ETV Bharat / sitara

Aamir Khan New Film : জন্মদিনেই নতুন ছবি 'ক্যাম্পেওন'-এর হিন্দি রিমেক নিয়ে বড় ইঙ্গিত আমিরের - জন্মদিনেই নতুন ছবি ক্যাম্পেওনের হিন্দি রিমেক নিয়ে বড় ইঙ্গিত আমিরের

আমিরকে কি দেখা যাবে স্প্যানিশ ফিল্ম 'ক্যাম্পেওন'-এর হিন্দি রিমেকে ? খুলে না বললেও আলোচনা চলছে বলে জানালেন অভিনেতা (Aamir Khan on Hindi remake of Spanish film Campeones) ৷

Aamir Khan New Film
জন্মদিনেই নতুন ছবি 'ক্যাম্পেওন'-এর হিন্দি রিমেক নিয়ে বড় ইঙ্গিত আমিরের
author img

By

Published : Mar 14, 2022, 3:05 PM IST

মুম্বই, 14 মার্চ : 57তম জন্মদিনে সাংবাদিক সম্মেলনে নিজের নতুন ছবি নিয়ে বড় ইঙ্গিত দিলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' ৷ আমির জানিয়েছেন, স্প্যানিশ ফিল্ম 'ক্যাম্পেওন'-এর হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে তাঁকে ৷ একজন মদ্যপ এবং অহংকারী কোচ কীভাবে 'ইন্টেলেকচুয়ালি ডিসেবেলড' কিছু মানুষকে নিয়ে একটি ফুটবল দল গড়ে তোলেন, সেই গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷

খবর অনুযায়ী 'শুভ মঙ্গল সাবধান' ছবির পরিচালক আরএস প্রসন্নকেই এই ছবির পরিচালক হিসাবে বেছে নিয়েছেন আমির ৷ তাঁর সঙ্গেই আগামী এই প্রোজেক্ট নিয়ে আলোচনা চলছে তাঁর (Aamir Khan on Hindi remake of Spanish film Campeones) ৷ এদিন সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে একটি প্রশ্নের উত্তরে খুব বেশি কিছু না জানালেও আমির বলেন, "আমি তো আগামী ছবির কথা এখনও ঘোষণা করিনি ৷ আপনারা কী করে জানলেন? হ্য়াঁ আলোচনা চলছে ৷ আমি তাড়াতাড়িই আপনাদের জানাব ৷"

আরও পড়ুন : সামনে এল জুনিয়র বচ্চনের নতুন ছবির মুক্তির তারিখ

আপাতত আমিরের নতুন ছবি 'লাল সিং চাড্ডা'-র জন্য় অপেক্ষা করে আছেন সকলে ৷ ছবিটি পর্দায় মুক্তির কথা আছে 11 আগস্ট ৷ এপ্রসঙ্গে এদিন অভিনেতা বলেন, "আমার মনে হয় আমরা ছবিটি এমন সময় শেষ করতে পারব যাতে সেটা 11 আগস্ট পর্দায় আসতে পারে ৷ আমরা চেষ্টা করছি একটি ভাল ছবি তৈরি করার ৷ " প্রসঙ্গত, করোনার কারণে অন্যান্য ছবির মতই 'লাল সিং চাড্ডা'-র মু্ক্তির তারিখও বদলাতে হয়েছে বারবার ৷ এর মাঝে আমির নিজেও কোভিডের শিকার হয়েছিলেন ৷

মুম্বই, 14 মার্চ : 57তম জন্মদিনে সাংবাদিক সম্মেলনে নিজের নতুন ছবি নিয়ে বড় ইঙ্গিত দিলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' ৷ আমির জানিয়েছেন, স্প্যানিশ ফিল্ম 'ক্যাম্পেওন'-এর হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে তাঁকে ৷ একজন মদ্যপ এবং অহংকারী কোচ কীভাবে 'ইন্টেলেকচুয়ালি ডিসেবেলড' কিছু মানুষকে নিয়ে একটি ফুটবল দল গড়ে তোলেন, সেই গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷

খবর অনুযায়ী 'শুভ মঙ্গল সাবধান' ছবির পরিচালক আরএস প্রসন্নকেই এই ছবির পরিচালক হিসাবে বেছে নিয়েছেন আমির ৷ তাঁর সঙ্গেই আগামী এই প্রোজেক্ট নিয়ে আলোচনা চলছে তাঁর (Aamir Khan on Hindi remake of Spanish film Campeones) ৷ এদিন সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে একটি প্রশ্নের উত্তরে খুব বেশি কিছু না জানালেও আমির বলেন, "আমি তো আগামী ছবির কথা এখনও ঘোষণা করিনি ৷ আপনারা কী করে জানলেন? হ্য়াঁ আলোচনা চলছে ৷ আমি তাড়াতাড়িই আপনাদের জানাব ৷"

আরও পড়ুন : সামনে এল জুনিয়র বচ্চনের নতুন ছবির মুক্তির তারিখ

আপাতত আমিরের নতুন ছবি 'লাল সিং চাড্ডা'-র জন্য় অপেক্ষা করে আছেন সকলে ৷ ছবিটি পর্দায় মুক্তির কথা আছে 11 আগস্ট ৷ এপ্রসঙ্গে এদিন অভিনেতা বলেন, "আমার মনে হয় আমরা ছবিটি এমন সময় শেষ করতে পারব যাতে সেটা 11 আগস্ট পর্দায় আসতে পারে ৷ আমরা চেষ্টা করছি একটি ভাল ছবি তৈরি করার ৷ " প্রসঙ্গত, করোনার কারণে অন্যান্য ছবির মতই 'লাল সিং চাড্ডা'-র মু্ক্তির তারিখও বদলাতে হয়েছে বারবার ৷ এর মাঝে আমির নিজেও কোভিডের শিকার হয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.