ভূমিকায় দেখা যাবে রুদ্রনীলকে ।

নিজেকে চরিত্রের জন্য তৈরি করা প্রস্তুত করে দিয়েছেন অভিনেতা । বলেন, "ক্রিকেট, ফুটবলের ম্যানেজমেন্ট কমিটির আধিকারিকরা কীভাবে কথা বলেন তার ইন্টারভিউগুলো দেখেছি । যেমন, জগমোহন ডালমিয়া । এগুলি থেকে তাঁদের বডি ল্যাঙ্গুয়েজ ও কথা বলার ধরন বুঝতে সুবিধা হয় ।"

পরিচালক সম্পর্কে তিনি বলেন, "তিনি একজন দারুন ইয়ং পরিচালক । তিনি নিজেকে বাধাই হো-র মতো ছবি করে প্রমাণ করেছেন । মানুষ হিসেবেও তিনি খুব ভালো ।"

Intro:Body:

Rudranil Ghosh


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.