ETV Bharat / sitara

শিক্ষা দেবেন ইয়ামি গৌতম - ইয়ামি গৌতমের নতুন ছবি

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম বিশেষ চমক দিলেন তাঁর অনুসারীদের ৷ প্রকাশ্যে আনলেন আ থার্সডে ছবিতে তাঁর চরিত্রের এক ঝলক ৷ রুক্ষ শুষ্ক চুল, বিবর্ণ মুখ ও তাতে একরাশ রহস্য নিয়ে তাঁকিয়ে রয়েছে দর্শকের দিকে ৷

updated news of Yami Gautam
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম,ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
author img

By

Published : Mar 31, 2021, 11:23 AM IST

Updated : Mar 31, 2021, 5:09 PM IST

মুম্বই, 31 মার্চ : বলিউডের মিষ্টি নায়িকা ইয়ামি গৌতম ৷ সাধারণত তাঁকে আমরা সাদামাটা চরিত্রেই দেখেছি এতদিন৷ তবে এবার অভিনেত্রী সেই ছকে বাঁধা চরিত্রের গন্ডি ভেঙে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন 'আ থার্সডে' ছবিতে ৷ এই ছবিতে তাঁর চরিত্রের নাম নয়না জসওয়াল ৷

মঙ্গলবার অভিনেত্রী ইয়ামি গৌতম ইনস্টাগ্রামে শেয়ার করলেন আ থার্সডেতে তাঁর চরিত্রের এক ঝলক ৷ ছবিটির ক্যাপশানে লিখছেন নায়িকা লিখেছেন 'দ্য মাস্টারমাইন্ড ৷ নয়না জসওয়াল ৷ # আ থার্সডে' ৷ বলে রাখা ভালো, এই ছবিতে তাঁকে দেখা যাবে প্লে স্কুলের শিক্ষিকা হিসেবে ৷ কিন্তু তাঁর লুকসে শিক্ষিকা সুলভ ভঙ্গি নেই ৷

এলোমেলো চুল, বিবর্ণ মুখ সঙ্গে একগুচ্ছ প্রশ্ন নিয়ে যেন তাকিয়ে রয়েছেন দর্শকের দিকে ৷ যা থেকে একটি বিষয় খুব স্পষ্ট যে, তিনি কোনও সাধারণ শিক্ষিকার চরিত্রে অভিনয়ে করছেন না ৷ ওই চরিত্রে থাকতে চলেছে আরও টুইস্ট ৷

ইয়ামি গৌতমের পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, নেহা ধুপিয়া ও অতুল কুলকার্নিকে ৷ ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাবেন দর্শক ৷ এখন শুধু রহস্য মোচনের অপেক্ষা ৷ ছবি মুক্তি পেলেই খুলবে রহস্যের মোড়ক ৷

মুম্বই, 31 মার্চ : বলিউডের মিষ্টি নায়িকা ইয়ামি গৌতম ৷ সাধারণত তাঁকে আমরা সাদামাটা চরিত্রেই দেখেছি এতদিন৷ তবে এবার অভিনেত্রী সেই ছকে বাঁধা চরিত্রের গন্ডি ভেঙে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন 'আ থার্সডে' ছবিতে ৷ এই ছবিতে তাঁর চরিত্রের নাম নয়না জসওয়াল ৷

মঙ্গলবার অভিনেত্রী ইয়ামি গৌতম ইনস্টাগ্রামে শেয়ার করলেন আ থার্সডেতে তাঁর চরিত্রের এক ঝলক ৷ ছবিটির ক্যাপশানে লিখছেন নায়িকা লিখেছেন 'দ্য মাস্টারমাইন্ড ৷ নয়না জসওয়াল ৷ # আ থার্সডে' ৷ বলে রাখা ভালো, এই ছবিতে তাঁকে দেখা যাবে প্লে স্কুলের শিক্ষিকা হিসেবে ৷ কিন্তু তাঁর লুকসে শিক্ষিকা সুলভ ভঙ্গি নেই ৷

এলোমেলো চুল, বিবর্ণ মুখ সঙ্গে একগুচ্ছ প্রশ্ন নিয়ে যেন তাকিয়ে রয়েছেন দর্শকের দিকে ৷ যা থেকে একটি বিষয় খুব স্পষ্ট যে, তিনি কোনও সাধারণ শিক্ষিকার চরিত্রে অভিনয়ে করছেন না ৷ ওই চরিত্রে থাকতে চলেছে আরও টুইস্ট ৷

ইয়ামি গৌতমের পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, নেহা ধুপিয়া ও অতুল কুলকার্নিকে ৷ ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাবেন দর্শক ৷ এখন শুধু রহস্য মোচনের অপেক্ষা ৷ ছবি মুক্তি পেলেই খুলবে রহস্যের মোড়ক ৷

Last Updated : Mar 31, 2021, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.