ETV Bharat / science-and-technology

Whatsapp New Features: উন্নত হচ্ছে হোয়াটসঅ্যাপ, একসঙ্গে 100টি ছবি ও ভিডিয়ো পাঠাতে পারবেন গ্রাহক - Whatsapp New Features

ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ । আপনি এখন একসাথে 100টি ফটো এবং ভিডিয়ো পাঠাতে পারবেন এই মেসেজিং অ্যাপের মাধ্যমে (Whatsapp)।

Whatsapp New Features News
100টি ফটো ও ভিডিয়ো পাঠাতে পারবেন
author img

By

Published : Feb 17, 2023, 2:13 PM IST

হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয় । মেসেজ থেকে শুরু করে ফটো বা ভিডিয়ো পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের কাছে সবচেয়ে বেশি বিশ্বস্ত । কিন্তু এই প্ল্যাটফর্মটিতে একবারে 30টির বেশি ফাইল পাঠানো যায় না-এখন । এতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এখন থেকে এই সমস্যা আর থাকবে না । ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ (Whatsapp New Features)।

রিপোর্ট অনুযায়ী, মেটার অধীনে মার্ক জুকারবার্গের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবার থেকে একসঙ্গে 100টি ফাইল পাঠানো যাবে । সবচেয়ে বড় কথা হল ব্যবহারকারীরা এখন একবারে 100টি ডকুমেন্ট পাঠাতে পারবেন । পাশাপাশি আপনি সমস্ত ফাইলে ক্যাপশন যোগ করতে পারেন । অ্যাপ আপডেট করার পর ব্যবহারকারীরা এই নতুন বৈশিষ্ট্যগুলি পেতে পারেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে একসঙ্গে সর্বোচ্চ কটি ছবি পাঠানো যায় ?

হোয়াটসঅ্যাপের এই নতুন বৈশিষ্ট্যগুলি অ্যাপ সংস্করণ 2.23.3.77-এ পাওয়া যাবে । আপডেটের জন্য Google Play Store যেতে হবে ৷ অন্যদিকে, কোম্পানি এই নতুন ফিচারের সঙ্গে আরও দুটি নতুন ফিচারও আনতে চলেছে। একটি নতুন বৈশিষ্ট্য হল অবতার স্টিকার । মোট 36 ধরনের নতুন স্টিকার রয়েছে এখানে ।

এছাড়াও, সংস্থাটি আরও একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে । সেটি আগামিদিনে বাস্তবায়িত হতে পারে। এই বৈশিষ্ট্যগুলি আসার পরে হোয়াটসঅ্য়াপে পাঠানো ছবির মান আগের মতোই থাকবে । এখন অনেক ক্ষেত্রে ছবি বা ভিডিয়োর রেজলিউশন খানিকটা কমিয়ে দেয় হোয়াটসঅ্য়াপ। তাতে মানের সঙ্গে আপস করতে হয়। নতুন ফিচারের হাত ধরে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ।

আরও পড়ুন: মহাকাশ গবেষণায় নয়া মোড় ! 21 সেমি দীর্ঘ রেডিও সংকেত ধরলেন বিজ্ঞানীরা

হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয় । মেসেজ থেকে শুরু করে ফটো বা ভিডিয়ো পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের কাছে সবচেয়ে বেশি বিশ্বস্ত । কিন্তু এই প্ল্যাটফর্মটিতে একবারে 30টির বেশি ফাইল পাঠানো যায় না-এখন । এতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এখন থেকে এই সমস্যা আর থাকবে না । ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ (Whatsapp New Features)।

রিপোর্ট অনুযায়ী, মেটার অধীনে মার্ক জুকারবার্গের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবার থেকে একসঙ্গে 100টি ফাইল পাঠানো যাবে । সবচেয়ে বড় কথা হল ব্যবহারকারীরা এখন একবারে 100টি ডকুমেন্ট পাঠাতে পারবেন । পাশাপাশি আপনি সমস্ত ফাইলে ক্যাপশন যোগ করতে পারেন । অ্যাপ আপডেট করার পর ব্যবহারকারীরা এই নতুন বৈশিষ্ট্যগুলি পেতে পারেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে একসঙ্গে সর্বোচ্চ কটি ছবি পাঠানো যায় ?

হোয়াটসঅ্যাপের এই নতুন বৈশিষ্ট্যগুলি অ্যাপ সংস্করণ 2.23.3.77-এ পাওয়া যাবে । আপডেটের জন্য Google Play Store যেতে হবে ৷ অন্যদিকে, কোম্পানি এই নতুন ফিচারের সঙ্গে আরও দুটি নতুন ফিচারও আনতে চলেছে। একটি নতুন বৈশিষ্ট্য হল অবতার স্টিকার । মোট 36 ধরনের নতুন স্টিকার রয়েছে এখানে ।

এছাড়াও, সংস্থাটি আরও একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে । সেটি আগামিদিনে বাস্তবায়িত হতে পারে। এই বৈশিষ্ট্যগুলি আসার পরে হোয়াটসঅ্য়াপে পাঠানো ছবির মান আগের মতোই থাকবে । এখন অনেক ক্ষেত্রে ছবি বা ভিডিয়োর রেজলিউশন খানিকটা কমিয়ে দেয় হোয়াটসঅ্য়াপ। তাতে মানের সঙ্গে আপস করতে হয়। নতুন ফিচারের হাত ধরে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ।

আরও পড়ুন: মহাকাশ গবেষণায় নয়া মোড় ! 21 সেমি দীর্ঘ রেডিও সংকেত ধরলেন বিজ্ঞানীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.