ETV Bharat / international

বেজিংয়ের হাসপাতালে 'অজানা নিউমোনিয়ায়' আক্রান্ত শিশুদের ভিড় ! চিনের কাছে রিপোর্ট চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা - অজানা নিউমোনিয়া

Undiagnosed Pneumonia Alarm over Mysterious Influenza in China: চিনে অজানা রোগে আক্রান্ত একের পর এক শিশু ৷ হাসপাতালে অসুস্থ শিশুদের ভিড় উপচে পড়ছে ৷ চিনের কাছে এই রোগ নিয়ে জানতে চাইল বিশ্ব স্বাস্থ্য় সংস্থা ৷

ETV Bharat
চিনে অজানা সংক্রমণে অসুস্থ বহু শিশু
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 8:44 AM IST

Updated : Nov 23, 2023, 9:57 AM IST

বেজিং, 23 নভেম্বর: রহস্যজনকভাবে দ্রুত অসুস্থ হয়ে পড়ছে চিনের একের পর এক শিশু ৷ ইনফ্লুয়েঞ্জার মতো এই রোগটি ঠিক কী, তা শনাক্ত করা সম্ভব হয়নি ৷ তবে প্রোমেড নামের একটি রোগ বিশেষজ্ঞ নজরদারি সংস্থা একে 'অজানা নিউমোনিয়া' বলেই উল্লেখ করেছে ৷ চিনের বেজিংয়ে শিশুদের হাসপাতালগুলি এই অজানা সংক্রমণের রোগীতে ভর্তি হয়ে গিয়েছে ৷

জানা গিয়েছে, এই কারণে বহু স্কুল বন্ধ রাখা হয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই অজানা রোগের বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে ৷ হু চিনের কাছে এই অজানা ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণের বিষয়ে রিপোর্ট তলব করেছে ৷ সংবাদমাধ্যমেও ইনফ্লুয়েঞ্জার মতো অজানা রোগে শিশুদের আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে ৷

  • 21) the WHO has made an official request to China for more data on the unknown pneumonia outbreak. But while their post is vague, the WHO summary is clearly worried to make their demand to China 🇨🇳 public. It suggest the situation of my thread 🧵 above is very real… https://t.co/oDc5J21jTQ

    — Eric Feigl-Ding (@DrEricDing) November 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাতে জানা গিয়েছে, শিশুরা শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ছে ৷ 12 নভেম্বর চিনের ন্যাশনাল হেলথ কমিশন সাংবাদিক বৈঠকে দেশে বাড়তে থাকা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে ৷ এনএইচসি মনে করছে, কোভিড-19 সংক্রমণের সময় জীবন অনেক নিয়ন্ত্রিত ছিল ৷ নানাবিধ প্রোটোকল মেনে চলতে হত ৷ এখন সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত ৷ সেই নিয়মগুলিও মানা হয় না ৷ সেই জন্যে এই শ্বাসকষ্টজনিত সমস্যা ফিরে এসেছে ৷

প্রোমেড নামের একটি সংস্থা বিশ্বে বিভিন্ন সংক্রমণের উপর নজরদারি চালায় ৷ এই সংস্থাটি শিশুদের মধ্যে এই রোগটিকে 'অজানা নিউমোনিয়া' বলে উল্লেখ করেছে ৷ বিশ্বে করোনা অতিমারি আকার ধারণ করার আগে 2019 সালের ডিসেম্বরে প্রোমেড সার্ক-কোভ-2 বিষয়ে সতর্ক করেছিল ৷ তাইওয়ানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেজিং এবং লিয়াওনিংগে হাসপাতালগুলিতে অজানা নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে ৷ এপিডেমিওলজিস্ট এরিক ফিগল ডিনহ হাসপাতাল থেকে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছে ৷

প্রোমেড-এর রিপোর্ট অনুযায়ী, শিশুদের জ্বর হচ্ছে এবং শরীরের তাপমাত্রা অনেকটাই বেশি থাকছে ৷ এর সঙ্গে শ্বাস নেওয়া ও ছাড়ার অসুবিধে দেখা দিচ্ছে ৷ চিনের চিরাচরিত পদ্ধতিতে চিকিৎসা হয় এমন হাসপাতালগুলিতেও শিশুদের দীর্ঘ লাইন চোখে পড়ছে ৷ পরিস্থিতি এমনই যে, অনেক জায়গায় রোগীদের বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ৷ কয়েকজন প্রাপ্তবয়স্কও এই 'অজানা নিউমোনিয়া' রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর ৷ প্রোমেড তাদের রিপোর্টে জানিয়েছে, "অজানা কারণে শ্বাসকষ্টজনিত অসুস্থতা ছড়িয়ে পড়ছে ৷ ঠিক কবে এই রোগের প্রাদুর্ভাব হয়েছে, তা জানা যায়নি ৷ তবে এত তাড়াতাড়ি এভাবে শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে, এটা অস্বাভাবিক ৷"

আরও পড়ুন:

