ETV Bharat / sitara

নীমাচে খাদ্য় সামগ্রী বিতরণ করল সোনু সুদের ফাউন্ডেশন - করোনা ভাইরাস ও সোনু সুদ

নীমাচে দুঃস্থদের জন্য় খাদ্য় সামগ্রী বিতরণ করল সোনু সুদের ফাউন্ডেশন ৷ খাবার পেয়ে খুশি বস্তিবাসীরা ৷

Actor Sonu Sood
Actor Sonu Sood
author img

By

Published : May 19, 2021, 1:53 PM IST

নীমাচ, 19 মে : ফের মানবিক মুখ সোনু সুদের ৷ নীমাচে দুঃস্থদের খাদ্য় সামগ্রী বিতরণ করল সোনু সুদের ফাউন্ডেশন ৷

সোমবার দুপুর বেলায় নীমাচে দুঃস্থদের মধ্যে খাদ্য় সামগ্রী বিতরণ করলেন সোনু সুদের ফাউন্ডেশন ৷ অভাবের সময় খাদ্য সামগ্রী পেয়ে খুশি বস্তিবাসী ৷ এইদিন প্রায় 96 টি পরিবারের হাতে বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি ৷

উল্লেখ্য, 3 এপ্রিল একটি রিয়াল্যাটি শো-তে আসেন সোনু ৷ সেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া একটি প্রতিযোগীকে কথা দিয়েছিলেন তার বস্তিবাসীকে অনাহার থেকে মুক্তি দেবেন সোনু ৷

আরও পড়ুন : করোনাকে জয় করে বাড়ি ফিরলেন রণধীর কাপুর

সোমবার তাই কথা মতো পৌঁছে গেলেন ওই প্রতিযোগীর বস্তিতে ৷ বিতরণ করলেন প্রায় একশো প্য়াকেট খাদ্যবস্তু ৷ খাদ্য় সামগ্রীর প্যাকেট গুলি পেয়ে খুশি বস্তিবাসী ৷

নীমাচ, 19 মে : ফের মানবিক মুখ সোনু সুদের ৷ নীমাচে দুঃস্থদের খাদ্য় সামগ্রী বিতরণ করল সোনু সুদের ফাউন্ডেশন ৷

সোমবার দুপুর বেলায় নীমাচে দুঃস্থদের মধ্যে খাদ্য় সামগ্রী বিতরণ করলেন সোনু সুদের ফাউন্ডেশন ৷ অভাবের সময় খাদ্য সামগ্রী পেয়ে খুশি বস্তিবাসী ৷ এইদিন প্রায় 96 টি পরিবারের হাতে বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি ৷

উল্লেখ্য, 3 এপ্রিল একটি রিয়াল্যাটি শো-তে আসেন সোনু ৷ সেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া একটি প্রতিযোগীকে কথা দিয়েছিলেন তার বস্তিবাসীকে অনাহার থেকে মুক্তি দেবেন সোনু ৷

আরও পড়ুন : করোনাকে জয় করে বাড়ি ফিরলেন রণধীর কাপুর

সোমবার তাই কথা মতো পৌঁছে গেলেন ওই প্রতিযোগীর বস্তিতে ৷ বিতরণ করলেন প্রায় একশো প্য়াকেট খাদ্যবস্তু ৷ খাদ্য় সামগ্রীর প্যাকেট গুলি পেয়ে খুশি বস্তিবাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.