ETV Bharat / jagte-raho

কলকাতায় সোনা পাচারের বিনিময় ডলারে, পর্দা ফাঁস STF-এর - পর্দা ফাঁস করল STF

বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সোনা ঢুকছে ভারতে । তারপর ভারতীয় কুরিয়ারের মাধ্যমে সেই সোনা আসছে কলকাতার বড়বাজারে । এই সোনার বিনিময় হচ্ছে ডলারে । STF সেই তথ্য ফাঁস করল ।

gold is being exchanged in dollars
কলকাতায় স্মাগলিংয়ে সোনার বিনিময় হচ্ছে ডলারে
author img

By

Published : Jan 4, 2020, 8:12 AM IST

Updated : Jan 4, 2020, 10:40 AM IST

কলকাতা, 4 জানুয়ারি: সোনা পাচারের বিনিময় মূল্য হয়ে উঠেছে ডলার । শুক্রবার কলকাতা পুলিশের STF পর্দা ফাঁস করল এই চক্রের । এক পাচারকারী আজই গেদে সীমান্ত দিয়ে ঢোকে ভারতে । সেখান থেকে কলকাতায় । বড়বাজারে বিক্রি করে সোনা । তারপর আজই বাংলাদেশে ফিরে যাওয়ার মতলব ছিল তার । তার আগেই বাংলাদেশের ওই পাচারকারী ধরা পড়ে যায় গোয়েন্দাদের জালে । এই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর ডলার । ধৃতের নাম সোহেল রানা (40) ।

gold is being exchanged in dollars
কলকাতায় স্মাগলিংয়ে সোনার বিনিময় হচ্ছে ডলারে

সোনা আমদানির উপর GST বৃদ্ধির পর পাচারে ডলারের মাধ্যমে বিনিময় হওয়ার প্রবণতা বেড়েছে । বাংলাদেশ বা নেপাল দিয়ে ব্যাপকভাবে পাচার হচ্ছে সোনা । সেই সোনা পৌঁছে যাচ্ছে মূলত বড়বাজারে । তারপর তা ছড়িয়ে পড়ছে দেশের মার্কেটে। এমনকি মুম্বইয়ের জাভেরি বাজারেও তা পাঠান হয় বলে গোয়েন্দারা জানতে পেরেছে । সম্প্রতি ডিরেক্টরেট অব্ রেভিনিউ ইন্টেলিজেন্স, কাস্টমস, কলকাতা পুলিশের তদন্তে এমন তথ্যই সামনে আসছে। অনেক ক্ষেত্রে BSF-এর নজর এড়িয়ে কোনও ভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচার করে পাঠান হচ্ছে কলকাতায় ।

ভারতীয় স্মাগলার কুরিয়াররা তা পৌঁছে দিচ্ছে কলকাতায় । কখনো আবার বাংলাদেশ থেকে তা সরাসরি পৌঁছে যাচ্ছে এ দেশে । অনেকে বৈধ কাগজপত্র নিয়েই ঢুকছে ভারতে । আজ গেদে সীমান্ত দিয়ে ঢোকা বাংলাদেশী স্মাগলার সোহেল রানা বৈধ কাগজপত্র ছাড়া ঢুকেছিল কিনা, সে তথ‍্য অবশ্য এখনই দিতে চাইছে না কলকাতা পুলিশের STF । ওই ব্যক্তি ট্রেনে করে চলে আসে শিয়ালদা । সেখান থেকে সোজা বড়বাজার । তার সঙ্গে থাকা সোনা বড় বাজারের সোনা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয় । বিনিময় হয় ডলারে । তার কাছে উদ্ধার হয়েছে 32,500 ডলার । উদ্ধার হয়েছে 11,732 বাংলাদেশি টাকা ৷

গোয়েন্দা সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বড়বাজারে কার কাছে ওই সোনা বিক্রি করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ । গোয়েন্দারা মনে করছে, সোনার পেমেন্ট টাকায় নেওয়া হলে তার আয়তন অনেক বেশি হয়ে যাবে । সেই কারণেই ডলারে নেওয়া হচ্ছে বিনিময় । যাতে একটা ব্যাগেই সেই টাকা নিয়ে সীমান্ত পার হয়ে যাওয়া যায়।

কলকাতা, 4 জানুয়ারি: সোনা পাচারের বিনিময় মূল্য হয়ে উঠেছে ডলার । শুক্রবার কলকাতা পুলিশের STF পর্দা ফাঁস করল এই চক্রের । এক পাচারকারী আজই গেদে সীমান্ত দিয়ে ঢোকে ভারতে । সেখান থেকে কলকাতায় । বড়বাজারে বিক্রি করে সোনা । তারপর আজই বাংলাদেশে ফিরে যাওয়ার মতলব ছিল তার । তার আগেই বাংলাদেশের ওই পাচারকারী ধরা পড়ে যায় গোয়েন্দাদের জালে । এই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর ডলার । ধৃতের নাম সোহেল রানা (40) ।

gold is being exchanged in dollars
কলকাতায় স্মাগলিংয়ে সোনার বিনিময় হচ্ছে ডলারে

সোনা আমদানির উপর GST বৃদ্ধির পর পাচারে ডলারের মাধ্যমে বিনিময় হওয়ার প্রবণতা বেড়েছে । বাংলাদেশ বা নেপাল দিয়ে ব্যাপকভাবে পাচার হচ্ছে সোনা । সেই সোনা পৌঁছে যাচ্ছে মূলত বড়বাজারে । তারপর তা ছড়িয়ে পড়ছে দেশের মার্কেটে। এমনকি মুম্বইয়ের জাভেরি বাজারেও তা পাঠান হয় বলে গোয়েন্দারা জানতে পেরেছে । সম্প্রতি ডিরেক্টরেট অব্ রেভিনিউ ইন্টেলিজেন্স, কাস্টমস, কলকাতা পুলিশের তদন্তে এমন তথ্যই সামনে আসছে। অনেক ক্ষেত্রে BSF-এর নজর এড়িয়ে কোনও ভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচার করে পাঠান হচ্ছে কলকাতায় ।

