ETV Bharat / jagte-raho

মাথা থেঁতলে টোটো চালককে খুনের অভিযোগ - চালককে খুন করে টোটো নিয়ে পালাল দুষ্কৃতিরা

পাথর দিয়ে মাথা থেঁতলে টোটো চালককে খুনের অভিযোগ । তারপর টোটো নিয়ে পালাল দুষ্কৃতীরা । ডুয়ার্সের বানারহাট থানা এলাকার গয়েরকাটার ঘটনা । তদন্ত শুরু করেছে পুলিশ ।

toto driver murder
চালককে খুন করে টোটো নিয়ে পালাল দুষ্কৃতিরা
author img

By

Published : Jan 2, 2020, 3:35 PM IST

জলপাইগুড়ি, 2 জানুয়ারি : টোটো চালককে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করে টোটো ছিনতাইয়ের অভিযোগ । রাস্তার পাশে নয়নজুলি থেকে টোটো চালক গৌরীশংকর শা (৫২)-এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ডুয়ার্সের বানারহাট থানা এলাকার গয়েরকাটার ঘটনা ।

বৃহস্পতিবার ভোরে গয়েরকাটার আম্বাডিপা এলাকায় নয়নজুলিতে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয় । বানারহাট থানার IC-র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থানে আসে । মৃত টোটো চালক গৌরীশংকর শা-র দেহ ময়নাতদন্তে পাঠানো হয় । মৃতের পরিবারের দাবি, রাতে গৌরীশংকর টোটো নিয়ে বেরিয়েছিল। দুস্কৃতীরা পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের পর টোটো নিয়ে পালিয়ে যায়। এভাবে টোটো ছিনতাইয়ের ঘটনা এই অঞ্চলে আগেও ঘটেছে । স্থানীয় বাসিন্দাদের দাবি, এই বিষয়ে পুলিশকে বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।

দেখুন ভিডিয়ো

পুলিশ জানিয়েছে, কেবলমাত্র টোটো নেওয়ার জন্য খুন কি না তা স্পষ্ট নয়। খুনের পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে বলে সন্দেহ করছে তারা । এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জলপাইগুড়ি, 2 জানুয়ারি : টোটো চালককে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করে টোটো ছিনতাইয়ের অভিযোগ । রাস্তার পাশে নয়নজুলি থেকে টোটো চালক গৌরীশংকর শা (৫২)-এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ডুয়ার্সের বানারহাট থানা এলাকার গয়েরকাটার ঘটনা ।

বৃহস্পতিবার ভোরে গয়েরকাটার আম্বাডিপা এলাকায় নয়নজুলিতে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয় । বানারহাট থানার IC-র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থানে আসে । মৃত টোটো চালক গৌরীশংকর শা-র দেহ ময়নাতদন্তে পাঠানো হয় । মৃতের পরিবারের দাবি, রাতে গৌরীশংকর টোটো নিয়ে বেরিয়েছিল। দুস্কৃতীরা পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের পর টোটো নিয়ে পালিয়ে যায়। এভাবে টোটো ছিনতাইয়ের ঘটনা এই অঞ্চলে আগেও ঘটেছে । স্থানীয় বাসিন্দাদের দাবি, এই বিষয়ে পুলিশকে বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।

দেখুন ভিডিয়ো

পুলিশ জানিয়েছে, কেবলমাত্র টোটো নেওয়ার জন্য খুন কি না তা স্পষ্ট নয়। খুনের পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে বলে সন্দেহ করছে তারা । এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Intro:Body:পাথর দিয়ে মাথা থেতলে খুনের করে টোটো ছিনতাইয়ের অভিযোগ। রাস্তার পাশে নয়নজুলি থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার।ডুয়ার্সের বানারহাট থানা এলাকার গয়েরকাটার ঘটনা।বৃহস্পতিবার ভোরে আম্বাডিপা এলাকায় নয়নজুলিতে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় বানারহাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বানারহাট থানার আই সির নেতৃত্বে পুলিশ বাহিনী।শুরু হয় ঘটনার তদন্ত।মৃতের নাম গৌরী শঙ্কর স্বা(৫২)।তিনি আম্বাডিপা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।মৃতের পরিবারের লোকের দাবি রাতে ঐ ব্যক্তি টোটো নিয়ে বেরিয়েছিল।দুস্কৃতীরা টোটো ভাড়া নিয়ে গিয়ে পাথর দিয়ে মাথা থেতলে খুনের পর টোটো নিয়ে পালিয়ে যায়।
যদিও পুলিশ সুত্রে দাবি, কেবল মাত্র টোটো নেওয়ার জন্য খুন কিনা তা স্পষ্ট নয়,খুনের পিছনে অন্য কোনো কারন থাকতে পারে, ঘটনার তদন্ত চলছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.