ETV Bharat / sitara

সোশাল মিডিয়ায় ভাইরাল 'বব বিশ্বাস' - চিত্রাঙ্গদা সিংয়ের খবর

কলকাতার আনাচে কানাচে চলছে 'বব বিশ্বাস'-এর শুটিং । এমন হাই প্রোফাইল ছবির শুটিং কি গোপনে হতে পারে ? ছবি তো লিক করবেই । তাই সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল অভিষেক বচ্চনের বব বিশ্বাস লুক ।

Abhishek bachchan as Bob Biswas
Abhishek bachchan as Bob Biswas
author img

By

Published : Nov 26, 2020, 7:01 PM IST

কলকাতা : কলকাতায় শুরু হয়েছে 'বব বিশ্বাস'-এর শুটিং । অভিষেক বচ্চন তো ছিলেনই, সঙ্গে যোগ দিয়েছেন চিত্রাঙ্গদা সিং । বব বিশ্বাস হয়ে ওঠার পর কীরকম লাগছে অভিষেককে ? সোশাল মিডিয়ার সৌজন্যে সেই ছবি আজ ভাইরাল ।

Abhishek bachchan as Bob Biswas
ছবি সৌজন্যে IANS

সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' ছবিতে শাশ্বত চ্যাটার্জি ববের চরিত্রে অভিনয় করেছিলেন । চরিত্রটি ভীষণ জনপ্রিয় হয়ে যায় । তাই এবার ববের জীবন নিয়েই আস্ত এক ছবি করছেন সুজয়ের মেয়ে অন্নপূর্ণ দিয়া ।

Abhishek bachchan as Bob Biswas
চিত্রাঙ্গদা

তবে এই পূর্ণাঙ্গ ছবিতে ববের চরিত্রে আর শাশ্বত নেই । নেওয়া হয়েছে অভিষেক বচ্চনকে । ববের বিশাল ভুঁড়ি, মাথার চুল কম, মধ্যযুগীয় সাজপোশাক । অভিষেককে কতটা মানাবে সেই নিয়ে ছিল সন্দেহ । সঙ্গে কৌতুহলও ছিলও চরম ।

অবশেষে দেখতে পাওয়া গেল বব রূপী অভিষেককে । নিজেকে অনেকটাই বদলেছেন জুনিয়র বচ্চন । তাঁর মাথায় দেখা যাচ্ছে টাক, চোখে পুরোনো দিনের চশমার ফ্রেম, অল্প ভুঁড়িও যোগ করা হয়েছে, সম্ভবত প্রস্থেটিক ।

Abhishek bachchan as Bob Biswas
ছবি সৌজন্যে IANS

শাশ্বত 'কাহানি' ছবিতে ববের চরিত্রটি যে উচ্চতায় নিয়ে গেছিলেন, অভিষেক কি তা ধরে রাখতে পারবেন ? উত্তর দেবে সময় ।

কলকাতা : কলকাতায় শুরু হয়েছে 'বব বিশ্বাস'-এর শুটিং । অভিষেক বচ্চন তো ছিলেনই, সঙ্গে যোগ দিয়েছেন চিত্রাঙ্গদা সিং । বব বিশ্বাস হয়ে ওঠার পর কীরকম লাগছে অভিষেককে ? সোশাল মিডিয়ার সৌজন্যে সেই ছবি আজ ভাইরাল ।

Abhishek bachchan as Bob Biswas
ছবি সৌজন্যে IANS

সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' ছবিতে শাশ্বত চ্যাটার্জি ববের চরিত্রে অভিনয় করেছিলেন । চরিত্রটি ভীষণ জনপ্রিয় হয়ে যায় । তাই এবার ববের জীবন নিয়েই আস্ত এক ছবি করছেন সুজয়ের মেয়ে অন্নপূর্ণ দিয়া ।

Abhishek bachchan as Bob Biswas
চিত্রাঙ্গদা

তবে এই পূর্ণাঙ্গ ছবিতে ববের চরিত্রে আর শাশ্বত নেই । নেওয়া হয়েছে অভিষেক বচ্চনকে । ববের বিশাল ভুঁড়ি, মাথার চুল কম, মধ্যযুগীয় সাজপোশাক । অভিষেককে কতটা মানাবে সেই নিয়ে ছিল সন্দেহ । সঙ্গে কৌতুহলও ছিলও চরম ।

অবশেষে দেখতে পাওয়া গেল বব রূপী অভিষেককে । নিজেকে অনেকটাই বদলেছেন জুনিয়র বচ্চন । তাঁর মাথায় দেখা যাচ্ছে টাক, চোখে পুরোনো দিনের চশমার ফ্রেম, অল্প ভুঁড়িও যোগ করা হয়েছে, সম্ভবত প্রস্থেটিক ।

Abhishek bachchan as Bob Biswas
ছবি সৌজন্যে IANS

শাশ্বত 'কাহানি' ছবিতে ববের চরিত্রটি যে উচ্চতায় নিয়ে গেছিলেন, অভিষেক কি তা ধরে রাখতে পারবেন ? উত্তর দেবে সময় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.