ETV Bharat / science-and-technology

Chandrayaan-3 Landing: নির্ধারিত সময়ে চাঁদে অবতরণ করবে বিক্রম, দাবি ইসরোর চেয়ারম্যানের - চন্দ্রযান 3 এর অবতরণ প্রসঙ্গে ইসরোর বক্তব্য

এখনও পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে যথাসময়ে আজ সন্ধ্যায় চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম অবতরণ করবে ৷ অবতরণ পরিকল্পনা পিছনোর আপাতত কোনও কারণ দেখছে না ইসরো ৷ জানালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমানাথ ৷

ETV Bharat
চন্দ্রযান ও ইসরোর চেয়ারম্যান
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 11:04 AM IST

Updated : Aug 23, 2023, 11:35 AM IST

চেন্নাই, 23 অগস্ট: সকলের চোখ এখন চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের অবতরণের দিকে ৷ ভারতীয় মহাকাশ সংস্থা স্বভাবতই সেদিকে মনোনিবেশ করেছে ৷ এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে আজই যথাসময়ে চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম ৷ এই পরিকল্পনা স্থগিত করার কোনও কারণ এখনও পর্যন্ত নেই ৷ সংবাদসংস্থা আইএএনএসকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ বলেছেন,"পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যায় অবতরণ নিশ্চিত করা হয়েছে ৷"

আত্মবিশ্বাসের সঙ্গে ইসরো চেয়ারম্যান জানান, ল্যান্ডার বিক্রম সবদিক থেকে ঠিকঠাক রয়েছে ৷ এর আগে তিনি জানিয়েছিলেন, ল্যান্ডার সিস্টেমে সমস্যা থাকলে অবতরণ 27 অগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে ৷ 27 অগস্ট অবতরণের ক্ষেত্রে নতুন ল্যান্ডিং সাইটটি মূল অবতরণ স্থান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে থাকবে ৷ তবে এখনই তেমন কিছু করার দরকার নেই বলে মনে করছে ইসরো ।

ইসরো বলেছে, "সিস্টেম নিয়মিত পরীক্ষা করা হচ্ছে ৷ এখনও সবকিছু মসৃণভাবেই রয়েছে ৷ শক্তি ও উত্তেজনায় মুখরিত মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) ৷ শেষ মুহূর্তে কোনও সমস্যা হলে তবেই প্ল্যান বি অর্থাৎ অবতরণ স্থগিত করার কথা ভাবা হবে ৷ চাঁদের ল্যান্ডারটি তার ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (LPDC) দিয়ে ল্যান্ডিং সাইটের ছবি তুলছে ৷"

ইসরো জানিয়েছে এই ছবিগুলি ল্যান্ডার মডিউলকে একটি অনবোর্ড চাঁদের রেফারেন্স মানচিত্রের সঙ্গে মিল করে এর অবস্থান (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) নির্ধারণে সাহায্য করে ৷ ল্যান্ডারটি হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স (LHDAC) নামে আরেকটি ক্যামেরা বহন করছে ৷ এই ক্যামেরাটি পাথর ও গভীর গর্তহীন নিরাপদ অবতরণ এলাকা খুঁজে পেতে সহায়তা করে ৷

যাই হোক 600 কোটি টাকার চন্দ্রযান -3 মিশনের মূল উদ্দেশ্য হল চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমকে নিরাপদে হালকাভাবে অবতরণ করানো ৷ চন্দ্রযান 3 মহাকাশযানে একটি প্রপালশন মডিউল (1 হাজার 148 কেজি), একটি ল্যান্ডার (1 হাজার 723.89 কেজি) এবং একটি 26 কেজির রোভার রয়েছে ৷ কয়েকদিন আগে ল্যান্ডারটি প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা দুজনেই এখন চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে ৷ রোভারটি ল্যান্ডারের ভিতরে রয়েছে ৷

আরও পড়ুন : বিকেলে চন্দ্রযানের সফট ল্যান্ডিং ! ইতিহাসের অপেক্ষায় দেশ

চেন্নাই, 23 অগস্ট: সকলের চোখ এখন চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের অবতরণের দিকে ৷ ভারতীয় মহাকাশ সংস্থা স্বভাবতই সেদিকে মনোনিবেশ করেছে ৷ এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে আজই যথাসময়ে চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম ৷ এই পরিকল্পনা স্থগিত করার কোনও কারণ এখনও পর্যন্ত নেই ৷ সংবাদসংস্থা আইএএনএসকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ বলেছেন,"পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যায় অবতরণ নিশ্চিত করা হয়েছে ৷"

আত্মবিশ্বাসের সঙ্গে ইসরো চেয়ারম্যান জানান, ল্যান্ডার বিক্রম সবদিক থেকে ঠিকঠাক রয়েছে ৷ এর আগে তিনি জানিয়েছিলেন, ল্যান্ডার সিস্টেমে সমস্যা থাকলে অবতরণ 27 অগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে ৷ 27 অগস্ট অবতরণের ক্ষেত্রে নতুন ল্যান্ডিং সাইটটি মূল অবতরণ স্থান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে থাকবে ৷ তবে এখনই তেমন কিছু করার দরকার নেই বলে মনে করছে ইসরো ।

ইসরো বলেছে, "সিস্টেম নিয়মিত পরীক্ষা করা হচ্ছে ৷ এখনও সবকিছু মসৃণভাবেই রয়েছে ৷ শক্তি ও উত্তেজনায় মুখরিত মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) ৷ শেষ মুহূর্তে কোনও সমস্যা হলে তবেই প্ল্যান বি অর্থাৎ অবতরণ স্থগিত করার কথা ভাবা হবে ৷ চাঁদের ল্যান্ডারটি তার ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (LPDC) দিয়ে ল্যান্ডিং সাইটের ছবি তুলছে ৷"

ইসরো জানিয়েছে এই ছবিগুলি ল্যান্ডার মডিউলকে একটি অনবোর্ড চাঁদের রেফারেন্স মানচিত্রের সঙ্গে মিল করে এর অবস্থান (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) নির্ধারণে সাহায্য করে ৷ ল্যান্ডারটি হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স (LHDAC) নামে আরেকটি ক্যামেরা বহন করছে ৷ এই ক্যামেরাটি পাথর ও গভীর গর্তহীন নিরাপদ অবতরণ এলাকা খুঁজে পেতে সহায়তা করে ৷

যাই হোক 600 কোটি টাকার চন্দ্রযান -3 মিশনের মূল উদ্দেশ্য হল চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমকে নিরাপদে হালকাভাবে অবতরণ করানো ৷ চন্দ্রযান 3 মহাকাশযানে একটি প্রপালশন মডিউল (1 হাজার 148 কেজি), একটি ল্যান্ডার (1 হাজার 723.89 কেজি) এবং একটি 26 কেজির রোভার রয়েছে ৷ কয়েকদিন আগে ল্যান্ডারটি প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা দুজনেই এখন চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে ৷ রোভারটি ল্যান্ডারের ভিতরে রয়েছে ৷

আরও পড়ুন : বিকেলে চন্দ্রযানের সফট ল্যান্ডিং ! ইতিহাসের অপেক্ষায় দেশ

Last Updated : Aug 23, 2023, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.