জলপাইগুড়ি, 7 অগাস্ট : ফোন পে-এ রিওয়ার্ড পেয়েছেন, নোটিফিকেশন এসেছিল এমনই । কিন্তু তাতে ক্লিক করতেই রিওয়ার্ড পাওয়া তো দূর উলটে নয় হাজার টাকা খোয়া গেল যুবকের । জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন অলোক রায় ।
ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকার বাসিন্দা অলোক রায় । গতকাল তাঁর কাছে একটি ফোন আসে । তাঁকে বলা হয়, "ফোন পে-তে আপনি 4500টাকা জিতেছেন । আমরা একটা নোটিফিকেশন পাঠাচ্ছি । সেই নোটিফিকেশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা নিন ।"
এরপরই যুবকের ফোনে নোটিফিকেশন আসে । নোটিফিকেশনে ক্লিক করে ওই যুবক । প্রথমবার 4500 টাকা ও দ্বিতীয় বার ফের 4500 টাকা কেটে নেওয়া হয় । ফোন পে-তে রিওয়ার্ডের টাকা পাওয়ার বদলে টাকা কেটে নেওয়া হয় তাঁর । হতবাক হয়ে যান অলোক । এরপরই ওই ফোন নম্বরে ঘুরিয়ে ফোন করেন তিনি । ফোনের ওপাশ থেকে জানানো হয়, "চাপ নেবেন না । আপনার কম টাকাই নেওয়া হয়েছে । অনেকের কাছ থেকে লক্ষাধিক টাকাও আমরা উড়িয়েছি ।"
অলোক জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তিনি বলেন, এত সচেতন থাকার পরেও কীভাবে এমন হল বুঝতেই পারিনি । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
যদিও ফোন-পে থেকে সাধারণত রিওয়ার্ডে কোনও ক্যাশ ব্যাক হয় না । বিভিন্ন কুপন দেওয়া হয় । কোনও ভুয়ো ফোনে না বিশ্বাস করার জন্য বারবার এই ধরনের সংস্থা থেকে সতর্ক করা হয় । ফোন পে-র রিওয়ার্ডের কথা ফোন কলে জানানো হয় না সাধারণত ।