ETV Bharat / jagte-raho

হাসপাতালে ঢুকে স্ত্রী'র সহকর্মীর গলায় কোপ - নয়াবাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতাল

বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রী'র সহকর্মীকে খুনের চেষ্টা করল এক ব্যক্তি । পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত লক্ষ্মণকে গ্রেপ্তার করেছে । উদ্ধার হয়েছে ক্ষুর । পঞ্চসায়র থানার পুলিশকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন ।

knife
knife
author img

By

Published : Aug 23, 2020, 5:38 PM IST

কলকাতা, 23 অগাস্ট : বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রী'র সহকর্মীকে খুনের চেষ্টা করল এক ব্যক্তি । হুমকি দিয়েছিল আগেই । গতরাতে গলায় ক্ষুর মেরে খুনের চেষ্টা করে লক্ষ্মণ মণ্ডল । পুলিশের জেরায় সে জানিয়েছে, স্ত্রী'র বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহেই খুনের চেষ্টা করেছে বছর 50-র লক্ষ্মণ ।

বেলেঘাটার চালপট্টি রোডের বাসিন্দা লক্ষ্মণ । বেশ কিছুদিন ধরেই স্ত্রী'র উপর সন্দেহ । বিষয়টি নিয়ে বেশ কয়েকবার অশান্তিও হয়েছে স্ত্রী'র সঙ্গে । এমনকী স্ত্রীর সহকর্মী রঞ্জিত কোনারকে বেশ কয়েকবার হুমকিও দেয় সে । রঞ্জিতের বয়স 45 বছর । এইবার সন্দেহের বশে রঞ্জিতকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে সে । পরিকল্পনা মতো গত সন্ধ্যায় নয়াবাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যানসার হাসপাতালে পৌঁছেও যায় ।

হাসপাতাল সুপারিনটেনডেন্টের ঘরে গিয়ে রঞ্জিতকে গলার বাঁ দিকে ক্ষুরের কোপ মারে । গুরুতর জখম হন রঞ্জিত । ওই হাসপাতালেরই ICU-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি ।

পুলিশ ইতিমধ্যেই লক্ষ্মণকে গ্রেপ্তার করেছে । উদ্ধার হয়েছে ক্ষুর । পঞ্চসায়র থানার পুলিশকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন । পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই লক্ষ্মণ তার দোষ স্বীকার করেছে । স্ত্রী'কে সন্দেহের বশেই রঞ্জিতকে প্রাণে মারতে চেয়েছিল সে । সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।

কলকাতা, 23 অগাস্ট : বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রী'র সহকর্মীকে খুনের চেষ্টা করল এক ব্যক্তি । হুমকি দিয়েছিল আগেই । গতরাতে গলায় ক্ষুর মেরে খুনের চেষ্টা করে লক্ষ্মণ মণ্ডল । পুলিশের জেরায় সে জানিয়েছে, স্ত্রী'র বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহেই খুনের চেষ্টা করেছে বছর 50-র লক্ষ্মণ ।

বেলেঘাটার চালপট্টি রোডের বাসিন্দা লক্ষ্মণ । বেশ কিছুদিন ধরেই স্ত্রী'র উপর সন্দেহ । বিষয়টি নিয়ে বেশ কয়েকবার অশান্তিও হয়েছে স্ত্রী'র সঙ্গে । এমনকী স্ত্রীর সহকর্মী রঞ্জিত কোনারকে বেশ কয়েকবার হুমকিও দেয় সে । রঞ্জিতের বয়স 45 বছর । এইবার সন্দেহের বশে রঞ্জিতকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে সে । পরিকল্পনা মতো গত সন্ধ্যায় নয়াবাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যানসার হাসপাতালে পৌঁছেও যায় ।

হাসপাতাল সুপারিনটেনডেন্টের ঘরে গিয়ে রঞ্জিতকে গলার বাঁ দিকে ক্ষুরের কোপ মারে । গুরুতর জখম হন রঞ্জিত । ওই হাসপাতালেরই ICU-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি ।

পুলিশ ইতিমধ্যেই লক্ষ্মণকে গ্রেপ্তার করেছে । উদ্ধার হয়েছে ক্ষুর । পঞ্চসায়র থানার পুলিশকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন । পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই লক্ষ্মণ তার দোষ স্বীকার করেছে । স্ত্রী'কে সন্দেহের বশেই রঞ্জিতকে প্রাণে মারতে চেয়েছিল সে । সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.