কলকাতা, 4 জানুয়ারি: সোনা পাচারের বিনিময় মূল্য হয়ে উঠেছে ডলার । শুক্রবার কলকাতা পুলিশের STF পর্দা ফাঁস করল এই চক্রের । এক পাচারকারী আজই গেদে সীমান্ত দিয়ে ঢোকে ভারতে । সেখান থেকে কলকাতায় । বড়বাজারে বিক্রি করে সোনা । তারপর আজই বাংলাদেশে ফিরে যাওয়ার মতলব ছিল তার । তার আগেই বাংলাদেশের ওই পাচারকারী ধরা পড়ে যায় গোয়েন্দাদের জালে । এই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর ডলার । ধৃতের নাম সোহেল রানা (40) ।
সোনা আমদানির উপর GST বৃদ্ধির পর পাচারে ডলারের মাধ্যমে বিনিময় হওয়ার প্রবণতা বেড়েছে । বাংলাদেশ বা নেপাল দিয়ে ব্যাপকভাবে পাচার হচ্ছে সোনা । সেই সোনা পৌঁছে যাচ্ছে মূলত বড়বাজারে । তারপর তা ছড়িয়ে পড়ছে দেশের মার্কেটে। এমনকি মুম্বইয়ের জাভেরি বাজারেও তা পাঠান হয় বলে গোয়েন্দারা জানতে পেরেছে । সম্প্রতি ডিরেক্টরেট অব্ রেভিনিউ ইন্টেলিজেন্স, কাস্টমস, কলকাতা পুলিশের তদন্তে এমন তথ্যই সামনে আসছে। অনেক ক্ষেত্রে BSF-এর নজর এড়িয়ে কোনও ভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচার করে পাঠান হচ্ছে কলকাতায় ।
ভারতীয় স্মাগলার কুরিয়াররা তা পৌঁছে দিচ্ছে কলকাতায় । কখনো আবার বাংলাদেশ থেকে তা সরাসরি পৌঁছে যাচ্ছে এ দেশে । অনেকে বৈধ কাগজপত্র নিয়েই ঢুকছে ভারতে । আজ গেদে সীমান্ত দিয়ে ঢোকা বাংলাদেশী স্মাগলার সোহেল রানা বৈধ কাগজপত্র ছাড়া ঢুকেছিল কিনা, সে তথ্য অবশ্য এখনই দিতে চাইছে না কলকাতা পুলিশের STF । ওই ব্যক্তি ট্রেনে করে চলে আসে শিয়ালদা । সেখান থেকে সোজা বড়বাজার । তার সঙ্গে থাকা সোনা বড় বাজারের সোনা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয় । বিনিময় হয় ডলারে । তার কাছে উদ্ধার হয়েছে 32,500 ডলার । উদ্ধার হয়েছে 11,732 বাংলাদেশি টাকা ৷
গোয়েন্দা সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বড়বাজারে কার কাছে ওই সোনা বিক্রি করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ । গোয়েন্দারা মনে করছে, সোনার পেমেন্ট টাকায় নেওয়া হলে তার আয়তন অনেক বেশি হয়ে যাবে । সেই কারণেই ডলারে নেওয়া হচ্ছে বিনিময় । যাতে একটা ব্যাগেই সেই টাকা নিয়ে সীমান্ত পার হয়ে যাওয়া যায়।