ETV Bharat / jagte-raho

খুনের ঘটনা ধামাচাপা দিতে ফের খুন, পুলিশি জেরায় স্বীকার অভিযুক্তদের - তপন থানা

20 জুলাই তপন থানার আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বজ্রাপুকুর এলাকায় রাস্তার পাশের ডোবা থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয় । মৃতের নাম সহদেব সরকার(40) । গঙ্গারামপুর থানার বাসিন্দা ছিলেন । ওই কিশোর, রবীন, তন্ময় ও ভোলা সহদেব সরকার খুনের ঘটনায় জড়িত ছিল বলে পুলিশ জানতে পেরেছে ।

খুনের ঘটনা ধামাচাপা দিতে ফের খুন
খুনের ঘটনা ধামাচাপা দিতে ফের খুন
author img

By

Published : Nov 16, 2020, 4:15 PM IST

গঙ্গারামপুর, 16 নভেম্বর : নয়াবাজারের কিশোর খুনের ঘটনায় তিন অভিযুক্ত গ্রেপ্তার । গতকাল গঙ্গারামপুর থানার পুলিশের হাতে ধরা পড়ে তারা । অভিযুক্তদের নাম রবীন রায়, ভোলা রায় ও তন্ময় রায় । অভিযুক্তদের গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে খুনের ঘটনায় চাঞ্চল্যকর কিছু তথ্য পুলিশের হাতে এসেছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরানো খুনের ঘটনা ধামাচাপা দিতেই এই খুন । অভিযুক্তরা সম্পর্কে মৃত ওই কিশোরের বন্ধু । পুলিশি জেরা শুরু হয়েছে । তাতে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছে ।

20 জুলাই তপন থানার আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বজ্রাপুকুর এলাকায় রাস্তার পাশের ডোবা থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয় । মৃতের নাম সহদেব সরকার(40) । গঙ্গারামপুর থানার বাসিন্দা ছিলেন । ওই কিশোর, রবীন, তন্ময় ও ভোলা সহদেব সরকার খুনের ঘটনায় জড়িত ছিল বলে পুলিশ জানতে পেরেছে । টিঙ্কু পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিল । তা নিয়ে রবীন, তন্ময় ও ভোলার সঙ্গে বচসার সৃষ্টি হয় । তখনই রবীন, তন্ময় ও ভোলা ওই কিশোরকে খুন করে বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক অনুমান, সহদেব সরকারের খুনের ঘটনা জানাজানি যাতে না হয় তাই ওই কিশোরকে খুন করা হয়।

পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "নয়াবাজার কিশোর খুনের ঘটনায় দুই অভিযুক্তকে জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে । এই ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তপনে খুনের ঘটনার সঙ্গে মৃত ওই কিশোর জড়িত ছিল । পুরানো খুনের বিষয়টি ধামাচাপা দিতেই ওই কিশোরকে খুন করা হয় । জেরায় স্বীকার করেছে অভিযুক্তরা । অভিযুক্তরা কী উদ্দেশে অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ।"

গঙ্গারামপুর, 16 নভেম্বর : নয়াবাজারের কিশোর খুনের ঘটনায় তিন অভিযুক্ত গ্রেপ্তার । গতকাল গঙ্গারামপুর থানার পুলিশের হাতে ধরা পড়ে তারা । অভিযুক্তদের নাম রবীন রায়, ভোলা রায় ও তন্ময় রায় । অভিযুক্তদের গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে খুনের ঘটনায় চাঞ্চল্যকর কিছু তথ্য পুলিশের হাতে এসেছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরানো খুনের ঘটনা ধামাচাপা দিতেই এই খুন । অভিযুক্তরা সম্পর্কে মৃত ওই কিশোরের বন্ধু । পুলিশি জেরা শুরু হয়েছে । তাতে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছে ।

20 জুলাই তপন থানার আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বজ্রাপুকুর এলাকায় রাস্তার পাশের ডোবা থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয় । মৃতের নাম সহদেব সরকার(40) । গঙ্গারামপুর থানার বাসিন্দা ছিলেন । ওই কিশোর, রবীন, তন্ময় ও ভোলা সহদেব সরকার খুনের ঘটনায় জড়িত ছিল বলে পুলিশ জানতে পেরেছে । টিঙ্কু পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিল । তা নিয়ে রবীন, তন্ময় ও ভোলার সঙ্গে বচসার সৃষ্টি হয় । তখনই রবীন, তন্ময় ও ভোলা ওই কিশোরকে খুন করে বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক অনুমান, সহদেব সরকারের খুনের ঘটনা জানাজানি যাতে না হয় তাই ওই কিশোরকে খুন করা হয়।

পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "নয়াবাজার কিশোর খুনের ঘটনায় দুই অভিযুক্তকে জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে । এই ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তপনে খুনের ঘটনার সঙ্গে মৃত ওই কিশোর জড়িত ছিল । পুরানো খুনের বিষয়টি ধামাচাপা দিতেই ওই কিশোরকে খুন করা হয় । জেরায় স্বীকার করেছে অভিযুক্তরা । অভিযুক্তরা কী উদ্দেশে অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.