ETV Bharat / science-and-technology

হাই-পাওয়ার কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-30-র উৎক্ষেপণ সফল - দেশের হাই পাওয়ার কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-30

ISRO-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয় যে GSAT30 উৎক্ষেপণ সফল । টুইটে লেখা হয়, "ভারতের কমিউনিকেশন স্যাটেলাইট GSAT30 সফলভাবে উৎক্ষেপণ হয়েছে । আপানাদের সমর্থনের জন্য ধন্যবাদ । "

isro
isro
author img

By

Published : Jan 17, 2020, 12:36 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

শ্রীহরিকোটা, 17 জানুয়ারি : দেশের হাই পাওয়ার কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-30-এর উৎক্ষেপণ সফল হল ৷ এর ফলে উচ্চমানের টেলিভিশন, টেলিকমিউনিকেশন ও ব্রডকাস্ট পরিষেবা পাওয়া সম্ভব হবে ৷

ফ্রেঞ্চ গিয়ানা থেকে শুক্রবার আরিয়ানে 5 রকেটে উৎক্ষেপণ করা হয় এটি ৷

ISRO-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয় যে GSAT-30-এর উৎক্ষেপণ সফল হয়েছে ৷ টুইটে লেখা হয়, "ভারতের কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-30 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে । আপানাদের সমর্থনের জন্য ধন্যবাদ । "

শ্রীহরিকোটা, 17 জানুয়ারি : দেশের হাই পাওয়ার কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-30-এর উৎক্ষেপণ সফল হল ৷ এর ফলে উচ্চমানের টেলিভিশন, টেলিকমিউনিকেশন ও ব্রডকাস্ট পরিষেবা পাওয়া সম্ভব হবে ৷

ফ্রেঞ্চ গিয়ানা থেকে শুক্রবার আরিয়ানে 5 রকেটে উৎক্ষেপণ করা হয় এটি ৷

ISRO-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয় যে GSAT-30-এর উৎক্ষেপণ সফল হয়েছে ৷ টুইটে লেখা হয়, "ভারতের কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-30 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে । আপানাদের সমর্থনের জন্য ধন্যবাদ । "

Mumbai, Jan 17 (ANI): Amazon Prime Video hosted a special blue carpet in Mumbai on January 16. The event was attended by many Bollywood celebrities. Divya Khosla Kumar and Bhushan Kumar came together for the event. Ali Fazal, Richa Chaddha, Manoj Bajpayee and Pankaj Tripathi were seen exchanging conversation at the blue carpet. Bhumi Pednekar made an appearance in green saree. Directors Kabir Khan and Ashutosh Gowarikar also attended the event. Farhan Akhtar and Anusha Dandekar made stunning appearance.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

For All Latest Updates

TAGGED:

ISRO
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.