মিশিগান (আমেরিকা), 21 সেপ্টেম্বর: আপেল থুড়ি অ্যাপেল কতটা দামি ? হ্য়াঁ, ওই অ্যাপেল কোম্পানির মোবাইল বা স্মার্টওয়াচ এতটাই মহার্য যে তা রক্ষার জন্য তাঁর মালিক পারেন না, এমন কোনও কাজ নেই ৷ সেটাই প্রমাণ করে দিলেন এক মহিলা ৷ অ্যাপেল হাতঘড়ির জন্য় কার্যত জীবন খোয়াতে বসেছিলেন ৷ শেষমেশ পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন তিনি।
কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই শৌচাগারের নীচে নেমে পড়েছিলেন ওই মহিলা ! সৌজন্যে তাঁর আপেল অর্থাৎ অ্যাপেলের হাতঘড়ি ৷ সেই বহুমূল্যবান ঘড়িটি উদ্ধার করতে গিয়ে আটকে গিয়েছিলেন ৷ পরে তাঁকে শৌচাগারের নীচ থেকে বের করে আনে পুলিশ ৷ মঙ্গলবার এমন আজব ঘটনা ঘটেছে মার্কিন মুলুকের উত্তর মিশিগানে ৷
![ETV Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-09-2023/19566737_wb_apple.jpg)
বুধবার পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, ওটশেগো কাউন্টিসের বাগলে টাউনশিপের ডিক্সন লেকে ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস বোট লঞ্চের একটি শৌচাগারে গিয়েছিলেন ওই মহিলা ৷ সেখানে কোমোডের মধ্যেই তাঁর হাতঘড়িটি পড়ে যায় ৷ সেটি অ্যাপল কোম্পানির ৷ এরপর ওই ঘড়ি উদ্ধার করতে গিয়ে এই ধুন্ধুমার কাণ্ড বাধে ৷ যদিও ওই মহিলার নাম প্রকাশ করেনি পুলিশ ৷
আচমকা ওই শৌচালয় থেকে মহিলার চিৎকার শুনে ছুটে যায় পুলিশ ৷ মহিলা সাহায্য চাইছিলেন ৷ মিশিগান স্টেট পুলিশের মুখপাত্র ডেট্রয়েট ফ্রি প্রেসের উদ্ধৃতি উল্লেখ করে বলেন, "তিনি একেবারে নোংরার মধ্যে ডুবে গিয়েছিলেন ৷" ওই মুখপাত্র জানিয়েছেন, শেষমেশ মহিলা তাঁর ঘড়িটি বের করতে পেরেছেন ৷ তাছাড়া সৌভাগ্যক্রমে তিনি আহতও হননি ৷
এই ঘটনার পর সতর্কবার্তা দিতে পুলিশ একটি বিবৃতি প্রকাশ করে ৷ সেখানে জানানো হয়েছে, বাইরের কোনও শৌচাগারে কারও কোনও জিনিস হারিয়ে যেতে পারে ৷ তার জন্য বিষাক্ত জায়গায় নামার চেষ্টা করবেন না ৷ এতে গুরুতরভাবে আহত হওয়ার আশঙ্কা থেকে যায় ৷ প্রাণহানিও হতে পারে। যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে, সেটি ডেট্রয়েটের উত্তর-পশ্চিমে 240 মাইল দূরে অবস্থিত ৷ মিশিগান পুলিশ এই ঘটনার ছবিও প্রকাশ করেছে ৷ তাতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মীরা শৌচাগারের নীচে আটকে থাকা মহিলার সঙ্গে কথা বলছেন ৷