ETV Bharat / sitara

কৃতজ্ঞ অভিষেক - অভিষেক বচ্চনের কৃতজ্ঞতা

সদ্য কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন অভিষেক বচ্চন । হাসপাতালে ভরতি থাকাকালীন অসংখ্য মানুষ তাঁর আরোগ্য কামনায় ভরিয়েছিলেন সোশাল মিডিয়ার পাতা । সবাইকে ধন্যবাদ জানালেন অভিষেক ।

Abhishek bachchan corona negative
Abhishek bachchan corona negative
author img

By

Published : Aug 11, 2020, 8:52 AM IST

মুম্বই : অনুরাগীদের জন্যই অভিনেতারা তারকা হন । একজন অভিনেতার জীবন যতটা কঠিন, ঠিক ততটাই মনোরম । কারণ প্রতিদিন কোটি কোটি অনুরাগীর আশীর্বাদ আর ভালোবাসায় ভরে ওঠে তাঁদের জীবন । কোরোনায় আক্রান্ত থাকাকালীন ঠিক যেমনটা হল অভিষেক বচ্চনের ক্ষেত্রে ।

প্রতিদিন সোশাল মিডিয়ার পাতায় অসংখ্য অনুরাগীরা তাঁর আরোগ্য কামনা করেছেন । শুধু অভিষেকের অ্যাকাউন্টেই নয়, তাঁর নামে গড়ে ওঠা একাধিক ফ্যানক্লাব প্রতিদিন এই প্রার্থনাই করেছেন নিজেদের পেজে । সবকিছু মিলিয়ে কৃতজ্ঞ অভিষেক ।

সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন জুনিয়র বচ্চন । তাঁর সমস্ত ওয়েল উইশারদের কমেন্টগুলোকে একজোট করে বিশেষ ভিডিয়োটি তৈরি করা হয়েছে ।

দেখে নিন অভিষেকের পোস্ট...

মুম্বই : অনুরাগীদের জন্যই অভিনেতারা তারকা হন । একজন অভিনেতার জীবন যতটা কঠিন, ঠিক ততটাই মনোরম । কারণ প্রতিদিন কোটি কোটি অনুরাগীর আশীর্বাদ আর ভালোবাসায় ভরে ওঠে তাঁদের জীবন । কোরোনায় আক্রান্ত থাকাকালীন ঠিক যেমনটা হল অভিষেক বচ্চনের ক্ষেত্রে ।

প্রতিদিন সোশাল মিডিয়ার পাতায় অসংখ্য অনুরাগীরা তাঁর আরোগ্য কামনা করেছেন । শুধু অভিষেকের অ্যাকাউন্টেই নয়, তাঁর নামে গড়ে ওঠা একাধিক ফ্যানক্লাব প্রতিদিন এই প্রার্থনাই করেছেন নিজেদের পেজে । সবকিছু মিলিয়ে কৃতজ্ঞ অভিষেক ।

সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন জুনিয়র বচ্চন । তাঁর সমস্ত ওয়েল উইশারদের কমেন্টগুলোকে একজোট করে বিশেষ ভিডিয়োটি তৈরি করা হয়েছে ।

দেখে নিন অভিষেকের পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.