ETV Bharat / international

Apple Watch Dropped into Toilet: কমোডে পড়ল অ্যাপেলের স্মার্টওয়াচ, খুঁজতে কী করলেন মহিলা ! - অ্যাপেলের স্মার্টওয়াচ

অনেকেই মনে করেন, অ্যাপেলের মোবাইল থেকে শুরু করে স্মার্ট ওয়াচের জন্য মানুষ নিজের জীবনও বাজি রাখতে পারে ৷ তেমনটাই ঘটল আমেরিকার মিশিগানে ৷

ETV Bharat
অ্যাপেলের হাতঘড়ি খুঁজতে শৌচাগারের নীচে নামলেন মহিলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 8:23 AM IST

Updated : Sep 21, 2023, 8:42 AM IST

মিশিগান (আমেরিকা), 21 সেপ্টেম্বর: আপেল থুড়ি অ্যাপেল কতটা দামি ? হ্য়াঁ, ওই অ্যাপেল কোম্পানির মোবাইল বা স্মার্টওয়াচ এতটাই মহার্য যে তা রক্ষার জন্য তাঁর মালিক পারেন না, এমন কোনও কাজ নেই ৷ সেটাই প্রমাণ করে দিলেন এক মহিলা ৷ অ্যাপেল হাতঘড়ির জন্য় কার্যত জীবন খোয়াতে বসেছিলেন ৷ শেষমেশ পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন তিনি।

কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই শৌচাগারের নীচে নেমে পড়েছিলেন ওই মহিলা ! সৌজন্যে তাঁর আপেল অর্থাৎ অ্যাপেলের হাতঘড়ি ৷ সেই বহুমূল্যবান ঘড়িটি উদ্ধার করতে গিয়ে আটকে গিয়েছিলেন ৷ পরে তাঁকে শৌচাগারের নীচ থেকে বের করে আনে পুলিশ ৷ মঙ্গলবার এমন আজব ঘটনা ঘটেছে মার্কিন মুলুকের উত্তর মিশিগানে ৷

ETV Bharat
অ্যাপেলের স্মার্টওয়াচ খুঁজতে কমোডের নীচে আটকে থাকা মহিলার সঙ্গে কথা বলছেন পুলিশ

বুধবার পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, ওটশেগো কাউন্টিসের বাগলে টাউনশিপের ডিক্সন লেকে ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস বোট লঞ্চের একটি শৌচাগারে গিয়েছিলেন ওই মহিলা ৷ সেখানে কোমোডের মধ্যেই তাঁর হাতঘড়িটি পড়ে যায় ৷ সেটি অ্যাপল কোম্পানির ৷ এরপর ওই ঘড়ি উদ্ধার করতে গিয়ে এই ধুন্ধুমার কাণ্ড বাধে ৷ যদিও ওই মহিলার নাম প্রকাশ করেনি পুলিশ ৷

আচমকা ওই শৌচালয় থেকে মহিলার চিৎকার শুনে ছুটে যায় পুলিশ ৷ মহিলা সাহায্য চাইছিলেন ৷ মিশিগান স্টেট পুলিশের মুখপাত্র ডেট্রয়েট ফ্রি প্রেসের উদ্ধৃতি উল্লেখ করে বলেন, "তিনি একেবারে নোংরার মধ্যে ডুবে গিয়েছিলেন ৷" ওই মুখপাত্র জানিয়েছেন, শেষমেশ মহিলা তাঁর ঘড়িটি বের করতে পেরেছেন ৷ তাছাড়া সৌভাগ্যক্রমে তিনি আহতও হননি ৷

এই ঘটনার পর সতর্কবার্তা দিতে পুলিশ একটি বিবৃতি প্রকাশ করে ৷ সেখানে জানানো হয়েছে, বাইরের কোনও শৌচাগারে কারও কোনও জিনিস হারিয়ে যেতে পারে ৷ তার জন্য বিষাক্ত জায়গায় নামার চেষ্টা করবেন না ৷ এতে গুরুতরভাবে আহত হওয়ার আশঙ্কা থেকে যায় ৷ প্রাণহানিও হতে পারে। যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে, সেটি ডেট্রয়েটের উত্তর-পশ্চিমে 240 মাইল দূরে অবস্থিত ৷ মিশিগান পুলিশ এই ঘটনার ছবিও প্রকাশ করেছে ৷ তাতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মীরা শৌচাগারের নীচে আটকে থাকা মহিলার সঙ্গে কথা বলছেন ৷

