বেলুড় মঠে স্বামীজির জন্মদিনে নানা অনুষ্ঠান, দেখুন সরাসরি - National Youth Day
🎬 Watch Now: Feature Video
Published : Jan 12, 2024, 9:22 AM IST
|Updated : Jan 12, 2024, 12:02 PM IST
আজ স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস ৷ ইতিমধ্যেই বেলুড় মঠে শুরু হয়ে গিয়েছে নানা অনুষ্ঠান ৷ দিকে দিকে মানুষজন তথা স্বামীজির অনুরাগীরা ভিড় জমিয়েছেন বেলুরমঠে ৷ বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও এদিন উপস্থিত হয়েছেন ৷ সারা বিশ্বে আজকের এই দিনটি পালিত হচ্ছে 40তম জাতীয় যুব দিবস হিসাবে ৷ স্বামীজীর আদর্শের কথা মাথায় রেখে 12 জানুয়ারি দিনটিকে কেন্দ্রীয় সরকারের তরফে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মিশনের পাশাপাশি উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজীর বাসভবনে এই দিনটি সমারোহের সঙ্গে পালিত হচ্ছে ৷ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সকাল থেকেই স্বামীজীর জন্মভিটেতে ভিড় করেছেন ৷ নানা কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গাতেও স্কুল পড়ুয়াদের নিয়ে প্রভাতফেরির আয়োজন করা হয়েছে ৷