ETV Bharat / jagte-raho

বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার 2

দু'বছর আগে গোপালনগর থানার বহিলাপোঁতা গ্রামের বাসিন্দা আবদুল লতিফ মণ্ডলের ছেলে ওয়াসিম মণ্ডলের পথদুর্ঘটনায় মৃত্যু হয় । ওয়াসিম মণ্ডলের বিমার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবদুল লতিফের কাছ থেকে রাজারহাট ও বাগুইআটির বাসিন্দা শুভজিৎ ও নীলাদ্রি ধাপে ধাপে 10 লাখ টাকা নেয় । কিন্তু কোনও টাকা আবদুল লতিফ পাননি । প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আবদুল লতিফ বিষয়টি পুলিশকে জানান ।

man
man
author img

By

Published : Feb 21, 2020, 6:20 AM IST

গোপালনগর, 21 ফেব্রুয়ারি : মৃতের পরিবারকে বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে 10 লাখ টাকা প্রতারণা । গতকাল উত্তর 24 পরগনার গোপালনগর থানার পুলিশ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে । ধৃতদের নাম শুভজিৎ দত্ত ও নীলাদ্রিশেখর দাস ।

পুলিশ সূত্রে জানা গেছে, দু'বছর আগে গোপালনগর থানার বহিলাপোঁতা গ্রামের বাসিন্দা আবদুল লতিফ মণ্ডলের ছেলে ওয়াসিম মণ্ডলের পথদুর্ঘটনায় মৃত্যু হয় । ওয়াসিম মণ্ডলের বিমার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবদুল লতিফের কাছ থেকে রাজারহাট ও বাগুইআটির বাসিন্দা শুভজিৎ ও নীলাদ্রি ধাপে ধাপে 10 লাখ টাকা নেয় । কিন্তু কোনও টাকা আবদুল লতিফ পাননি । প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আবদুল লতিফ বিষয়টি পুলিশকে জানান । পুলিশের পরামর্শ মতো বৃহস্পতিবার সকালে ওই দুই যুবককে আরও টাকা দেওয়ার কথা বলে বহিলাপোঁতা গ্রামে ডেকে আনা হয় ।

গ্রামে আসে শুভজিৎ এবং নীলাদ্রি । স্থানীয় বাসিন্দারা তাদের আটকে রাখে । পুলিশ ঘটনাস্থানে এসে তাদের গ্রেপ্তার করে । ধৃতদের গতকাল বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাদের সাতদিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন । বনগাঁ মহকুমা আদালতের সরকারি কৌঁসুলি সমীর দাস বলেন, "রাজারহাট ও বাগুইআটির ওই দুই যুবক বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে প্রায় ১০ লাখ টাকা নিয়েছে । আজ পুলিশ তাদের পাকড়াও করেছে । আদালত তাদের সাত দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে ।"

গোপালনগর, 21 ফেব্রুয়ারি : মৃতের পরিবারকে বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে 10 লাখ টাকা প্রতারণা । গতকাল উত্তর 24 পরগনার গোপালনগর থানার পুলিশ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে । ধৃতদের নাম শুভজিৎ দত্ত ও নীলাদ্রিশেখর দাস ।

পুলিশ সূত্রে জানা গেছে, দু'বছর আগে গোপালনগর থানার বহিলাপোঁতা গ্রামের বাসিন্দা আবদুল লতিফ মণ্ডলের ছেলে ওয়াসিম মণ্ডলের পথদুর্ঘটনায় মৃত্যু হয় । ওয়াসিম মণ্ডলের বিমার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবদুল লতিফের কাছ থেকে রাজারহাট ও বাগুইআটির বাসিন্দা শুভজিৎ ও নীলাদ্রি ধাপে ধাপে 10 লাখ টাকা নেয় । কিন্তু কোনও টাকা আবদুল লতিফ পাননি । প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আবদুল লতিফ বিষয়টি পুলিশকে জানান । পুলিশের পরামর্শ মতো বৃহস্পতিবার সকালে ওই দুই যুবককে আরও টাকা দেওয়ার কথা বলে বহিলাপোঁতা গ্রামে ডেকে আনা হয় ।

গ্রামে আসে শুভজিৎ এবং নীলাদ্রি । স্থানীয় বাসিন্দারা তাদের আটকে রাখে । পুলিশ ঘটনাস্থানে এসে তাদের গ্রেপ্তার করে । ধৃতদের গতকাল বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাদের সাতদিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন । বনগাঁ মহকুমা আদালতের সরকারি কৌঁসুলি সমীর দাস বলেন, "রাজারহাট ও বাগুইআটির ওই দুই যুবক বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে প্রায় ১০ লাখ টাকা নিয়েছে । আজ পুলিশ তাদের পাকড়াও করেছে । আদালত তাদের সাত দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.