ETV Bharat / sitara

বাবা-মেয়ের সম্পর্ক ফুটে উঠেছে 'ব্রেথ'-এর টিজ়ারে - Abhishek shares Breathe teaser

মুক্তি পেল অভিষেক বচ্চন অভিনীত ওয়েব সিরিজ় 'ব্রেথ : ইনটু দা শ্যাডো'-র টিজ়ার । সোশাল মিডিয়ায় টিজ়ারটি শেয়ার করেন তিনি নিজেই । 10 জুলাই মুক্তি পাবে সিরিজ়টি ।

sdf
sdf
author img

By

Published : Jun 21, 2020, 2:28 PM IST

মুম্বই : পড়াশোনা, খেলাধুলো এই সব নিয়েই মেতে থাকে বাচ্চারা । বাবা-মায়ের ছত্রছায়ায় থেকে ধীরে ধীরে বেড়ে ওঠে তারা । কিন্তু, একটা দিন যদি এমন আসে, যখন সব কিছু পালটে যায় । বাবা-মায়ের থেকে দূরে চলে যায় সন্তান ! তাহলে কী পরিস্থিতি হয় অভিভাবক ও সন্তানের ? এই পরিস্থিতির কথাই যেন 'ব্রেথ : ইনটু দা শ্যাডো'-র টিজ়ারে তুলে ধরা হয়েছে । আজই মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ়ের টিজ়ার ।

টিজ়ারের শুরুতেই শোনা গিয়েছে অভিষেক বচ্চন ও একটি বাচ্চা মেয়ের গলা । যার নাম সিয়া । মেয়েটির হাসি, খেলাধুলো তুলে ধরা হয়েছে টিজ়ারে । কিন্তু, হঠাৎই বদলে যায় তার পৃথিবী । বাবার থেকে আলাদা হয়ে যায় সে । কাঁদতে কাঁদতে বাবাকেই খুঁজে বেড়ায় একরত্তি । এভাবেই সবাইকে অন্ধকারের মধ্যে রেখে শেষ হয়ে যায় টিজ়ার ।

বাবা ও মেয়ের সম্পর্কই তুলে ধরা হয়েছে টিজ়ারে । সোশাল মিডিয়ায় আজ টিজ়ার পোস্ট করেন অভিষেক । এই সিরিজ়ে অভিনয়ের মাধ্যমেই ডিজিটালে ডেবিউ করছেন তিনি ।

কয়েকদিন আগেই মুক্তি পায় সিরিজ়ের ফার্স্টলুক পোস্টার । সেখানে একটি অন্ধকার ঘরের মধ্যে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । তাঁর হাতে রয়েছে একটি কাগজ । যেখানে লেখা রয়েছে 'মিসিং'।

এই সিরিজ়ে অভিষেক ছাড়াও ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী নিত্যা মেনন । এছাড়াও থাকবেন সায়ামি খের ও অমিত শাধ । সিরিজ়ের প্রথম সিজ়নেও অভিনয় করেছিলেন অমিত । সেখানে ইন্সপেক্টর কবির সাওয়ান্তের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি । দ্বিতীয় সিজ়নেও ওই একই চরিত্রে দেখা যাবে তাঁকে । 10 জুলাই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে সিরিজ়টি ।

মুম্বই : পড়াশোনা, খেলাধুলো এই সব নিয়েই মেতে থাকে বাচ্চারা । বাবা-মায়ের ছত্রছায়ায় থেকে ধীরে ধীরে বেড়ে ওঠে তারা । কিন্তু, একটা দিন যদি এমন আসে, যখন সব কিছু পালটে যায় । বাবা-মায়ের থেকে দূরে চলে যায় সন্তান ! তাহলে কী পরিস্থিতি হয় অভিভাবক ও সন্তানের ? এই পরিস্থিতির কথাই যেন 'ব্রেথ : ইনটু দা শ্যাডো'-র টিজ়ারে তুলে ধরা হয়েছে । আজই মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ়ের টিজ়ার ।

টিজ়ারের শুরুতেই শোনা গিয়েছে অভিষেক বচ্চন ও একটি বাচ্চা মেয়ের গলা । যার নাম সিয়া । মেয়েটির হাসি, খেলাধুলো তুলে ধরা হয়েছে টিজ়ারে । কিন্তু, হঠাৎই বদলে যায় তার পৃথিবী । বাবার থেকে আলাদা হয়ে যায় সে । কাঁদতে কাঁদতে বাবাকেই খুঁজে বেড়ায় একরত্তি । এভাবেই সবাইকে অন্ধকারের মধ্যে রেখে শেষ হয়ে যায় টিজ়ার ।

বাবা ও মেয়ের সম্পর্কই তুলে ধরা হয়েছে টিজ়ারে । সোশাল মিডিয়ায় আজ টিজ়ার পোস্ট করেন অভিষেক । এই সিরিজ়ে অভিনয়ের মাধ্যমেই ডিজিটালে ডেবিউ করছেন তিনি ।

কয়েকদিন আগেই মুক্তি পায় সিরিজ়ের ফার্স্টলুক পোস্টার । সেখানে একটি অন্ধকার ঘরের মধ্যে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । তাঁর হাতে রয়েছে একটি কাগজ । যেখানে লেখা রয়েছে 'মিসিং'।

এই সিরিজ়ে অভিষেক ছাড়াও ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী নিত্যা মেনন । এছাড়াও থাকবেন সায়ামি খের ও অমিত শাধ । সিরিজ়ের প্রথম সিজ়নেও অভিনয় করেছিলেন অমিত । সেখানে ইন্সপেক্টর কবির সাওয়ান্তের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি । দ্বিতীয় সিজ়নেও ওই একই চরিত্রে দেখা যাবে তাঁকে । 10 জুলাই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে সিরিজ়টি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.