ভারতীয় স্মাগলার কুরিয়াররা তা পৌঁছে দিচ্ছে কলকাতায় । কখনো আবার বাংলাদেশ থেকে তা সরাসরি পৌঁছে যাচ্ছে এ দেশে । অনেকে বৈধ কাগজপত্র নিয়েই ঢুকছে ভারতে । আজ গেদে সীমান্ত দিয়ে ঢোকা বাংলাদেশী স্মাগলার সোহেল রানা বৈধ কাগজপত্র ছাড়া ঢুকেছিল কিনা, সে তথ‍্য অবশ্য এখনই দিতে চাইছে না কলকাতা পুলিশের STF । ওই ব্যক্তি ট্রেনে করে চলে আসে শিয়ালদা । সেখান থেকে সোজা বড়বাজার । তার সঙ্গে থাকা সোনা বড় বাজারের সোনা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয় । বিনিময় হয় ডলারে । তার কাছে উদ্ধার হয়েছে 32,500 ডলার । উদ্ধার হয়েছে 11,732 বাংলাদেশি টাকা ৷

গোয়েন্দা সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বড়বাজারে কার কাছে ওই সোনা বিক্রি করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ । গোয়েন্দারা মনে করছে, সোনার পেমেন্ট টাকায় নেওয়া হলে তার আয়তন অনেক বেশি হয়ে যাবে । সেই কারণেই ডলারে নেওয়া হচ্ছে বিনিময় । যাতে একটা ব্যাগেই সেই টাকা নিয়ে সীমান্ত পার হয়ে যাওয়া যায়।

Intro:কলকাতা, 3 জানুয়ারি: সোনা স্মাগলিংয়ের বিনিময় মূল্য হয়ে উঠেছে ডলার। আজ কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের স্পেশাল ট্রান্সপোর্ট পর্দা ফাঁস করল চক্রের। ওই স্মাগলার আজই গেদে সীমান্ত দিয়ে ঢোকে ভারতে। সেখান থেকে কলকাতায়। বড়বাজারে বিক্রি করে সোনা। তারপর আজই বাংলাদেশে ফিরে যাওয়ার মতলব ছিল তার। তার আগেই কীর্তিমান বাংলাদেশের সেই স্মাগলার ধরা পড়ে গেল গোয়েন্দাদের জালে। তার কাছে উদ্ধার হয়েছে প্রচুর ডলার। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে।



Body:সোনা আমদানির ওপর জিএসটি বাড়ার পর বেড়েছে প্রবণতা। বাংলাদেশ বা নেপাল দিয়ে ব্যাপকহারে স্মাগলিং হচ্ছে সোনা। সেই সোনা নানাভা
বে পৌঁছে যাচ্ছে মূলত বড়বাজারে। তারপর তা ছড়িয়ে পড়ছে দেশের মার্কেটে। এমনকি মুম্বাইয়ের জাভেরি বাজারেও। সম্প্রতি ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স, কাস্টমস, কলকাতা পুলিশের ধরপাকড়ে এমন তথ্যই সামনে আসছে। অনেক ক্ষেত্রে বিএসএফের নজর এড়িয়ে কোনো ভাবে বাংলাদেশ সীমান্ত তোকে সোনা ঢুকিয়ে ।থরদেওয়া হচ্ছে ভারতে, তারপর ভারতীয় ক‍্যারিয়াররা তা পৌঁছে দিচ্ছে কলকাতায়। কখনো আবার বাংলাদেশ মাগুরা সরাসরি পৌঁছে যাচ্ছে এ দেশে। বৈধ কাগজপত্র নিয়েই তারা ঢুকছে ভারতে। তবে অবৈধভাবেও যে ঢুকছেন না, একথাও জোর দিয়ে বলছেন না গোয়েন্দারা। আজ গেদে সীমান্ত দিয়ে ঢোকা বাংলাদেশী স্মাগলার সোহেল রানা বৈধ কাগজপত্র ছাড়া ঢুকেছিল কিনা, সে তথ‍্য অবশ্য এখনই দিতে চাইছে না কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স। তবে 40 বছরের ওই ব্যক্তি ট্রেনে করে চলে আসে শিয়ালদহ। সেখান থেকে সোজা বড়বাজার। তার সঙ্গে থাকা সোনা বড় বাজারের সোনা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। বিনিময় হয় ডলারে। তার কাছে উদ্ধার হয়েছে 32,500 ইউ এস ডলার। উদ্ধার হয়েছে 11 হাজার 732 বাংলাদেশি টাকা।


Conclusion:গোয়েন্দা সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বড় বাজারে কার কাছে ওই সোনা বিক্রি করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ওই ব্যক্তি কতটা সোনা নিয়ে এদেশে ঢুকেছিল তা জানার চেষ্টা চলছে না। গোয়েন্দারা মনে করছে, সোনার পেমেন্ট টাকায় নেওয়া হলে তার আয়তন অনেক বেশি হয়ে যাবে। সেই কারণেই ডলারে নেওয়া হচ্ছে পেমেন্ট। যাতে একটা ব্যাগেই সেই টাকা নিয়ে সীমান্ত পার হয়ে যাওয়া যায়।
Last Updated : Jan 4, 2020, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.