ETV Bharat / sitara

আটার প্যাকেটের সঙ্গে টাকা আমি দিইনি : আমির - rs 15000 in sacks daily wage earners

আমির লেখেন, "আমি সেই মানুষ নই যিনি আটার প্যাকেটের সঙ্গে টাকা দিয়েছিলেন । এটা সম্পূর্ণ মিথ্যে গল্প হতে পারে । অথবা রবিন হুড এই কাজ করে নিজের পরিচয় গোপন রাখতে চান । নিরাপদে থাকুন ।"

dfg
dfg
author img

By

Published : May 4, 2020, 1:45 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দিয়েছেন আমির খান । এদিকে কিছুদিন আগেই ভাইরাল হয় একটি ভিডিয়ো । সেখান থেকে জানা যায় যে একাধিক আটার প্যাকেটের মধ্যে 15 হাজার করে টাকা ভরে তা নাকি নিকটবর্তী গ্রামগুলিতে পৌঁছে দিয়েছেন আমির । যদিও তাঁর দাবি, এই টাকা তিনি দেননি । আর আজ সকালে একটি টুইট করে একথা সাফ জানিয়ে দেন আমির ।

বেশ কিছুদিন আগে TikTok-এর একটি আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয় । যেখানে দাবি করা হয়, আমির খান কয়েকটি আটার প্য়াকেটে 15 হাজার করে টাকা ভরে তা নিকটবর্তী গ্রামগুলোতে দিয়েছেন ।

এদিকে সেই আটার প্যাকেট নাকি নিতে চাননি অনেকেই । ভেবেছিলেন এক কিলো আটা দিয়ে আর কী হবে । কিন্তু, প্যাকেট খুলেই অবাক হয়ে যান তাঁরা । দেখেন তার মধ্যে আটার সঙ্গে রয়েছে 15 হাজার করে টাকাও । আটার প্যাকেটে যে টাকা থাকবে সেকথা আন্দাজ করতে পারেননি কেউই । যদিও এই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল । ভিডিয়োটি ছড়িয়ে পড়েছিল ফেসবুকেও ।

যদিও আজ সকালে টুইট করে আমির সাফ জানিয়ে দেন যে ওই প্যাকেট তিনি দেননি । তিনি লেখেন, "আমি সেই মানুষ নই যিনি আটার প্যাকেটের সঙ্গে টাকা দিয়েছিলেন । এটা সম্পূর্ণ মিথ্যে গল্প হতে পারে । অথবা রবিন হুড এই কাজ করে নিজের পরিচয় গোপন রাখতে চান । নিরাপদে থাকুন ।"

  • Guys, I am not the person putting money in wheat bags. Its either a fake story completely, or Robin Hood doesn't want to reveal himself!
    Stay safe.
    Love.
    a.

    — Aamir Khan (@aamir_khan) May 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড সহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ও একাধিক স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান দিয়েছেন আমির । পাশাপাশি ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নদের সাহায্যের জন্যও এগিয়ে আসেন তিনি ।

মুম্বই : কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দিয়েছেন আমির খান । এদিকে কিছুদিন আগেই ভাইরাল হয় একটি ভিডিয়ো । সেখান থেকে জানা যায় যে একাধিক আটার প্যাকেটের মধ্যে 15 হাজার করে টাকা ভরে তা নাকি নিকটবর্তী গ্রামগুলিতে পৌঁছে দিয়েছেন আমির । যদিও তাঁর দাবি, এই টাকা তিনি দেননি । আর আজ সকালে একটি টুইট করে একথা সাফ জানিয়ে দেন আমির ।

বেশ কিছুদিন আগে TikTok-এর একটি আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয় । যেখানে দাবি করা হয়, আমির খান কয়েকটি আটার প্য়াকেটে 15 হাজার করে টাকা ভরে তা নিকটবর্তী গ্রামগুলোতে দিয়েছেন ।

এদিকে সেই আটার প্যাকেট নাকি নিতে চাননি অনেকেই । ভেবেছিলেন এক কিলো আটা দিয়ে আর কী হবে । কিন্তু, প্যাকেট খুলেই অবাক হয়ে যান তাঁরা । দেখেন তার মধ্যে আটার সঙ্গে রয়েছে 15 হাজার করে টাকাও । আটার প্যাকেটে যে টাকা থাকবে সেকথা আন্দাজ করতে পারেননি কেউই । যদিও এই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল । ভিডিয়োটি ছড়িয়ে পড়েছিল ফেসবুকেও ।

যদিও আজ সকালে টুইট করে আমির সাফ জানিয়ে দেন যে ওই প্যাকেট তিনি দেননি । তিনি লেখেন, "আমি সেই মানুষ নই যিনি আটার প্যাকেটের সঙ্গে টাকা দিয়েছিলেন । এটা সম্পূর্ণ মিথ্যে গল্প হতে পারে । অথবা রবিন হুড এই কাজ করে নিজের পরিচয় গোপন রাখতে চান । নিরাপদে থাকুন ।"

  • Guys, I am not the person putting money in wheat bags. Its either a fake story completely, or Robin Hood doesn't want to reveal himself!
    Stay safe.
    Love.
    a.

    — Aamir Khan (@aamir_khan) May 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড সহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ও একাধিক স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান দিয়েছেন আমির । পাশাপাশি ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নদের সাহায্যের জন্যও এগিয়ে আসেন তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.