মুম্বই : চার বছর ধরে ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছেন আমির কন্যা ইরা খান । গত মাসে একটি ভিডিয়ো পোস্ট করে একথা জানিয়েছিলেন তিনি । তবে তাঁর অবসাদের জন্য রীনা দত্তর সঙ্গে আমির খানের বিবাহবিচ্ছেদকে দায়ি করেছিলেন কঙ্গনা রানাওয়াত সহ আরও অনেকেই । যদিও বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের সঙ্গে তাঁর অবসাদের কোনও যোগাযোগ নেই বলে আজ একটি নতুন ভিডিয়ো পোস্ট করে সাফ জানিয়ে দিয়েছেন ইরা ।
ইনস্টাগ্রামে 10 মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেন ইরা । সেখানে তিনি বলেন, "বেশিরভাগ সময়ই ঘুমিয়ে থাকতাম । কিন্তু, সেটা বুঝতে পারতাম না । কোনও কারণ ছাড়াই কাঁদতাম, সারাক্ষণ মন খারাপ থাকত । এমনকী, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য যে সব পরিকল্পনা করতাম সেগুলো বাতিল করে দিতাম । বন্ধুদের মন খারাপ করতে চাইতাম না ।"
তবে কেন অবসাদে ভুগতেন ইরা ? অনেকেই এর কারণ হিসেবে রীনা দত্তর সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদকে দায়ি করেছেন । যদিও এটা সঠিক কারণ ছিল না বলে জানিয়েছেন ইরা । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি যখন ছোটো ছিলাম তখনই বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছিল । কিন্তু, তাদের বিবাহবিচ্ছেদের জন্য আমি কখনওই ভেঙে পড়িনি । কারণ তারা সব সময় বন্ধুর মতো ছিল । গোটা পরিবারই বন্ধুর মতো ছিল । আমরা কোনও ভাঙা পরিবার ছিলাম না ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তিনি আরও বলেন, "জুনেদ ও আমার সঙ্গে বাবা ও মা দু'জনের সম্পর্কই খুব ভালো ছিল । আর যখন কেউ বলতেন, 'শুনে খারাপ লাগল যে তোমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে'। তখন আমি তাঁদের বলতাম, 'কী বলছেন ? এটা এমন কোনও খারাপ বিষয় নয় ।' আসলে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের ফলে আমার কোনও সমস্যা হয়েছিল বলে মনে পড়ে না । তাই আমার খারাপ অবসাদের পিছনে সেটা কোনও কারণ হয়ে দাঁড়ানি ।"
ছেলেবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ইরা । এ প্রসঙ্গে তিনি বলেন, "14 বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলাম । সেই সময় বাবা-মা আমাকে ওই পরিস্থিতি থেকে বের করে এনেছিল । একবার ওই পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার পর আর কখনও খারাপ লাগেনি ।"