ETV Bharat / sitara

কোরোনাকে গালিগালাজ বরুণের ! - corona

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন বরুণ । সেখানে কোরোনার প্রতি নিজের ক্ষোভ উগরে দেন তিনি । কোরোনাকে গালিগালাজও করেন । যদিও সেগুলি শুনতে পাননি কেউই । কারণ তার উপর বিপ আওয়াজ লাগিয়ে দিয়েছিলেন বরুণ ।

df
df
author img

By

Published : Apr 21, 2020, 12:14 PM IST

Updated : Apr 22, 2020, 4:29 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি দেশেজুড়ে । তার মধ্যে ঘরেই রয়েছেন সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । তবে কাজ না করে কতদিন আর বাড়িতে বসে থাকা যায় । এই পরিস্থিতিতে অনেকেরই দমবন্ধ হয়ে আসছে । একঘেয়ে লাগছে বরুণ ধাওয়ানেরও । তাই এবার সোশাল মিডিয়ায় কোরোনার বিরুদ্ধে নিজের রাগ উগরে দেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন বরুণ । ভিডিয়োর শুরুতে তিনি বলেন, "কোরোনার..."। এই টুকু কথাই শুধু বলেননি । বলেছেন অনেক কথাই । তবে সেগুলি চলে গিয়েছে বিপ আওয়াজের পিছনে । কারণ কোরোনার প্রতি ক্ষোভ উগরে দিতে ভিডিয়োতে একাধিক অশ্রাব্য শব্দ ব্যবহার করেছেন তিনি । কিন্তু, ভিডিয়ো সোশাল সাইটে পোস্ট করার আগে তা এডিট করে গালিগালাজের উপর বিপ সাউন্ড লাগিয়ে দেন । যার কারণে তিনি গালি দিলেও তা কেউই শুনতে পাননি । এক নিশ্বাসে ক্ষোভ উগরে দেওয়ার পর এক গাল হেসে ভিডিয়ো শেষ করেন তিনি । আর কোরোনাকে গালিগালাজ করার পর যে তাঁর ভালো লেগেছে সেকথা ভিডিয়োর ক্যাপশনে লেখেন ।

এদিকে বরুণের শেয়ার করা এই ভিডিয়ো দেখে খুশি অনেকেই । টাইগার শ্রফ থেকে শুরু করে উর্বশী রাউটেলা, শ্রদ্ধা কাপুর, নুপুর শ্যানন এই ভিডিয়োতে হাসির ইমোজি দিয়ে কমেন্ট করেছেন সবাই ।

এর কিছুদিন আগে একটি ব়্যাপ ভিডিয়ো শেয়ার করেছিলেন বরুণ । ভিডিয়োর শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লকডাউন ঘোষণা করতে দেখা গিয়েছিল । তারপরই গানের সুরে বরুণ সবাইকে বুঝিয়ে দেন যে এই সময় বাইরে বের হলে কী কী সমস্যা হতে পারে সেকথা । আর এই ধরনের নতুন উপায় ফ্যানদের বাড়িতে থাকার অনুরোধ করেন তিনি ।

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি দেশেজুড়ে । তার মধ্যে ঘরেই রয়েছেন সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । তবে কাজ না করে কতদিন আর বাড়িতে বসে থাকা যায় । এই পরিস্থিতিতে অনেকেরই দমবন্ধ হয়ে আসছে । একঘেয়ে লাগছে বরুণ ধাওয়ানেরও । তাই এবার সোশাল মিডিয়ায় কোরোনার বিরুদ্ধে নিজের রাগ উগরে দেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন বরুণ । ভিডিয়োর শুরুতে তিনি বলেন, "কোরোনার..."। এই টুকু কথাই শুধু বলেননি । বলেছেন অনেক কথাই । তবে সেগুলি চলে গিয়েছে বিপ আওয়াজের পিছনে । কারণ কোরোনার প্রতি ক্ষোভ উগরে দিতে ভিডিয়োতে একাধিক অশ্রাব্য শব্দ ব্যবহার করেছেন তিনি । কিন্তু, ভিডিয়ো সোশাল সাইটে পোস্ট করার আগে তা এডিট করে গালিগালাজের উপর বিপ সাউন্ড লাগিয়ে দেন । যার কারণে তিনি গালি দিলেও তা কেউই শুনতে পাননি । এক নিশ্বাসে ক্ষোভ উগরে দেওয়ার পর এক গাল হেসে ভিডিয়ো শেষ করেন তিনি । আর কোরোনাকে গালিগালাজ করার পর যে তাঁর ভালো লেগেছে সেকথা ভিডিয়োর ক্যাপশনে লেখেন ।

এদিকে বরুণের শেয়ার করা এই ভিডিয়ো দেখে খুশি অনেকেই । টাইগার শ্রফ থেকে শুরু করে উর্বশী রাউটেলা, শ্রদ্ধা কাপুর, নুপুর শ্যানন এই ভিডিয়োতে হাসির ইমোজি দিয়ে কমেন্ট করেছেন সবাই ।

এর কিছুদিন আগে একটি ব়্যাপ ভিডিয়ো শেয়ার করেছিলেন বরুণ । ভিডিয়োর শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লকডাউন ঘোষণা করতে দেখা গিয়েছিল । তারপরই গানের সুরে বরুণ সবাইকে বুঝিয়ে দেন যে এই সময় বাইরে বের হলে কী কী সমস্যা হতে পারে সেকথা । আর এই ধরনের নতুন উপায় ফ্যানদের বাড়িতে থাকার অনুরোধ করেন তিনি ।

Last Updated : Apr 22, 2020, 4:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.