সামশেরগঞ্জ, 25 নভেম্বর : প্রকাশ্যে রাস্তায় মাদক নেওয়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল ব্যক্তির । ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার অন্তর্গত নতুন শিকদারপুর গ্রামে । মৃতের নাম সাদেক শেখ (40) । লিটন শেখ নামে ওই গ্রামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ।
অভিযোগ, নতুন শিকদারপুর গ্রামের রাস্তার উপর সমাজবিরোধীরা প্রকাশ্যে মাদক নেয় । নানারকম অসামাজিক কাজকর্মও হয় বলে অভিযোগ । রবিবার দুপুরে তার প্রতিবাদ করেন সাদেক শেখ । প্রতিবাদ করায় সমাজবিরোধীদের সঙ্গে বচসা হয় । কথা কাটাকাটির মাঝে অভিযুক্ত যুবক লিটন শেখ হঠাৎ আগ্নেয়াস্ত্র বের করে । শূন্যে চার রাউন্ড গুলি চালায় ।
ওই দিন সন্ধ্যায় সাদেক শেখ গ্রামে তাঁর মুদিখানার দোকানে বসেছিলেন । সেই সময় মদ্যপ অবস্থায় এসে লিটন শেখ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । পেটে গুলি লাগে সাদেকের । গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানাস্তরিত করেন চিকিৎসকেরা । রবিবার রাত একটা নাগাদ মৃত্যু হয় সাদেক শেখের । তদন্তে নেমেছে সামশেরগঞ্জ থানার পুলিশ ।