মুম্বই : অনুরাগীদের জন্যই অভিনেতারা তারকা হন । একজন অভিনেতার জীবন যতটা কঠিন, ঠিক ততটাই মনোরম । কারণ প্রতিদিন কোটি কোটি অনুরাগীর আশীর্বাদ আর ভালোবাসায় ভরে ওঠে তাঁদের জীবন । কোরোনায় আক্রান্ত থাকাকালীন ঠিক যেমনটা হল অভিষেক বচ্চনের ক্ষেত্রে ।
প্রতিদিন সোশাল মিডিয়ার পাতায় অসংখ্য অনুরাগীরা তাঁর আরোগ্য কামনা করেছেন । শুধু অভিষেকের অ্যাকাউন্টেই নয়, তাঁর নামে গড়ে ওঠা একাধিক ফ্যানক্লাব প্রতিদিন এই প্রার্থনাই করেছেন নিজেদের পেজে । সবকিছু মিলিয়ে কৃতজ্ঞ অভিষেক ।
সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন জুনিয়র বচ্চন । তাঁর সমস্ত ওয়েল উইশারদের কমেন্টগুলোকে একজোট করে বিশেষ ভিডিয়োটি তৈরি করা হয়েছে ।
দেখে নিন অভিষেকের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">