  1. করোনার নয়া প্রাণঘাতী প্রজাতির সন্ধান, হাজার হাজার বিড়ালের মৃত্যু!
  2. ভয় ধরাচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট, ব্রিটেনে দ্রুত ছড়াচ্ছে ‘এরিস’
  3. করোনার 'আঁতুড়ঘর' চিনের উহান ল্যাব, সিলমোহর হু প্রধানের

বেজিং, 23 নভেম্বর: রহস্যজনকভাবে দ্রুত অসুস্থ হয়ে পড়ছে চিনের একের পর এক শিশু ৷ ইনফ্লুয়েঞ্জার মতো এই রোগটি ঠিক কী, তা শনাক্ত করা সম্ভব হয়নি ৷ তবে প্রোমেড নামের একটি রোগ বিশেষজ্ঞ নজরদারি সংস্থা একে 'অজানা নিউমোনিয়া' বলেই উল্লেখ করেছে ৷ চিনের বেজিংয়ে শিশুদের হাসপাতালগুলি এই অজানা সংক্রমণের রোগীতে ভর্তি হয়ে গিয়েছে ৷

জানা গিয়েছে, এই কারণে বহু স্কুল বন্ধ রাখা হয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই অজানা রোগের বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে ৷ হু চিনের কাছে এই অজানা ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণের বিষয়ে রিপোর্ট তলব করেছে ৷ সংবাদমাধ্যমেও ইনফ্লুয়েঞ্জার মতো অজানা রোগে শিশুদের আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে ৷

  • 21) the WHO has made an official request to China for more data on the unknown pneumonia outbreak. But while their post is vague, the WHO summary is clearly worried to make their demand to China 🇨🇳 public. It suggest the situation of my thread 🧵 above is very real… https://t.co/oDc5J21jTQ

    — Eric Feigl-Ding (@DrEricDing) November 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাতে জানা গিয়েছে, শিশুরা শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ছে ৷ 12 নভেম্বর চিনের ন্যাশনাল হেলথ কমিশন সাংবাদিক বৈঠকে দেশে বাড়তে থাকা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে ৷ এনএইচসি মনে করছে, কোভিড-19 সংক্রমণের সময় জীবন অনেক নিয়ন্ত্রিত ছিল ৷ নানাবিধ প্রোটোকল মেনে চলতে হত ৷ এখন সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত ৷ সেই নিয়মগুলিও মানা হয় না ৷ সেই জন্যে এই শ্বাসকষ্টজনিত সমস্যা ফিরে এসেছে ৷

প্রোমেড নামের একটি সংস্থা বিশ্বে বিভিন্ন সংক্রমণের উপর নজরদারি চালায় ৷ এই সংস্থাটি শিশুদের মধ্যে এই রোগটিকে 'অজানা নিউমোনিয়া' বলে উল্লেখ করেছে ৷ বিশ্বে করোনা অতিমারি আকার ধারণ করার আগে 2019 সালের ডিসেম্বরে প্রোমেড সার্ক-কোভ-2 বিষয়ে সতর্ক করেছিল ৷ তাইওয়ানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেজিং এবং লিয়াওনিংগে হাসপাতালগুলিতে অজানা নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে ৷ এপিডেমিওলজিস্ট এরিক ফিগল ডিনহ হাসপাতাল থেকে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছে ৷

প্রোমেড-এর রিপোর্ট অনুযায়ী, শিশুদের জ্বর হচ্ছে এবং শরীরের তাপমাত্রা অনেকটাই বেশি থাকছে ৷ এর সঙ্গে শ্বাস নেওয়া ও ছাড়ার অসুবিধে দেখা দিচ্ছে ৷ চিনের চিরাচরিত পদ্ধতিতে চিকিৎসা হয় এমন হাসপাতালগুলিতেও শিশুদের দীর্ঘ লাইন চোখে পড়ছে ৷ পরিস্থিতি এমনই যে, অনেক জায়গায় রোগীদের বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ৷ কয়েকজন প্রাপ্তবয়স্কও এই 'অজানা নিউমোনিয়া' রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর ৷ প্রোমেড তাদের রিপোর্টে জানিয়েছে, "অজানা কারণে শ্বাসকষ্টজনিত অসুস্থতা ছড়িয়ে পড়ছে ৷ ঠিক কবে এই রোগের প্রাদুর্ভাব হয়েছে, তা জানা যায়নি ৷ তবে এত তাড়াতাড়ি এভাবে শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে, এটা অস্বাভাবিক ৷"

আরও পড়ুন:

  1. করোনার নয়া প্রাণঘাতী প্রজাতির সন্ধান, হাজার হাজার বিড়ালের মৃত্যু!
  2. ভয় ধরাচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট, ব্রিটেনে দ্রুত ছড়াচ্ছে ‘এরিস’
  3. করোনার 'আঁতুড়ঘর' চিনের উহান ল্যাব, সিলমোহর হু প্রধানের
Last Updated : Nov 23, 2023, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.