লন্ডন, 27 জানুয়ারি: করোনাভাইরাসের মধ্যে এমন কিছু অংশ খুঁজে পাওয়া গিয়েছে, যা কোনও অবস্থাতেই পরিবর্তিত হয় না ৷ বিজ্ঞানীরা একে বলছেন 'শীতল অংশ' (Coldspots of Coronavirus) ৷ এ নিয়ে ইতিমধ্য়েই গবেষণা শুরু হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত যেটুকু তথ্য সামনে এসেছে, তাতে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা ৷ তাঁরা বলছেন, করোনাভাইরাসের এই শীতল অংশগুলিতে যে অ্য়ান্টিবডি তৈরি হচ্ছে, তার সাহায্যেই আগামী দিনে করোনার বিরুদ্ধে যুদ্ধ জয় করা সম্ভব হবে ৷
এখন বিজ্ঞানীদের সামনে বেশ কিছু পরিস্থিতি ও প্রশ্ন রয়েছে ৷ যেমন, গত প্রায় তিনবছরের মধ্যে এটুকু প্রমাণ হয়ে গিয়েছে যে করোনাভাইরাস প্রতি মুহূর্তে রূপবদল করে ৷ এর ফলে পরিচিত অ্য়ান্টিবডি ব্যবহার করে আর ভাইরাসের মোকাবিলা করা যায় না ৷ এই পরিস্থিতি মানবজাতির সামনে একটি বিরাট চ্যালেঞ্জ ৷ কিন্তু, প্রশ্ন হল, করোনাভাইরাসের এই ভোলবদলের জন্য কি ভাইরাসের পুরোটাই দায়ী ? নাকি এই পরিবর্তন ঘটে শুধুমাত্র ভাইরাসের নির্দিষ্ট কিছু অংশে ? সেক্ষেত্রে কি ভাইরাসের বাকি অংশটুকু বরাবর একই থেকে যায় ?
আরও পড়ুন: বিশ্বের প্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিনের আত্মপ্রকাশ হল ভারতে
সুইৎজারল্য়ান্ডের দুই গবেষক পড়ুয়ার হাতে আসা তথ্য বলছে, মানুষের শরীরে বাসা বাঁধা করোনাভাইরাসের একাংশ একেবারেই অপরিবর্তিত থাকে ৷ করোনাভাইরাসের প্রায় 1 কোটি শৃঙ্খল খুটিয়ে পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্তে এসেছেন ওই দুই গবেষক পড়ুয়া ৷ তাঁদের মধ্যে একজন হলেন ভার্জিনিয়া ক্রিভেল্লি ৷ তিনি এই প্রসঙ্গে বলেন, "আমরা ভাইরাসের ওই বিশেষ অংশগুলিকে বলছি, কোল্ডস্পট্স ৷ ভাইরাসের অধিকাংশটাই খুব দ্রুত রূপ বদলে ফেলছে ৷ কিন্তু, এখনও পর্যন্ত আমরা 15টি এমন অংশ খুঁজে পেয়েছি, যেখানে ভাইরাসের চরিত্র অপরিবর্তিত থেকে যাচ্ছে ৷"
বিশেষজ্ঞদের ব্যাখ্যা, এই কোল্ডস্পট্স আদতে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অ্য়ান্টিবডি ! ভার্জিনিয়ার সহগবেষক ফিলিপ্পো বিয়ানচিনি এই প্রসঙ্গে বলেন, "এই অ্য়ান্টিবডিগুলি অত্যন্ত বিরল ৷ কিন্তু, নতুন ব্যবস্থাপনার সাহায্যে আমরা এগুলিকে খুঁজে পেতে সক্ষম হয়েছি ৷" ফিলিপ্পো জানিয়েছেন, তাঁরা যখন করোনাভাইরাস নিয়ে গবেষণাগারে পরীক্ষা করছিলেন, সেই সময় এই অ্যান্টিবডিগুলিই ভাইরাসের সংক্রমণ রুখে দেয় ! এমনকী, করোনাভাইরাসের সাম্প্রতিকতম বিবর্তিত সংস্করণটিও এই অ্যান্টিবডির কাছে আত্মসমর্পণ করেছে !
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি ভাইরাসের এই কোল্ডস্পট্স তথা নিজস্ব অ্য়ান্টিবডিই আগামী দিনে করোনার সংক্রমণ ঠেকাবে ? এই গবেষণার রিপোর্ট তৈরির কাজে নিযুক্ত ডেভিড রব্বিয়ানি এই প্রসঙ্গে বলেন, "আমাদের গবেষণা বলছে, আগামী দিনে যে করোনাভাইরাস আমাদের আক্রমণ করবে, তার প্রতিরোধ হয়তো এখনই তৈরি করে ফেলা সম্ভব !"