ETV Bharat / sitara

বলিউডে ডেবিউ আমির-পুত্রের, শুরু হল শুটিং - জুনেদ খানের প্রথম ছবি

বলিউড ডেবিউ করে ফেললেন আমির খানের পুত্র জুনেদ খান । ইতিমধ্যেই প্রথমদিনের শুটিংও সেরে ফেলেছেন জুনেদ । দাদাকে শুভেচ্ছা জানালেন বোন ইরা খান ।

Aamir Khan son Junaid khan in bollywood
Aamir Khan son Junaid khan in bollywood
author img

By

Published : Feb 16, 2021, 12:36 PM IST

মুম্বই : বাবা সুপারস্টার আমির খান । ছেলে জুনেদের বলিউড ডেবিউ নিয়ে অনেকে অনেক কথা বলেছিলেন । নেপোটিজ়ম বিতর্কে জড়িয়েছিল জুনেদের নাম । তবে সেসবে পাত্তা না দিয়ে প্রথম ছবির শুটিং শুরু করে দিলেন আমির পুত্র ।

বলিউডে দাদার ডেবিউ । তাই উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না আমির-কন্যা ইরা খান । হাঁটু মুড়ে বসে জুনেদকে ফুলের তোড়া তুলে দিলেন তিনি । ক্যাপশনে লিখলেন, "জুনু...আজ তোমার প্রথম নাটক নয়, তোমার প্রথম শো নয়, আমাদের সম্মিলিত স্টেজ শো-ও নয় । আজ তোমার শুটের প্রথম দিন । আর এই ছবিটা থেকে চোখ ফেরাতে পারছি না ।"

শোনা যাচ্ছে পরিচালক সিদ্ধার্থ পি.মালহোত্র পরিচালিত 'মহারাজা' ছবিতে অভিনয় করছেন জুনেদ । সেই ছবিরই শুটিং শুরু করেছেন তিনি ।

দাদার অভিনয় সবাইকে উড়িয়ে দেবে...আশা করছেন ইরা । এতদিন জুনেদের যে অভিনয় আর পেশাদারিত্ব দেখে তিনি মুগ্ধ হয়েছেন, এবার আপামর জনতাও তা দেখার সুযোগ পাবেন...খুশি আমির-কন্য়া ।

দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : বাবা সুপারস্টার আমির খান । ছেলে জুনেদের বলিউড ডেবিউ নিয়ে অনেকে অনেক কথা বলেছিলেন । নেপোটিজ়ম বিতর্কে জড়িয়েছিল জুনেদের নাম । তবে সেসবে পাত্তা না দিয়ে প্রথম ছবির শুটিং শুরু করে দিলেন আমির পুত্র ।

বলিউডে দাদার ডেবিউ । তাই উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না আমির-কন্যা ইরা খান । হাঁটু মুড়ে বসে জুনেদকে ফুলের তোড়া তুলে দিলেন তিনি । ক্যাপশনে লিখলেন, "জুনু...আজ তোমার প্রথম নাটক নয়, তোমার প্রথম শো নয়, আমাদের সম্মিলিত স্টেজ শো-ও নয় । আজ তোমার শুটের প্রথম দিন । আর এই ছবিটা থেকে চোখ ফেরাতে পারছি না ।"

শোনা যাচ্ছে পরিচালক সিদ্ধার্থ পি.মালহোত্র পরিচালিত 'মহারাজা' ছবিতে অভিনয় করছেন জুনেদ । সেই ছবিরই শুটিং শুরু করেছেন তিনি ।

দাদার অভিনয় সবাইকে উড়িয়ে দেবে...আশা করছেন ইরা । এতদিন জুনেদের যে অভিনয় আর পেশাদারিত্ব দেখে তিনি মুগ্ধ হয়েছেন, এবার আপামর জনতাও তা দেখার সুযোগ পাবেন...খুশি আমির-কন্য়া ।

দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.