ETV Bharat / international

Cost of Rebuilding Ukraine: যুদ্ধে ধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে খরচ পড়বে 3 লক্ষ কোটিরও বেশি, জানাল বিশ্ব ব্যাংক - Cost of Rebuilding Ukraine

বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের (World Bank) প্রতিবেদনে বলা হয়েছে যে, রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের পুনরুদ্ধার এবং পুনর্গঠনের (Cost of Rebuilding Ukraine) খরচ পরের দশকে 411 বিলিয়ন মার্কিন ডলার হবে ৷

World Bank ETV Bharat
বিশ্বব্যাংক
author img

By

Published : Mar 23, 2023, 12:18 PM IST

ওয়াশিংটন, 23 মার্চ: রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের পুনরুদ্ধার এবং পুনর্গঠনে (Cost of Rebuilding Ukraine) আগামী এক দশকেরও বেশি সময় ধরে 411 বিলিয়ন মার্কিন ডলার খরচ পড়বে ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 3 লক্ষ কোটি টাকারও বেশি ৷ এর মধ্যে শুধুমাত্র যুদ্ধের কারণে হওয়া ধ্বংসস্তুপ পরিষ্কার করার খরচই পড়বে 5 বিলিয়ন মার্কিন ডলার । বুধবার বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে ৷

সেই প্রতিবেদনে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কিছু তথ্যও বিশদে দেওয়া রয়েছে ৷ বলা হয়েছে যে, যুদ্ধে কমপক্ষে 9,655 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এর মধ্যে 461টি শিশু ৷ প্রায় 2 মিলিয়ন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পাঁচটি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে একটির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 650টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা লুট করা হয়েছে ।

সর্বোপরি বিশ্বব্যাংক এ পর্যন্ত বহুতল এবং পরিকাঠামোর প্রত্যক্ষ ক্ষতির জন্য খরচ 135 বিলিয়ন মার্কিন ডলার হবে বলে মনে করছে ৷ তবে বিস্তৃত ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি এখনও গণনা করা হয়নি । ইউক্রেনীয় বাহিনী পরাক্রমের সঙ্গে প্রতিরক্ষা না করলে ক্ষতি আরও বেশি হত বলে জানিয়েছে বিশ্বব্যাংক ৷ ইউরোপ ও মধ্য এশিয়ার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আনা বজেরদে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এ কথা উল্লেখ করেছেন । তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ডোনেটস্ক, খারকিভ, লুহানস্ক এবং খেরসনে ৷

বিশ্বব্যাংক বলেছে, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের 15 বছরের অর্থনৈতিক অগ্রগতিকে নষ্ট করেছে, ইউক্রেনের জিডিপি 29% হ্রাস পেয়েছে এবং 1.7 মিলিয়ন ইউক্রেনীয়কে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে । মূল্যায়নটি ইউক্রেন সরকার, বিশ্বব্যাংক গ্রুপ, ইউরোপীয় কমিশন এবং রাষ্ট্রসংঘ দ্বারা পরিচালিত হয়েছে ।

আরও পড়ুন: ইউক্রেনে ছেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, দোয়া করে দিন কাটাচ্ছেন বাবা-মা

ইউক্রেনে চলমান পুনরুদ্ধারের প্রচেষ্টাকে দিশা দেওয়ার জন্যই এই মূল্যায়ন করা হয়েছে ৷ প্রতিবেদনে বলা হয়েছে যে, বোমা পড়তে থাকলেও এবং যুদ্ধ চলতে থাকলেও ইউক্রেনের সরকারি ও বেসরকারি কাজকর্ম এবং পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল ৷ পুনর্নির্মাণ স্থগিত করলে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সাংঘাতিক সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হত ইউক্রেনবাসীকে ।

শীতকালে বৈদ্যুতিক গ্রিড এবং অন্যান্য শক্তি কেন্দ্রগুলিতে রাশিয়া টার্গেট করায় সম্প্রতি ইউক্রেনের শক্তি ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে । গত গ্রীষ্মের তুলনায় জ্বালানি খাতের মোট ক্ষতি এখন পাঁচ গুণ বেশি বলে জানিয়েছে বিশ্বব্যাংক । যুদ্ধ ইউক্রেনের শিক্ষা ক্ষেত্রেও বড়সড় প্রভাব ফেলেছে ৷ তাই দীর্ঘ মেয়াদে কর্মকর্তারা ইউক্রেনের অর্থনীতিতে ট্রিলিয়ন ডলারের খরচ অনুমান করেছেন ৷ যুদ্ধের কারণে 2 মিলিয়নেরও বেশি শিশু দেশ ছেড়ে পালিয়েছে বলে অনুমান করা হয়েছে ।

