ETV Bharat / jagte-raho

দিল্লিতে পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে উদ্ধার আড়াই কোটির সোনা

NJP এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা । অভিযান চলাকালীন সন্দেহ হওয়ায় একটি বাস থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার হয় সোনা ।

Siliguri
Siliguri
author img

By

Published : Jul 16, 2020, 2:17 PM IST

শিলিগুড়ি, 16 জুলাই: দিল্লিতে পাচারের আগেই উদ্ধার হল প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সোনা । কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের তৎপরতায় বানচাল হল সোনা পাচারের ছক । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে 20 তারিখ পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

গতকাল NJP এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা । অভিযান চলাকালীন সন্দেহ হওয়ায় একটি বাস থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। সেই সময় দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 4 কেজি 980 গ্রাম সোনা।

ধৃতদের মধ্যে একজন হল নভনীত সোনি । সে দিল্লির বাসিন্দা । আর একজন হল উত্তরপ্রদেশের আশিস গুপ্তা ।

এই বিষয়ে DRI-এর আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, বিচারক জামিনের আবেদন নাকচ করে 20 তারিখ অবধি জেল হেপাজতের নির্দেশ দেন।

শিলিগুড়ি, 16 জুলাই: দিল্লিতে পাচারের আগেই উদ্ধার হল প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সোনা । কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের তৎপরতায় বানচাল হল সোনা পাচারের ছক । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে 20 তারিখ পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

গতকাল NJP এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা । অভিযান চলাকালীন সন্দেহ হওয়ায় একটি বাস থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। সেই সময় দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 4 কেজি 980 গ্রাম সোনা।

ধৃতদের মধ্যে একজন হল নভনীত সোনি । সে দিল্লির বাসিন্দা । আর একজন হল উত্তরপ্রদেশের আশিস গুপ্তা ।

এই বিষয়ে DRI-এর আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, বিচারক জামিনের আবেদন নাকচ করে 20 তারিখ অবধি জেল হেপাজতের নির্দেশ দেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.