ওয়াশিংটন, 23 মার্চ: রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের পুনরুদ্ধার এবং পুনর্গঠনে (Cost of Rebuilding Ukraine) আগামী এক দশকেরও বেশি সময় ধরে 411 বিলিয়ন মার্কিন ডলার খরচ পড়বে ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 3 লক্ষ কোটি টাকারও বেশি ৷ এর মধ্যে শুধুমাত্র যুদ্ধের কারণে হওয়া ধ্বংসস্তুপ পরিষ্কার করার খরচই পড়বে 5 বিলিয়ন মার্কিন ডলার । বুধবার বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে ৷
সেই প্রতিবেদনে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কিছু তথ্যও বিশদে দেওয়া রয়েছে ৷ বলা হয়েছে যে, যুদ্ধে কমপক্ষে 9,655 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এর মধ্যে 461টি শিশু ৷ প্রায় 2 মিলিয়ন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পাঁচটি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে একটির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 650টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা লুট করা হয়েছে ।
সর্বোপরি বিশ্বব্যাংক এ পর্যন্ত বহুতল এবং পরিকাঠামোর প্রত্যক্ষ ক্ষতির জন্য খরচ 135 বিলিয়ন মার্কিন ডলার হবে বলে মনে করছে ৷ তবে বিস্তৃত ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি এখনও গণনা করা হয়নি । ইউক্রেনীয় বাহিনী পরাক্রমের সঙ্গে প্রতিরক্ষা না করলে ক্ষতি আরও বেশি হত বলে জানিয়েছে বিশ্বব্যাংক ৷ ইউরোপ ও মধ্য এশিয়ার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আনা বজেরদে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এ কথা উল্লেখ করেছেন । তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ডোনেটস্ক, খারকিভ, লুহানস্ক এবং খেরসনে ৷
বিশ্বব্যাংক বলেছে, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের 15 বছরের অর্থনৈতিক অগ্রগতিকে নষ্ট করেছে, ইউক্রেনের জিডিপি 29% হ্রাস পেয়েছে এবং 1.7 মিলিয়ন ইউক্রেনীয়কে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে । মূল্যায়নটি ইউক্রেন সরকার, বিশ্বব্যাংক গ্রুপ, ইউরোপীয় কমিশন এবং রাষ্ট্রসংঘ দ্বারা পরিচালিত হয়েছে ।
আরও পড়ুন: ইউক্রেনে ছেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, দোয়া করে দিন কাটাচ্ছেন বাবা-মা
ইউক্রেনে চলমান পুনরুদ্ধারের প্রচেষ্টাকে দিশা দেওয়ার জন্যই এই মূল্যায়ন করা হয়েছে ৷ প্রতিবেদনে বলা হয়েছে যে, বোমা পড়তে থাকলেও এবং যুদ্ধ চলতে থাকলেও ইউক্রেনের সরকারি ও বেসরকারি কাজকর্ম এবং পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল ৷ পুনর্নির্মাণ স্থগিত করলে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সাংঘাতিক সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হত ইউক্রেনবাসীকে ।
শীতকালে বৈদ্যুতিক গ্রিড এবং অন্যান্য শক্তি কেন্দ্রগুলিতে রাশিয়া টার্গেট করায় সম্প্রতি ইউক্রেনের শক্তি ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে । গত গ্রীষ্মের তুলনায় জ্বালানি খাতের মোট ক্ষতি এখন পাঁচ গুণ বেশি বলে জানিয়েছে বিশ্বব্যাংক । যুদ্ধ ইউক্রেনের শিক্ষা ক্ষেত্রেও বড়সড় প্রভাব ফেলেছে ৷ তাই দীর্ঘ মেয়াদে কর্মকর্তারা ইউক্রেনের অর্থনীতিতে ট্রিলিয়ন ডলারের খরচ অনুমান করেছেন ৷ যুদ্ধের কারণে 2 মিলিয়নেরও বেশি শিশু দেশ ছেড়ে পালিয়েছে বলে অনুমান করা হয়েছে ।