ওয়াশিংটন, 23 মার্চ: রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের পুনরুদ্ধার এবং পুনর্গঠনে (Cost of Rebuilding Ukraine) আগামী এক দশকেরও বেশি সময় ধরে 411 বিলিয়ন মার্কিন ডলার খরচ পড়বে ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 3 লক্ষ কোটি টাকারও বেশি ৷ এর মধ্যে শুধুমাত্র যুদ্ধের কারণে হওয়া ধ্বংসস্তুপ পরিষ্কার করার খরচই পড়বে 5 বিলিয়ন মার্কিন ডলার । বুধবার বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে ৷

সেই প্রতিবেদনে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কিছু তথ্যও বিশদে দেওয়া রয়েছে ৷ বলা হয়েছে যে, যুদ্ধে কমপক্ষে 9,655 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এর মধ্যে 461টি শিশু ৷ প্রায় 2 মিলিয়ন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পাঁচটি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে একটির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 650টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা লুট করা হয়েছে ।

সর্বোপরি বিশ্বব্যাংক এ পর্যন্ত বহুতল এবং পরিকাঠামোর প্রত্যক্ষ ক্ষতির জন্য খরচ 135 বিলিয়ন মার্কিন ডলার হবে বলে মনে করছে ৷ তবে বিস্তৃত ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি এখনও গণনা করা হয়নি । ইউক্রেনীয় বাহিনী পরাক্রমের সঙ্গে প্রতিরক্ষা না করলে ক্ষতি আরও বেশি হত বলে জানিয়েছে বিশ্বব্যাংক ৷ ইউরোপ ও মধ্য এশিয়ার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আনা বজেরদে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এ কথা উল্লেখ করেছেন । তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ডোনেটস্ক, খারকিভ, লুহানস্ক এবং খেরসনে ৷

বিশ্বব্যাংক বলেছে, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের 15 বছরের অর্থনৈতিক অগ্রগতিকে নষ্ট করেছে, ইউক্রেনের জিডিপি 29% হ্রাস পেয়েছে এবং 1.7 মিলিয়ন ইউক্রেনীয়কে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে । মূল্যায়নটি ইউক্রেন সরকার, বিশ্বব্যাংক গ্রুপ, ইউরোপীয় কমিশন এবং রাষ্ট্রসংঘ দ্বারা পরিচালিত হয়েছে ।

আরও পড়ুন: ইউক্রেনে ছেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, দোয়া করে দিন কাটাচ্ছেন বাবা-মা

ইউক্রেনে চলমান পুনরুদ্ধারের প্রচেষ্টাকে দিশা দেওয়ার জন্যই এই মূল্যায়ন করা হয়েছে ৷ প্রতিবেদনে বলা হয়েছে যে, বোমা পড়তে থাকলেও এবং যুদ্ধ চলতে থাকলেও ইউক্রেনের সরকারি ও বেসরকারি কাজকর্ম এবং পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল ৷ পুনর্নির্মাণ স্থগিত করলে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সাংঘাতিক সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হত ইউক্রেনবাসীকে ।

শীতকালে বৈদ্যুতিক গ্রিড এবং অন্যান্য শক্তি কেন্দ্রগুলিতে রাশিয়া টার্গেট করায় সম্প্রতি ইউক্রেনের শক্তি ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে । গত গ্রীষ্মের তুলনায় জ্বালানি খাতের মোট ক্ষতি এখন পাঁচ গুণ বেশি বলে জানিয়েছে বিশ্বব্যাংক । যুদ্ধ ইউক্রেনের শিক্ষা ক্ষেত্রেও বড়সড় প্রভাব ফেলেছে ৷ তাই দীর্ঘ মেয়াদে কর্মকর্তারা ইউক্রেনের অর্থনীতিতে ট্রিলিয়ন ডলারের খরচ অনুমান করেছেন ৷ যুদ্ধের কারণে 2 মিলিয়নেরও বেশি শিশু দেশ ছেড়ে পালিয়েছে বলে অনুমান করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.