ETV Bharat / sitara

কে বলুন তো এই সুপারস্টার ? - অমিতাভ বচ্চনের খবর

আজ অমিতাভ বচ্চনের জন্মদিন । বাবার জন্মদিনে এই ছবিটি শেয়ার করেই শুভেচ্ছা জানালেন অভিষেক ।

Abhishek bachchan wished amitabh bachchan
Abhishek bachchan wished amitabh bachchan
author img

By

Published : Oct 11, 2020, 6:00 PM IST

মুম্বই : আজ অমিতাভ বচ্চনের জন্মদিন । বাবার জন্মদিনে তাঁর ছোটোবেলার একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন জুনিয়র বচ্চন ।

সাদা-কালো ছবিতে ছাপ ফেলেছে সময় । একটু যেন ঝাপসা হয়ে গেছে । তবে তাঁর হাসি আর তাঁর চোখদু'টো যেন একইরকম উজ্জ্বল ।

ছবিটি শেয়ার করে অভিষেক লিখেছেন, "হ্যাপি বার্থডে বি । #theOG #MyHero #78 পা তোমায় ভালোবাসি.." হ্যাঁ, অমিতাভকে "পা" বলেই ডাকেন অভিষেক ।

দেখে নিন তাঁর পোস্ট..

এদিকে টুইটারে নিজে একটি পোস্ট করেন বি গি । সেখানে 'কউন বনেগা ক্রোড়পতি'-র সেটে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবির সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন । সেখানে তাঁকে ডাবিং স্টুডিয়োর মধ্যে ক্যাজ়ুয়াল পোশাকে দেখা গিয়েছে ।

ক্যাপশনে অমিতাভ লিখেছেন, "কাজের জায়গায়...সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত KBC-র শুটিং...তারপর এখানে, রেকর্ডিং...মাঝরাত পর্যন্ত...বিনা পরিশ্রমে জীবনে কিছুই পাওয়া সম্ভব নয় । বাবা বলেছিলেন । যতদিন জীবন আছে ততদিন সংঘর্ষ আছে ।"

জীবনের প্রতিটা দিন বাবার পরামর্শ মেনে চলেন বিগ বি । আজকের দিনটাই বা কেন বাদ যায় ?

মুম্বই : আজ অমিতাভ বচ্চনের জন্মদিন । বাবার জন্মদিনে তাঁর ছোটোবেলার একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন জুনিয়র বচ্চন ।

সাদা-কালো ছবিতে ছাপ ফেলেছে সময় । একটু যেন ঝাপসা হয়ে গেছে । তবে তাঁর হাসি আর তাঁর চোখদু'টো যেন একইরকম উজ্জ্বল ।

ছবিটি শেয়ার করে অভিষেক লিখেছেন, "হ্যাপি বার্থডে বি । #theOG #MyHero #78 পা তোমায় ভালোবাসি.." হ্যাঁ, অমিতাভকে "পা" বলেই ডাকেন অভিষেক ।

দেখে নিন তাঁর পোস্ট..

এদিকে টুইটারে নিজে একটি পোস্ট করেন বি গি । সেখানে 'কউন বনেগা ক্রোড়পতি'-র সেটে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবির সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন । সেখানে তাঁকে ডাবিং স্টুডিয়োর মধ্যে ক্যাজ়ুয়াল পোশাকে দেখা গিয়েছে ।

ক্যাপশনে অমিতাভ লিখেছেন, "কাজের জায়গায়...সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত KBC-র শুটিং...তারপর এখানে, রেকর্ডিং...মাঝরাত পর্যন্ত...বিনা পরিশ্রমে জীবনে কিছুই পাওয়া সম্ভব নয় । বাবা বলেছিলেন । যতদিন জীবন আছে ততদিন সংঘর্ষ আছে ।"

জীবনের প্রতিটা দিন বাবার পরামর্শ মেনে চলেন বিগ বি । আজকের দিনটাই বা কেন বাদ যায় ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.