ETV Bharat / sitara

ভারতীয় চলচ্চিত্র তার অন্যতম উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলেছে : আমির খান - Aamir on soumitra death

আজ টুইটারে আমির লেখেন, "ভারতীয় চলচ্চিত্র তার অন্যতম উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলেছে । সৌমিত্রজির পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি । তাঁর কাজ আমাদের সব সময় আনন্দ দিয়ে যাবে । তাঁর আত্মার শান্তি কামনা করি ।"

asd
asd
author img

By

Published : Nov 16, 2020, 2:16 PM IST

মুম্বই : 40 দিন টানা লড়াইয়ের পর অবশেষে গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টলিউড থেকে বলিউডের একাধিক তারকা । আর সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, রণদীপ হুডা, নওয়াজ়উদ্দিন সিদ্দিকি সহ আরও অনেকেই । আর এবার এই কিংবদন্তী তারকার প্রয়াণে শোকপ্রকাশ করলেন আমির খান ।

আজ টুইটারে আমির লেখেন, "ভারতীয় চলচ্চিত্র তার অন্যতম উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলেছে । সৌমিত্রজির পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি । তাঁর কাজ আমাদের সব সময় আনন্দ দিয়ে যাবে । তাঁর আত্মার শান্তি কামনা করি ।"

  • Indian Cinema has lost one of its leading lights. My heartfelt condolences to Soumitraji’s family, and to all his fans. His work will continue to bring joy to all of us.
    RIP Shri Soumitra Chatterjee 🙏🏼

    — Aamir Khan (@aamir_khan) November 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউন শিথিল হওয়ার পরই কাজ শুটিং শুরু করেছিলেন সৌমিত্রবাবু । সব ঠিকই চলছিল । কিন্তু, অক্টোবরের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন । এরপর বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । 6 অক্টোবর রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি মিন্টো পার্কের কাছে থাকা একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । হাসপাতালে ভরতির পরও ঠিকই ছিলেন । নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন । লেখালেখি করছিলেন । কিন্তু, 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ।

অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । নভেম্বরের শুরুতে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল । যদিও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসরা । এরপর 40 দিন ধরে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে গতকাল বেলা 12টা 15 মিনিটে ওই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

গতকাল কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।

মুম্বই : 40 দিন টানা লড়াইয়ের পর অবশেষে গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টলিউড থেকে বলিউডের একাধিক তারকা । আর সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, রণদীপ হুডা, নওয়াজ়উদ্দিন সিদ্দিকি সহ আরও অনেকেই । আর এবার এই কিংবদন্তী তারকার প্রয়াণে শোকপ্রকাশ করলেন আমির খান ।

আজ টুইটারে আমির লেখেন, "ভারতীয় চলচ্চিত্র তার অন্যতম উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলেছে । সৌমিত্রজির পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি । তাঁর কাজ আমাদের সব সময় আনন্দ দিয়ে যাবে । তাঁর আত্মার শান্তি কামনা করি ।"

  • Indian Cinema has lost one of its leading lights. My heartfelt condolences to Soumitraji’s family, and to all his fans. His work will continue to bring joy to all of us.
    RIP Shri Soumitra Chatterjee 🙏🏼

    — Aamir Khan (@aamir_khan) November 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউন শিথিল হওয়ার পরই কাজ শুটিং শুরু করেছিলেন সৌমিত্রবাবু । সব ঠিকই চলছিল । কিন্তু, অক্টোবরের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন । এরপর বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । 6 অক্টোবর রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি মিন্টো পার্কের কাছে থাকা একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । হাসপাতালে ভরতির পরও ঠিকই ছিলেন । নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন । লেখালেখি করছিলেন । কিন্তু, 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ।

অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । নভেম্বরের শুরুতে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল । যদিও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসরা । এরপর 40 দিন ধরে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে গতকাল বেলা 12টা 15 মিনিটে ওই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

গতকাল কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.