নয়াদিল্লি : নিজেদের ফোন অ্যাপে নতুন ফিচার আনতে চলেছে গুগল ৷ কোম্পানির ওয়েবসাইট '9 টু 5 গুগল' (9to5Google) থেকে এই খবর পাওয়া গিয়েছে ৷ নতুন ফিচারে ইনকামিং কলে কলারের নাম ও ফোন নম্বর জানিয়ে দেবে করবে গুগল ৷ এই নতুন ফিচারটিতে গ্রাহকরা অবাঞ্ছিত কল সম্পর্কে আগেই জানতে পারবেন ৷
বর্তমানে ইউএসের পিক্সেল ফোনের মালিকরা অটোমেটিক কল স্ক্রিন ফিচারটি পাবেন ৷ অন্যান্য দেশের পিক্সেল ফোন ব্যবহারকারীরাও কিছু দিনের মধ্যে এই ফিচারটি পাবেন ৷
গ্রাহক নিজে থেকেই ঠিক করতে পারবেন, ফোন রিং হওয়ার সময়, না এয়ারফোন অন থাকার সময়, কলার আইডি ঘোষণা করা হবে ৷
এই নতুন ফিচারটি চালু করার জন্য গ্রাহককে, গুগল ফোনে সেটিং অপশনে গিয়ে কলার আইডি অ্যানাউন্সমেন্ট অন করতে হবে ৷ এমনিতে এই ‘‘অ্যানাউন্স কলার আইডি’’ ফিচারটি ফোনে বন্ধ করা থাকে ৷ তবে গ্রাহক নিজের প্রয়োজনমতো বিকল্প বাছতে পারবেন ৷ সে ক্ষেত্রে তাঁকে 'সর্বদা', 'একমাত্র যখন এয়ারফোন ব্যবহার করা হবে', বা 'কখনও না' এই তিনটি বিকল্প থেকে বাছতে হবে ৷
তবে আইএএস (iOS) ডিভাইসগুলিতে ইতিমধ্যেই এই কলার আইডি ফিচারটি অন করা আছে ৷
কলার আইডি ঘোষণা, একটি দুর্দান্ত ফিচার ৷ এর ফলে যাঁদের চোখের সমস্যা আছে, তাঁরাও সহজে জানতে পারবেন ফোন কে করছেন ৷