আরও পড়ুন: প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপ লঞ্চ করল অ্যাপেল

মিশিগান (আমেরিকা), 21 সেপ্টেম্বর: আপেল থুড়ি অ্যাপেল কতটা দামি ? হ্য়াঁ, ওই অ্যাপেল কোম্পানির মোবাইল বা স্মার্টওয়াচ এতটাই মহার্য যে তা রক্ষার জন্য তাঁর মালিক পারেন না, এমন কোনও কাজ নেই ৷ সেটাই প্রমাণ করে দিলেন এক মহিলা ৷ অ্যাপেল হাতঘড়ির জন্য় কার্যত জীবন খোয়াতে বসেছিলেন ৷ শেষমেশ পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন তিনি।

কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই শৌচাগারের নীচে নেমে পড়েছিলেন ওই মহিলা ! সৌজন্যে তাঁর আপেল অর্থাৎ অ্যাপেলের হাতঘড়ি ৷ সেই বহুমূল্যবান ঘড়িটি উদ্ধার করতে গিয়ে আটকে গিয়েছিলেন ৷ পরে তাঁকে শৌচাগারের নীচ থেকে বের করে আনে পুলিশ ৷ মঙ্গলবার এমন আজব ঘটনা ঘটেছে মার্কিন মুলুকের উত্তর মিশিগানে ৷

ETV Bharat
অ্যাপেলের স্মার্টওয়াচ খুঁজতে কমোডের নীচে আটকে থাকা মহিলার সঙ্গে কথা বলছেন পুলিশ

বুধবার পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, ওটশেগো কাউন্টিসের বাগলে টাউনশিপের ডিক্সন লেকে ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস বোট লঞ্চের একটি শৌচাগারে গিয়েছিলেন ওই মহিলা ৷ সেখানে কোমোডের মধ্যেই তাঁর হাতঘড়িটি পড়ে যায় ৷ সেটি অ্যাপল কোম্পানির ৷ এরপর ওই ঘড়ি উদ্ধার করতে গিয়ে এই ধুন্ধুমার কাণ্ড বাধে ৷ যদিও ওই মহিলার নাম প্রকাশ করেনি পুলিশ ৷

আচমকা ওই শৌচালয় থেকে মহিলার চিৎকার শুনে ছুটে যায় পুলিশ ৷ মহিলা সাহায্য চাইছিলেন ৷ মিশিগান স্টেট পুলিশের মুখপাত্র ডেট্রয়েট ফ্রি প্রেসের উদ্ধৃতি উল্লেখ করে বলেন, "তিনি একেবারে নোংরার মধ্যে ডুবে গিয়েছিলেন ৷" ওই মুখপাত্র জানিয়েছেন, শেষমেশ মহিলা তাঁর ঘড়িটি বের করতে পেরেছেন ৷ তাছাড়া সৌভাগ্যক্রমে তিনি আহতও হননি ৷

এই ঘটনার পর সতর্কবার্তা দিতে পুলিশ একটি বিবৃতি প্রকাশ করে ৷ সেখানে জানানো হয়েছে, বাইরের কোনও শৌচাগারে কারও কোনও জিনিস হারিয়ে যেতে পারে ৷ তার জন্য বিষাক্ত জায়গায় নামার চেষ্টা করবেন না ৷ এতে গুরুতরভাবে আহত হওয়ার আশঙ্কা থেকে যায় ৷ প্রাণহানিও হতে পারে। যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে, সেটি ডেট্রয়েটের উত্তর-পশ্চিমে 240 মাইল দূরে অবস্থিত ৷ মিশিগান পুলিশ এই ঘটনার ছবিও প্রকাশ করেছে ৷ তাতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মীরা শৌচাগারের নীচে আটকে থাকা মহিলার সঙ্গে কথা বলছেন ৷

আরও পড়ুন: প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপ লঞ্চ করল অ্যাপেল

Last Updated : Sep 21, 2023, 8:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.